বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষে যেমন দাঁড়াল পয়েন্ট টেবিল
Published: 23rd, January 2025 GMT
বিপিএলের ঢাকায় প্রথম পর্বের পর সিলেট ও চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে৷ ঢাকায় ২৬ জানুয়ারি থেকে শুরু হবে শেষ পর্ব।
বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে রংপুর রাইডার্স। দলটি টানা ৮ ম্যাচে জিতে সবার আগে শেষ চারে জায়গা নিশ্চিত করেছিল। বৃহস্পতিবার দুর্বার রাজশাহীর কাছে হারলেও ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি।
পয়েন্ট টেবিলে দুইয়ে আছে ফরচুন বরিশাল। দলটি রংপুর রাইডার্সের বিপক্ষে ২ ম্যাচে হেরেছে। বাকি ৬ ম্যাচে জিতে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে তামিম ইকবালের দল।
তিনে আছে চট্টগ্রাম কিংস। তারা ৯ ম্যাচের মধ্যে ৫টায় জিতেছে। ১০ পয়েন্ট নিয়ে ভালো মতোই আছে সেরা চারে যাওয়ার লড়াই।
পয়েন্ট টেবিলে চারে আছে খুলনা টাইগার্স। তারা ৯ ম্যাচের ৪টিতে জিতেছে। পারিশ্রমিক পরিশোধ নিয়ে বিতর্ক থাকলেও রাজশাহী ১০ ম্যাচের ৪টিতে জিতে সেরা চারে যাওয়ার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেটআর্বিভূত হয়েছে। তারা টেবিলে পাঁচে আছে।
পয়েন্ট টেবিলে ছয়ে থাকা ঢাকা ক্যাপিটালস ১০ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় পেয়েছে। তাদের সামনেও কাগজে কলমে শেষ চারে যাওয়ার সুযোগ আছে। সেজন্য জিততে হবে ঢাকা পর্বের বাকি দুই ম্যাচ। সাতে থাকা সিলেট স্ট্রাইকার্স ৯ ম্যাচে জিতেছে ২ ম্যাচ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম পর ব
এছাড়াও পড়ুন:
ইফতারের দোয়া
রোজা রাখার পুরস্কার অনেক। রোজা রাখার কারণে বিশ্বাসীদের জন্য রয়েছে অজস্র পুরস্কার।
নবীজি (সা.) বলেন, ‘রোজাদারের জন্য দুটি খুশি-একটি ইফতারের সময়, অপরটি তার রবের সাক্ষাৎ লাভের সময়।’ (বুখারি, ১৯০৪)
ইফতারের আগে দোয়া: ইফতারের আগে রোজাদারের দোয়া কবুল হয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৭৫২)
ইফতারের দোয়া বাংলাহে আল্লাহ! আমি আপনার উদ্দেশে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি । আপনি আমার রোজা কবুল করুন।
রোজার নিয়ত