পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের সঙ্গে সমঝোতার আলোচনা বাতিল করেছেন। দুর্নীতির অভিযোগে আদালত তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়ার এক সপ্তাহ পর বৃহস্পতিবার ইমরানের দল পিটিআইয়ের চেয়ারম্যান এ তথ্য জানিয়েছেন।

দক্ষিণ এশীয় দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা কমানোর লক্ষ্যে ৭২ বছর বয়সী ইমরান গত বছরের শেষের দিকে আলোচনা শুরু করেছিলেন। আর্থিক অনিয়মের দিক থেকে খানের বিরুদ্ধে আসা জমি দুর্নীতির মামলাটিই সবচেয়ে বড় ছিল। মামলার অভিযোগে বলা হয়েছে, একজন আবাসিক ব্যবসায়ীকে অবৈধ সুবিধা দেওয়ারি বিনিময়ে খান এবং তার স্ত্রী প্রতিষ্ঠিত একটি কল্যাণ প্রতিষ্ঠানকে জমি দেওয়া হয়েছিল।

কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাতের পরে দলের চেয়ারম্যান গোহর খান বলেছেন, “ইমরান খান আলোচনা বাতিল করেছেন।”

তিনি জানান, গত সপ্তাহে সরকারকে দেওয়া দাবি পূরণের জন্য সাত দিনের সময়সীমা শেষ হওয়ার পর ইমরান খান তার সিদ্ধান্ত জানিয়েছেন।

পিটিআইয়ের দাবি ছিল, ২০২৩ সালের আগস্টে ইমরানের গ্রেপ্তারের ঘটনা এবং তার সমর্থকরা সামরিক অফিস ও স্থাপনায় ভাঙচুর করলে যে প্রতিবাদ সমাবেশ হয়, তার তদন্তের জন্য দুটি বিচার বিভাগীয় কমিশন গঠন।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইমর ন খ ন

এছাড়াও পড়ুন:

সরকার লক্ষ্যে স্থির থাকতে পারছে না: মোহাম্মদ জকারিয়া

নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকারিয়া বলেছেন, অনেকেই এখন গণ–অভ্যুত্থানের কথা ভুলে যাচ্ছে। সরকারও লক্ষ্যে স্থির থাকতে পারছে না। জাতীয় ঐকমত্য বজায় রাখতে এবি পার্টিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

আজ সোমবার এবি পার্টির গণ ইফতার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জকারিয়া এ কথা বলেন। রমজানের প্রথম দিন থেকে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে এই গণ ইফতার কার্যক্রম শুরু হয়েছে।

এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাবের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনের সঞ্চালনায় আজকের গণ ইফতারে আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক যোবায়ের আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ প্রতিবন্ধী সমন্বয় পরিষদের আহ্বায়ক ইলিয়াস হোসেন, নেত্রকোনা জেলা এবি পার্টির সদস্যসচিব মাকসুদুল হাসান প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ