সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন জানানোর সময় তিনি এ প্রতিশ্রুতি দেন।

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার ট্রাম্পের শপথ গ্রহণের পর এক ফোনালাপে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশটির কার্যত নেতা যুবরাজ মোহাম্মদ বড় অংকের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন।

ট্রাম্প তার প্রথম মেয়াদে রিয়াদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। নতুন মেয়াদে তিনি সৌদি আরবকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাপ দেবেন বলে আশা করা হচ্ছে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, “যুবরাজ আগামী চার বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ এবং বাণিজ্য সম্প্রসারণের ইচ্ছার কথা নিশ্চিত করেছেন এবং এর পরিমাণ আরো বেশি হতে পারে।”

এই তহবিলের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান জানায়নি বার্তা সংস্থাটি। তবে বিনিয়োগের এই অংক সৌদি জিডিপির অর্ধেকেরও বেশি প্রতিনিধিত্ব করে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ: প্রেস সচিব

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপিত শুল্ক পর্যালোচনা করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রেস সচিব এ কথা বলেন।

ওই পোস্টে শফিকুল আলম লিখেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপিত শুল্ক পর্যালোচনা করছে। এসব শুল্ক আরও যুক্তিসংগত করার উপায় খুঁজে বের করতে দ্রুত ও কার্যকরভাবে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যা শুল্কবিষয়ক জটিলতা নিরসনে প্রয়োজন।

প্রেস সচিব আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও আমাদের বৃহত্তম রপ্তানি গন্তব্য। ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করে আসছি।’

শফিকুল আলম বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের চলমান কার্যক্রম শুল্ক সমস্যা সমাধানে সহায়তা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।’

আরও পড়ুনবাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র৮ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ