পুকুরের পাড় দেখিয়ে খনন, রাস্তা ভেঙে পড়ার আশঙ্কা
Published: 23rd, January 2025 GMT
নরসিংদীর শিবপুরে সরকারি পাকা রাস্তাকে পুকুরের পাড় দেখিয়ে পুরাতন পুকুর খনন করার অভিযোগ উঠেছে। এতে সরকারি রাস্তাটি পুকুরে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উপজেলার চক্রধা ইউনিয়নের সোনাকুড়া গ্রামে আবদুল মান্নান নামে এক ব্যক্তি তার পুরাতন একটি পুকুর খনন করছেন। এতে এই আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি পাকা রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে পুকুরটি খনন করায় যে কোনো সময় রাস্তার ওই অংশটি পুকুরের মধ্যে ভেঙে পড়তে পারে। সরকারি রাস্তা রক্ষার জন্য দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন তারা।
গতকাল বুধবার (২২ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, সোনাকুড়া সিএন্ডবি বাজার হতে নিনগাঁও সড়কের সোনাকুড়া এলাকায় এলজিইডির সড়ক ঘেঁষে পুকুর খনন করা হচ্ছে। সরকারি পাকা রাস্তাটিকে ঝুঁকির মধ্যে ফেলে পুকুরের পাড় বানিয়ে প্রায় ১৫/২০ ফুট গভীর করে পুকুরটি খনন করা হচ্ছে।
রাস্তাটি দিয়ে দুপাত্তর ও নিনগাঁওসহ প্রায় সাতটি গ্রামের মানুষ প্রতিদিন চলাচল করেন। পুকুরটি পুনরায় খনন করায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বৃষ্টি হলে রাস্তাটি পুকুরে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সরকারি রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে পুকুর খনন করার বিষয়ে জানতে চাইলে পুকুরের মালিক আবদুল মান্নান বলেন, “আমার জায়গায় পুকুর কাটছি, আপনাদের সমস্যা কোথায়?”
উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত বলেন, “সরকারি পাকা রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে যদি খনন করে থাকেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।”
এ ব্যাপারে শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুর রহিম বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। যদি কেউ সরকারি রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে খনন করে থাকেন, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/হৃদয়/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সরক র আশঙ ক
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরায় বাঁধ ভেঙে প্লাবিত মানুষকে নৌবাহিনীর ত্রাণ সহায়তা
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ায় খোলপেটুয়া নদীর বেঁড়িবাধে ভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
খুলনা নৌ অঞ্চলের সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে আনুলিয়া ইউনিয়নের বিছট ও কাকবাসিয়া এলাকায় এ সব ত্রাণ সামগ্রী বিতরণ করেন নৌবাহিনী ত্রাণ বিতরণ উপ-সমন্বয়কারী লেফটেন্যান্ট কমান্ডার মো. সোহেল রানা।
এ সময় লেফটেন্যান্ট কমান্ডার মো. সোহেল রানা বলেন, ‘‘দেশের যে কোনো সংকট ও দুর্যোগে নৌবাহিনী সবসময় নির্ভরতার প্রতীক হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। সংকটকালে জনগণের পাশে থাকা শুধু দায়িত্ব নয়, এটি বাংলাদেশ নৌবাহিনীর এক দৃঢ় অঙ্গীকার।’’ তিনি আরো বলেন, ‘‘আশাশুনির এই দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে নৌবাহিনী ত্রাণ ও চিকিৎসা সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।’’
আরো পড়ুন:
বাঁধে ভাঙনের ২ দিনেও সংস্কার শুরু হয়নি, ১০ গ্রাম প্লাবিত
সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত
এ সময় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, আশাশুনির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নৌবাহিনী এ সময় প্লাবিত অঞ্চলের পাঁচ শতাধিক ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা দেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল, চিনি, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ঔষধ, খাবার স্যালাইন, বিভিন্ন রকমের শুকনো খাবার, মোমবাতি, দিয়াশলাইসহ বিভিন্ন সামগ্রী।
এছাড়া সেখানকার বানভাসী মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়।
ঢাকা/শাহীন/বকুল