দেওয়ানগঞ্জে জিল বাংলা চিনিকল ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বৃহস্পতিবার চিনিকলের ২ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

জানা গেছে, ২০২২-২৩ আখ মাড়াই মৌসুমে জিল বাংলা চিনিকল শ্রমিক-কর্মচারী ওয়ার্কার্স ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন হয়। ওই প্যানেলের মেয়াদ পূর্ণ হওয়ায় আগামী ২৮ জানুয়ারি জিল বাংলা চিনিকল শ্রমিক-কর্মচারী ওয়ার্কার্স ইউনিয়নের ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমে দ্বিবার্ষিক নির্বাচন হওয়ার কথা। ইতোমধ্যে তপশিল ঘোষণা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার ছিল বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিন সাধারণ সম্পাদক পদপ্রার্থী খোকন মোল্লা ও শওকত হোসেন সোহাগ সমর্থকদের নিয়ে গেটের সামনে সমবেত হন। উভয় পক্ষের দাবি, প্রতিপক্ষ তার দলের ওপর হামলা করে। তা রোধ করতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় জিল বাংলা চিনিকল কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচন স্থাগিত ঘোষণা করে।

শওকত হোসেন সোহাগ বলেন, ‘মিলে আমার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। সে কারণে আমি এবার ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলাম। কিন্তু খোকন মোল্লার লোকজন আমাকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেয়। সে কারণে সংঘর্ষ হয়। এতে আমার পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।’

খোকন মোল্লা জানান, তিনি আগে থেকেই চিনিকলের শ্রমিকদের সঙ্গে আন্তরিকতা বজায় রেখে চলছেন। তাকে সবাই পছন্দ করেন। সে কারণে এবার ওয়ার্কার্স ইউনিয়নে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে চাচ্ছেন। এজন্য সকালে গেটের ভেতরে অবস্থান করছিলেন তারা। এ সময় হামলা চালায় শওকত হোসেন সোহাগের লোকজন। এতে তার (খোকন) পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

নির্বাচন কমিশনার শরিফুল ইসলামের ভাষ্য, সংঘর্ষের ঘটনায় ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থাগিত করা হয়েছে। পরিস্থিতি শান্ত হলে কর্তৃপক্ষ নির্বাচন আয়োজন করবে।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, জিল বাংলা চিনিকলের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে এখনও মামলা হয়নি।

জিল বাংলা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘সংঘর্ষের ঘটনায় আমরা মর্মাহত। এ কারণে ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চ ন কল চ ন কল র

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্টস নির্বাচনে সম্ভাব্য ২৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সুতা ব্যবসায়ীদের জাতীয় ভিত্তিক সংগঠন বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্টস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক (২০২৫-২০২৭) নির্বাচনে ২৪ জন সম্ভাব্য  প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় পর্যন্ত সাধারণ গ্রুপ থেকে ১৬ জন ও এসোসিয়েট গ্রুপ থেকে ৮  জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

জানা গেছে, ২৩ এপ্রিল বুধবার তফসিল অনুযায়ী বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনে'র দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) প্রার্থী হবার জন্য মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় পর্যন্ত সাধারণ গ্রুপ থেকে এম সোলায়মান, মোস্তফা এমরানুল হক মুন্না, সঞ্জিত রায়, মো. মজিবুর রহমান, তাজুল ইসলাম টুটুল, সিরাজুল হক হাওলাদার সিরাজ, মো. আকবর হোসেন, মো. আকরাম, গৌতম সাহা, মো. তাইজ উদ্দিন আহমেদ, মো. জোবায়ের আলম ঝলক, মো. সাইদুর রহমান, আব্দুল্লাহ্ আল হোসেন বাপ্পি, মাজহারুল ইসলাম, মো. মাহমুদুল হোসেন লিংকন ও মো. বিল্লাল হোসেন এবং এসোসিয়েট গ্রুপ থেকে মোহাম্মদ মুসা, মো. মজিবুর রহমান, মো. মাহফুজুর রহমান খান মাহফুজ, মো. জাহিদ হোসেন, জীবন সাহা, মো. ফয়সাল আহম্মদ দোলন, মো. কামরুল হাসান ও মো. খায়রুল কবীর মনোনয়নপত্র সংগ্রহ করেন। সাধারণ গ্রুপ থেকে ১৫ জন এবং এসোসিয়েট গ্রুপ থেকে ৬ জন ইসি সদস্য নির্বাচিত হবেন। ২৬ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে।

নির্বাচন বোর্ডে চেয়ারম্যান পদে দায়িত্বে আছেন প্রবীর কুমার সাহা, সদস্য পদে মো. হাবিব ইব্রাহিম সদস্য এবং ব্যারিস্টার মেহেদী হাসান। নির্বাচন আপিল বোর্ডে চেয়ারম্যান পদে মুহাম্মদ আইউব, সদস্য পদে মো. নিছারউদ্দিন কামাল এবং মো. মকবুল হোসেন হিসাবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য যে, গত ৪ মার্চ নির্বাচন বোর্ড কর্তৃক দ্বি-বার্ষিক নির্বাচন এর তফসিল ঘোষণা করা হয়। ৫ এপ্রিল প্রাথমিক ভোটার তালিকা এবং ১৫ এপ্রিল  তারিখে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।

তফসিল অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন এবং আগামী ২৪ মে কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্টস নির্বাচনে সম্ভাব্য ২৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
  • যুক্তরাষ্ট্রের তুলা আমদানি বাড়াতে চায় বিটিএমএ, অতিরিক্ত শুল্ক স্থায়ীভাবে প্রত্যাহারের অনুরোধ