যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি সৌদি যুবরাজের
Published: 23rd, January 2025 GMT
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন জানানোর সময় তিনি এ প্রতিশ্রুতি দেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার ট্রাম্পের শপথ গ্রহণের পর এক ফোনালাপে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশটির কার্যত নেতা যুবরাজ মোহাম্মদ বড় অংকের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন।
ট্রাম্প তার প্রথম মেয়াদে রিয়াদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। নতুন মেয়াদে তিনি সৌদি আরবকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাপ দেবেন বলে আশা করা হচ্ছে।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, “যুবরাজ আগামী চার বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ এবং বাণিজ্য সম্প্রসারণের ইচ্ছার কথা নিশ্চিত করেছেন এবং এর পরিমাণ আরো বেশি হতে পারে।”
এই তহবিলের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান জানায়নি বার্তা সংস্থাটি। তবে বিনিয়োগের এই অংক সৌদি জিডিপির অর্ধেকেরও বেশি প্রতিনিধিত্ব করে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাবেক মেয়র সূচনার ফ্ল্যাট, ৯ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ
দুর্নীতি মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার একটি ফ্ল্যাট জব্দ ও তার নয়টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়া এই আদেশ দেন।
দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম রেজা আবেদনটি করেন। আবেদনে বলা হয়, সূচনার ব্যাংক অ্যাকাউন্টগুলোতে ১ কোটি ৫৯ লাখ টাকার বেশি জমা আছে এবং তার ফ্ল্যাটটি শহরের উত্তরা এলাকায় অবস্থিত।
আবেদনে আরও বলা হয়, কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে সূচনার বিরুদ্ধে জ্ঞাত আয় থেকে ৩ কোটি ৪ লাখ ৫০ হাজার ৭৭০ টাকা অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার সঙ্গে জড়িত ১৬টি ব্যাংক হিসাবে ৪ কোটি ২২ লাখ ৫৮ লাখ ৭৫ হাজার ১৯৩ টাকা সন্দেহজনক লেনদেনসহ অস্বাভাবিক আর্থিক কর্মকাণ্ডের প্রমাণ পেয়েছে দুদক।
বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে, সূচনা ওইসব অ্যাকাউন্ট থেকে ওই অর্থ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছে। তাই তাকে এ কাজ থেকে বিরত রাখার জন্য একটি আদেশ প্রয়োজন।
২০ জানুয়ারি বাহার, মেহেরুন্নেসা এবং তাহসিনের বিরুদ্ধে তিনটি পৃথক দুর্নীতির মামলা করে দুদক।
গত বছরের ১১ নভেম্বর একই আদালত এ কে এম বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহেরুন্নেসা, মেয়ে তাহসীন বাহার সূচনা এবং ছেলে আইমন বাহারের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে।