৫ নারীর নেপালের ল্যাংটাং উপত্যকা জয়
Published: 23rd, January 2025 GMT
বিশ্বের সর্বোচ্চ পর্বতশ্রেণি হিমালয়ের ল্যাংটাং উপত্যকা জয় করেছে বাংলাদেশের পাঁচ নারী। আট হাজার মিটার উচু এ পর্বতশৃঙ্গ নেপালের বাগমতি প্রদেশের রাসুওয়া জেলায় অবস্থিত। ল্যাংটাংয়ের প্রতিটি চূড়ায় দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়েছেন তারা।
এভারেস্টজয়ী নিশাত মজুমদারের নেতৃত্বে এই নারীরা গত ২১ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত নেপালের লাংটাং হিমালয়ে শীতকালীন এ অভিযানে অংশ নেন। ১০৫ বছর আগে বাঙালি মুসলিম জাগরণের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেনের লেখা ‘সুলতানাজ ড্রিম’ গত বছরের মে মাসে স্থান পায় জাতিসংঘের ইউনেস্কোর বিশ্বস্মৃতি বা মোমোরির তালিকায়। সেই অনুপ্রেরণায় পর্বত অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘সুলতানাজ ড্রিম অনবাউন্ড’ বা ‘সুলতানার স্বপ্ন অবারিত।’
এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজন করা হয় ‘ফ্ল্যাগ ইন সেরিমনি: উইমেনস উইন্টার এক্সপিডিশন’ শীর্ষক প্রেস মিট। পর্বতারোহী সংগঠন অভিযাত্রী আয়োজিত এই বিশেষ পর্বত অভিযানে সার্বিক সহযোগিতা দিয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ড মাস্টারকার্ড ও মুক্তিযুদ্ধ জাদুঘর। অভিযানে ৫ হাজার ৫০০ মিটার উচ্চতাসম্পন্ন ইয়ালা শৃঙ্গ, পাঁচ হাজার ১৪৫ মিটার উচ্চতাসম্পন্ন সুরিয়া শৃঙ্গ এবং চার হাজার ৭৪৭ মিটার উঁচু গাঁসাইকুণ্ড শৃঙ্গ জয় করেন নারী অভিযাত্রীরা।
নাট্যব্যক্তিত্ব ত্রপা মজুমদারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ইউনেস্কোর পক্ষ থেকে সুলতানাজ ড্রিম অনবাউন্ডের স্বীকৃতি আমাদের বড় অনুপ্রেরণা। এখন পঞ্চকন্যা হিমালয় জয় করেছে, সুলতানার স্বপ্ন পল্লবিত হচ্ছে। বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে নানা কর্মসূচি বাংলাদেশ ও এর বাইরেও বিস্তৃত হয়েছে। প্রতি বছর নানা কর্মসূচির মাধ্যমে তার স্বপ্ন আরও প্রসারিত হবে।
সংবাদ সম্মেলনে শুরুতে সুলতানার স্বপ্ন শীর্ষক ‘পায়রাবন্দ থেকে উলানবাটোর’ ও সুলতানার স্বপ্ন শীর্ষক গ্রন্থপাঠ নিয়ে ভিডিও প্রদর্শনী হয়। পরে নিশাত মজুমদার মুক্তিযুদ্ধ যাদুঘর, ইউনেস্কো ও মাস্টারকার্ড প্রতিনিধির হাতে জাতীয় পতাকা তুলে দেন। এরপর পাচ নারীর দূর্গম পর্বতযাত্রার বিভিন্ন মূহুর্ত নিয়ে তৈরি ডকুমেন্টারি প্রদর্শিত হয়। সংবাদ সম্মেলনে পবর্তারোহী নারীরা শীতের সময়ে অভিযানে গিয়ে নানা ধরনের সঙ্কটে পরার বিষয়টিও তুলে ধরেন।
নিশাত মজুমদার বলেন, ‘ইয়ালাপিতে আমরা যেদিন গেলাম, আমাদের কাছে কোনো পানি ছিল না। চারদিকে পানি কিন্তু আমার কাছে খাওয়ার মত কোনো পানি নেই। সব বরফ হয়ে ছিল। আমাদের কাছে যত গ্যাস ছিল, সব গ্যাস দিয়ে চেষ্টা করেছিলাম বরফগুলোকে পানি করে খাওয়ার। অনেক মেয়ে আমাদেরকে বলছে, আমিওতো এখানে থাকতে পারতাম; আমিওতো একজন সুলতানা হতে পারতাম। এই মেসেজটাই জরুরি।’
দলের সর্বকনিষ্ঠ সদস্য অর্পিতা দেবনাথ বলেন, ‘এই অভিযানের আগে তিনি তার সব লক্ষ্য একটা সীমানার মধ্যে ঠিক করতেন। আমি এটার বাইরে কোনোভাবে যেতে পারব না, এমন মনে হত। আমার মনে হয়েছে, এবার আমি আমার লিমিটেশনটা অতিক্রম করতে পারছি।’
পর্বতারোহী ইয়াসমিন লিসা বলেন, ‘আমরা যে বিমানে গিয়েছি, তার পাইলটও ছিলেন নারী। অর্থাৎ যাত্রার শুরুতে উপলব্ধি হয়, সুলতানা স্বপ্ন এভাবেই বাস্তবায়ন হচ্ছে। ইয়ালা পিকে উপলব্ধি হয় বাতাসে মানুষ উড়ে যেতে পারে। প্রচণ্ড বাতাস ছিল। কিন্তু আমরা সব প্রতিবন্ধকতা দূরে সরিয়ে লক্ষ্যে পৌঁছেছি। এটাই সুলতারা স্বপ্ন।’
তহুরা সুলতানা রেখা বলেন, ‘প্রকৃতিগতভাবে নারীদের যে সমস্যা হয় সেই সমস্যার মুখোমুখি হতে হয় পবর্তযাত্রার শুরুতেই। পুরোটা পথ তলপেটের ব্যাথা নিয়ে পাড়ি দিতে হয়েছে। তবুও থেমে থাকিনি।’
দলের আরেক সদস্য মৌসুমি আক্তার এপি ওরফে এপি তালুকদার বলেন, ‘আজকে এখানে দাঁড়িয়ে আমি স্বপ্ন দেখছি; পাঁচজন সুলতানার জায়গায় একদিন ৫ হাজার বা ৫ লাখ এরকম সামিট করে আসবে এবং আমরা উল্লাস করব।’
স্বাগত বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের অপর ট্রাস্টি সারা যাকের বলেন, ১০৫ বছর আগে বেগম রোকেয়া সুলতানার লেখাটি এ সময়েও অত্যন্ত জরুরি। কারণ, নারীরা এখনো পিছিয়ে আছে। তাই বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নও প্রাসঙ্গিক। তার লেখা আমাদের সাহস জোগায়। এটাকে মাথায় রেখে এই নারীদের পর্বতযাত্রা। এটি ভীষণভাবে সিম্বোলিক। নারীদের আলাদাভাবে উদ্যোগী হতে হবে যাতে পুরুষের সঙ্গে সমানভাবে এগিয়ে যাওয়া যায়।
ইউনেস্কোর ঢাকার হেড অব কমিউসনিকেশন অ্যান্ড পাললিক এনগেইজমেন্টের নুসরাত আমিন বলেন, ‘পাঁচজন ‘সুলতানা’ পর্বত জয় করে দেশে ফিরেছেন। অর্থাৎ বেগম রোকেয়া সুলতানার স্বপ্ন এখনও অবারিত। সারাদেশে এই স্বপ্ন আরও ছড়িয়ে যাবে। ইউনেস্কো এ ধরনের স্বপ্ন বাস্তবায়নে সব সময় এ ধরনের উদ্যোগে ছিল এবং থাকবে।’
মাস্টারকার্ডের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘এই পাঁচ নারী অসাধারণ কাজ করে এসেছেন। মাস্টার কার্ড পৃথিবীর কোনো দেশে এবারই প্রথম এমন কর্মসূচিতে অংশ নিয়েছে। আমরা এই কর্মসূচিতে যুক্ত হতে পেরে আনন্দিত। আগামীতে কর্মসূচি ধারাবাহিকতা অব্যহত রাখা থাকবে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম ক ত য দ ধ জ দ ঘর ইউন স ক
এছাড়াও পড়ুন:
প্রবাসে কেটে যায় ঈদ, থেকে যায় স্মৃতি
টানা ১১তম ঈদ পালন করলাম প্রবাসে। ২০১৫ সাল থেকে কখনো দেশে ঈদ পালন করা হয়নি আমার। তবে এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, নেই কোনো অভিযোগ। আমি বরাবরই অন্যদের চেয়ে একটু আলাদা হতে পছন্দ করি।
ঈদ আসলে দেড় কোটি প্রবাসীর আকুতি শুনতে পাই। তবে, আমি কখনো আকুতি জানাইনি। কখনো কাউকে বলা হয়নি, ঈদে আমার খারাপ লাগে, কষ্ট লাগে। ঈদ আসলে অন্যরা কষ্ট পেলেও আমি আনন্দ খোঁজার চেষ্টা করি। অন্যরা কষ্ট পায়, কারণ ঈদটাকে তারা উপলব্ধি করে, যখন তারা তাদের মনের সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না! যেমন তাদের ইচ্ছে করে, পরিবারের সাথে ঘুরবে, বউ-বাচ্চা, মা-বাবার মুখ দেখবে; যখন সেটি করতে পারে না, তখনই তারা কষ্ট পায়।
আর যার কোনো আকাঙ্ক্ষাই থাকে না, তার তো কষ্ট পাওয়ারও কিছু থাকে না। আমার কোনো আকাঙ্ক্ষা নেই। ঈদ এলে আমার আলাদা কোনো অনুভূতি কাজ করে না। ফলে, আমি কষ্ট না পেয়ে আনন্দ খুঁজি।
যে বছর প্রথম প্রবাসে ঈদ পালন করেছি, সে বছর বরাবরের মতোই বাংলাদেশের আমেজ উপলব্ধি করতাম। যখন দেখলাম, ঈদের দিনেও কাজ থেকে ছুটি পাইনি, ঈদের জন্য কোনো নতুন জামা কিনতে পারিনি, সেদিনই প্রবাস জীবন কী, তা আর বুঝতে বাকি রইল না। ঈদের দিন ছুটি না পাওয়ার কারণ হলো—আমার প্রবাস জীবন শুরু হয়েছে ইউরোপের দেশ সাইপ্রাসে। সাইপ্রাস খ্রিষ্টান ধর্মাবলম্বীদের দেশ হওয়ায় সে দেশে মুসলমানদের ধর্মীয় কোনো উৎসবে সরকারিভাবে বন্ধ দেওয়া হয় না। আমি জানতাম না, এ দেশে এরকম সিস্টেম। আমি তখন গাড়ির ওয়ার্কশপে কাজ করতাম সাইপ্রাসের রাজধানী নিকোশিয়ার ফ্যাক্টরি এরিয়াতে। আমার দেশের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে।
ভেবেছিলাম, মালিকের কাছ থেকে ঈদের দিন ছুটি চেয়ে নেব। কিন্তু, ঈদের দুই দিন আগ থেকে কাজের এতটাই চাপ ছিল যে, তার কাছে যে ছুটি চাইব, সে পরিস্থিতি ছিল না। রাতে পরিকল্পনা করি, ঈদের নামাজ আর পড়ব না। কারণ, আমি যেখানে কাজ করি, ওখান থেকে মসজিদ প্রায় ৪০ কিলোমিটার দূরে। কিন্তু, কয়েকজন বন্ধুর অনুরোধে ভোরে উঠে পুরাতন জামা পরে বাসে করে চলে গেলাম রাজধানী নিকোশিয়ায় নামাজ পড়তে। কিন্তু, নামাজ শেষ করে কিছুতেই আর কাজে ফিরতে ইচ্ছে করছে না। বন্ধুরা ডেকে নিয়ে গেল বাসায়। তারা রান্না করছে, আমাকে না খেয়ে আসতে দিচ্ছিল না। কিন্তু, যখন সকাল ৯টা বাজে, মালিকের ফোনের পর ফোনে বিরক্ত হয়ে খাবার না খেয়েই চলে আসতে হয়েছে কাজে। রাগ করে আর বাড়িতেও কাউকে ফোন দিয়ে বলিনি এ কষ্টের কথা। কিন্তু, তারা ধরে নিয়েছিল যে, আমি অনেক আনন্দ করছি বিদেশে।
পরের বছর থেকে আর কখনো এটা নিয়ে আক্ষেপ করিনি। আমার ছয় বছরের সাইপ্রাস প্রবাস জীবনে একবার ছুটি পেয়েছিলাম ঈদের দিন। কারণ, সেদিন ছিল রবিবার। সাইপ্রাসে রবিবারে সরকারি ছুটি। সাইপ্রাসে প্রায় ১০ হাজার বাংলাদেশির একই অবস্থা—কারো মনে ঈদের আনন্দ নেই।
এরপর ২০২০ সালের শেষের দিকে চলে আসলাম সংযুক্ত আরব আমিরাতে। এখানে এসে বড় ভাইয়ের কন্সট্রাকশন ঠিকাদারি কোম্পানিতে জয়েন করলাম। এখানে এসে নতুন করে ঈদের অনুভূতি হতে লাগল। কারণ, এখানে এসেই ঈদের দিন মা, ভাই ও ভাইয়ের পরিবারকে পেয়েছিলাম। আমিরাতে প্রথম ঈদ ছিল অনেক আনন্দের। মনে হয়েছিল, আমি দেশেই ঈদ করছি। ঈদের সময়টা নিজের পরিবারের সাথে কাটাতে পারার মাঝে যে প্রশান্তি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।
আমার কাছে ইউরোপ আর মধ্যপ্রাচ্য প্রবাসীদের মাঝে অনেক তফাৎ মনে হয়। ইউরোপ প্রবাসীরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়। ইউরোপ প্রবাসীরা চাইলেও দেশে যেতে পারে না, যেটা মধ্যপ্রাচ্য প্রবাসীরা পারে।
কত মানুষ দেশে ঈদের আগে স্বজন হারিয়ে ফেলে, কত অসহায় মানুষ দেশে ঈদ করতে পারে না। কত মানুষ পরিবার থেকে দূরে কাজ করার কারণে ঈদে বাড়ি যেতে পারে না। কিন্তু, আমরা কি কখনো তাদের কথা ভেবেছি? তারা হয়ত প্রবাসী নয়, কিন্তু তারাও তো আমাদের মতো কষ্টের ভাগিদার। শুধু প্রবাসীদেরকেই সহানুভূতির চোখে তাকাতে হবে, তা আমি একজন প্রবাসী হয়েও সমর্থন করি না। বরং আমরা সেসব মানুষের চেয়ে ভালো আছি। অন্তত আমাদের আত্মতৃপ্তি পাবার মতো একটা বিষয় আছে। আমরা তাদের চেয়ে বেশি টাকা ইনকাম করি, তাদের চেয়ে ভালো অবস্থানে আছি। আসলে পৃথিবীটা কারো জন্যই পুষ্পশয্যা নয়।
ঢাকা/হাসান/রফিক