বিপিএলের ঢাকায় প্রথম পর্বের পর সিলেট ও চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে৷ ঢাকায় ২৬ জানুয়ারি থেকে শুরু হবে শেষ পর্ব। 

বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে রংপুর রাইডার্স। দলটি টানা ৮ ম্যাচে জিতে সবার আগে শেষ চারে জায়গা নিশ্চিত করেছিল। বৃহস্পতিবার দুর্বার রাজশাহীর কাছে হারলেও ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি।

পয়েন্ট টেবিলে দুইয়ে আছে ফরচুন বরিশাল। দলটি রংপুর রাইডার্সের বিপক্ষে ২ ম্যাচে হেরেছে। বাকি ৬ ম্যাচে জিতে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে তামিম ইকবালের দল।

তিনে আছে চট্টগ্রাম কিংস। তারা ৯ ম্যাচের মধ্যে ৫টায় জিতেছে। ১০ পয়েন্ট নিয়ে ভালো মতোই আছে সেরা চারে যাওয়ার লড়াই। 

পয়েন্ট টেবিলে চারে আছে খুলনা টাইগার্স। তারা ৯ ম্যাচের ৪টিতে জিতেছে। পারিশ্রমিক পরিশোধ নিয়ে বিতর্ক থাকলেও রাজশাহী ১০ ম্যাচের ৪টিতে জিতে সেরা চারে যাওয়ার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেটআর্বিভূত হয়েছে। তারা টেবিলে পাঁচে আছে।

পয়েন্ট টেবিলে ছয়ে থাকা ঢাকা ক্যাপিটালস ১০ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় পেয়েছে। তাদের সামনেও কাগজে কলমে শেষ চারে যাওয়ার সুযোগ আছে। সেজন্য জিততে হবে ঢাকা পর্বের বাকি দুই ম্যাচ। সাতে থাকা সিলেট স্ট্রাইকার্স ৯ ম্যাচে জিতেছে ২ ম্যাচ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম পর ব

এছাড়াও পড়ুন:

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে পাঁচজন দগ্ধ

গাজীপুরে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজের আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল রোববার রাত আটটার দিকে নগরের মোগরখাল মোল্লা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর নগরের মোগরখাল মোল্লা মার্কেট এলাকার একটি বাসায় গতকাল রাত আটটার দিকে পারভিন আক্তার নামের এক নারী রান্না করছিলেন। এ সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে পারভিনসহ পাঁচজন দগ্ধ হন। তাঁদের প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

দগ্ধ অন্য চারজন হলেন সীমা আক্তার (৩০), তাসলিমা আক্তার, পারভিন আক্তারের দেড় বছরের ছেলে আয়ান, শেফালী বেগম (৪০) ও তাঁর মেয়ে তানজিলা।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ বলেন, গ্যাস লিকেজ থেকে আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের বরাত দিয়ে ওসি জানান, তাসলিমার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া দুজন ৯০ শতাংশ, একজন ৩২ শতাংশ ও অন্য একজন ২৮ শতাংশ দগ্ধ হয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ