প্রয়াত গাড়ি চালক ও হেলপারের পরিবার পেল অর্থ সহায়তা
Published: 23rd, January 2025 GMT
প্রয়াত উৎসব পরিবহনের গাড়ি চালক মো. চুন্নু মিয়া ও বন্ধন পরিবহনের গাড়ী হেলপার মো. হুমায়ূণ কবিরের দুই পরিবারকে বিশ হাজার টাকা করে অর্থ প্রদান করেছেন নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং ঢাক-২৫৮৪)।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বৃহস্পতিবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবারের হাতে অর্থ তুলে দেন নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বিল্লাল হোসেন, লিটন, জাহাঙ্গীর, সফিক, শাহীন ও জুয়েল, জামান প্রমুখ।
এ সময় নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং ঢাক-২৫৮৪) সভাপতি সেলিম হোসেন জানান, বাস টার্মিনালে সকল গাড়ি চালক ও হেলপারদের পাশে আছে থাকবে শ্রমিক ইউনিয়ন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: পর ব র ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোথাও নেই
“বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোথাও নেই। এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ মিলেমিশে যার যার ধর্মীয় উৎসব পালন করে থাকে। অন্যান্য বছরের তুলনায় এবছর লাঙ্গলবন্দ স্নানোৎসবে অনেক বেশি পূণ্যার্থীরা অংশ নিয়েছেন।”
বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে হিন্দু ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্য স্নানোৎসবের পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
শুক্রবার (৪ এপ্রিল) রাত ২টা থেকে শুরু হয়ে ৫ এপ্রিল রাত ১২টা ৫১ পর্যন্ত দুই দিনব্যাপী লাঙ্গলবন্দের এই স্নানোৎসব চলবে। স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে উঠেছেন দেশ-বিদেশ থেকে আসা লাখো পুণ্যার্থী। লাঙ্গলবন্দের তিন কিলোমিটার এলাকাজুড়ে পুণ্যার্থীর ঢল নেমেছে।
ঢাকা/অনিক/টিপু