সহযোগিতার অভাব এবং বিচারিক কমিশন গঠনের ব্যর্থতার কারণ উল্লেখ করে সরকারি দলের সঙ্গে চলমান আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। 

দলটির প্রতিষ্ঠাতা ইমরান খান এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে পিটিআই চেয়ারম্যান গওহর আলী খান। বৃহস্পতিবার আদিয়ালা কারাগারের বাইরে মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।

২০২৩ সালের ৯ মে পাকিস্তানে ঘটে যাওয়া সহিংস ঘটনার তদন্তে সরকার তিন বিচারকের একটি কমিশন গঠনের প্রস্তাব মেনে না নেওয়ায় ইমরান এমন সিদ্ধান্তে এসেছেন। এই বিচারিক কমিশন গঠন না হলে আলোচনা এগোতে পারে না বলে জানান তিনি। সামা নিউজ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইমর ন খ ন

এছাড়াও পড়ুন:

শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষের মৃত্যুবার্ষিকী পালিত

ফরিদপুরের প্রবীণ শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ ওরফে তারাপদ- এর চতুর্থ মৃত্যুবার্ষিকী বুধবার পালিত হয়েছে। দিনটি স্মরণে তাঁর ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসভবনে গীতাপাঠসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ ছাড়া দুপুরে স্থানীয় রামকৃষ্ণ মিশন আশ্রম ও ফরিদপুরে শ্রীঅঙ্গনে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২১ সালের ২ এপ্রিল ৯৩ বছর বয়সে তিনি মারা যান।

১৯২৮ সালের ৬ আগস্ট মানিকগঞ্জের কাঞ্চনপুর গ্রামে জন্ম হয় জগদীশ চন্দ্র ঘোষের। ১৯৭১ সালের ২ মে পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ডের শিকার হয় তাঁর পরিবার। ওই দিন তাঁর বাবা যোগেশ চন্দ্র ঘোষ, ভাই গৌরগোপাল ঘোষ ও কাকাতো ভাই বাবলু ঘোষ গণহত্যার শিকার হন।

জগদীশ চন্দ্র ঘোষ শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা করতেন। দীর্ঘ ৪০ বছর তিনি বাংলাদেশ অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া নাটকসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি। 
 

সম্পর্কিত নিবন্ধ