ম্যারিকোর ক্যাম্পাস প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
Published: 23rd, January 2025 GMT
সম্প্রতি ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ম্যারিকো বাংলাদেশের ফ্ল্যাগশিপ ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা ওভার দ্য ওয়ালের তৃতীয় সিজনের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উদ্ভাবনমুখী এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে গঠিত দল টিম পাওয়ারপাফ গার্লস।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডে ৬টি দল তাদের আইডিয়া উপস্থাপন করে। এসব আইডিয়ার মধ্যে টেকসই পণ্যের নকশা ও উন্নত প্রযুক্তি প্রয়োগ থেকে শুরু করে সৃজনশীল ব্যবসায়িক কৌশলও ছিল। প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর টিম কওডন ব্লু এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের টিম এক্লিপ্স। প্রাইজমানির পাশাপাশি চ্যাম্পিয়ন দল ম্যারিকোর বৈশ্বিক দপ্তরগুলোতে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে। এ ছাড়া প্রথম রানার্সআপ ও দ্বিতীয় রানার্সআপ ম্যারিকো বাংলাদেশে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কানাডায় ৬০ প্রবাসী নারীর ‘ভিন্ন ধারায় মিলনমেলা’
কানাডার টরন্টোর স্কারবারো শহরে অনুষ্ঠিত হয়েছে ‘ভিন্ন ধারায় মিলনমেলা’। গত রোববার সকালে শহরের প্রায় ৬০ জন নারী এতে অংশ নেন। ব্যতিক্রমী এই আয়োজন করেছিলেন প্রবাসী নারী তানিজা রেজা।
আয়োজক তানিজা জানান, ‘আমাদের জন্য এটা ছিল ভিন্ন একটা দিন। সকাল ১০ টায় সেজেগুঁজে আমরা চলে গিয়েছিলাম স্কারবোরো এর রূপসী বাংলা রেস্টুরেন্ট এ। নিজ উদ্যোগে আমি আয়োজন করেছি ভিন্ন ধারায় মিলন মেলা।’
তিনি বলেন, ‘এই আয়োজনে সায়রা আপু আর সেতু আপু ভলান্টিয়ার হিসেবে আমাকে সাহায্য করেছেন। আর অসংখ্য ধন্যবাদ বিসিসিবি উইমেন প্লাটফর্মকে। এই প্লাটফর্ম অনলাইন এ সমস্ত নারীদের একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে। আমার ‘ভিন্ন ধারায় মিলন মেলা’ এই উদ্যোগে তাদের অবদান অপরিসীম।’
আয়োজক জানান, ‘এই মিলনমেলাতে কোনো প্রমোশন ছিল না, কোনো অফিসিয়াল স্পনসর ছিল না, না কোনো কমিটি। আমরা সবাই সবাই কে চিনেছি, সবার গল্প শুনেছি, সবাই নিজের নিজের স্পনসর। ব্রেকফাস্ট এর সর্বমোট বিল আমরা সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছি। ’
অনুষ্ঠান শেষে ছিল কোরাস গান ও র্যাফেল ড্র। সংবাদ বিজ্ঞপ্তি