গানে গানে পথচলার চার দশক পূর্ণ করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড ওয়ারফেজ। গত বছর ৬ জুন এ মাইলফলক স্পর্শ করে রক-মেটাল ঘরানার এ ব্যান্ড। জনপ্রিয়তা ধরে রেখে দীর্ঘ এ সংগীত যাত্রাকে স্মরণীয় করে রাখতে গত বছর যুক্তরাষ্ট্রে সফরও করেছে ওয়ারফেজ সদস্যরা।

দুই মাসের সেই সফরে তারা ডালাস, হিউস্টন, অস্টিন, মিনেসোটা, আটলান্টাসহ যুক্তরাষ্ট্রের আরও বেশ কয়েকটি রাজ্যে কনসার্ট করেছে। যুক্তরাষ্ট্রের পর ব্যান্ডের চার দশক পূর্তি উদযাপনে এবার যাচ্ছে অস্ট্রেলিয়ায়। দীর্ঘ এক মাসের এই সফরে অস্ট্রেলিয়ার পাঁচটি রাজ্যে কনসার্ট করবে বলে ওয়ারফেজ সদস্যরা জানান। 

তাঁরা আরও জানান, আগামী ১ ফেব্রুয়ারি পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে প্রথম কনসার্টে অংশ নেবে তারা। এরপর সেখান থেকে যাবে ভিক্টোরিয়া রাজ্যের বৃহৎ শহর মেলবোর্নে। ৮ ফেব্রুয়ারি মেলবোর্নে পারফর্ম করবে। ১৫ ফেব্রুয়ারি তাদের তৃতীয় কনসার্ট অনুষ্ঠিত হবে নিউ সাউথ ওয়েলসের চোখ ধাঁধানো শহর সিডনির মঞ্চে। পরদিন ১৬ ফেব্রুয়ারি ব্যান্ড সদস্যরা ছুটে যাবে কুইন্সল্যান্ড রাজ্যের ব্রিসবেনে। এরপর এই সফরের শেষ কনসার্ট করবে ২৩ ফেব্রুয়ারি দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। এর মধ্যে ব্যান্ডের পুরোনো সদস্য বেজ গিটারিস্ট ও কণ্ঠশিল্পী ভাবনা করিম অংশ নেবেন মেলবোর্ন ও সিডনিতে আয়োজিত দুই কনসার্টে। বাকি কনসার্টগুলোয় পারফর্ম করবেন ব্যান্ডের নিয়মিত সদস্যরা।

অস্ট্রেলিয়ার দেশি ইভেন্টসের এ আয়োজন নিয়ে ওয়ারফেজের প্রতিষ্ঠাতা সদস্য, ড্রামার ও দলনেতা শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘অস্ট্রেলিয়ায় আগেও সফর করেছি আমরা। সেই সফরের প্রতিটি কনসার্ট ছিল হাউজফুল; যা আমাদের অবাক করেছিল। ভাবতেও পারিনি, সেখানে ওয়ারফেজের এত অনুরাগী আছে। তাই তাদের গান শুনিয়ে ভালোবাসা কুড়িয়ে নেওয়ার সৌভাগ্য হয়েছিল আমাদের। আশা করছি, এবারও তার ব্যতিক্রম হবে না। চার দশক পূর্তি উদযাপন আরও বর্ণিল হয়ে উঠবে। গানে গানে ভালোবাসর আদান-প্রদান হবে উপস্থিত দর্শক-শ্রোতার সঙ্গে।’

টিপু আরও জানান, চার দশক পূর্তি উপলক্ষে দেশ-বিদেশে কনসার্টের পাশাপাশি অ্যালবাম ও স্যুভিনিয়র প্রকাশনা ছাড়াও বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন তারা। দেশেও বড় পরিসরে ব্যান্ডের রিইউনিয়নের কনসার্ট করার পরিকল্পনা রয়েছে তাদের।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব য ন ড দল চ র দশক প র ত সদস য ই সফর

এছাড়াও পড়ুন:

কিউইদের ২৫০ রানের লক্ষ্য দিল ভারত  

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানকে দাপটের সঙ্গে হারানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ৩০ রানে টপ অর্ডারের তিন ব্যাটার রোহিত শর্মা, শুভমন গিল ও বিরাট কোহলিকে হারায় তারা। সেখান থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে ২৪৯ রানের পুঁজি পেয়েছে ভারত। 

টস হেরে ব্যাট করতে নামা ভারতীয় ব্যাটিং অর্ডারে প্রথম ধাক্কা দেন কাইল জেমিনসন। দারুণ ছন্দে থাকা গিলকে (১৫) ফেরান তিনি। এরপর ম্যাট হেনরির বলে সাজঘরে ফেরেন রোহিত (২) ও বিরাট (১১)। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা বিরাট পয়েন্টে গ্লেন ফিলিপসের হাতে দুর্দুান্ত এক ম্যাচ হয়ে ফিরে যান। 

এরপর চারে নামা শ্রেয়াস আইয়ার ও পাঁচে নামা অক্ষর প্যাটেল ৯৮ রানের জুটি গড়েন। অক্ষর ৬১ বলে ৪২ রান করে আউট হন। তিনটি চারের সঙ্গে একটা ছক্কা মারেন তিনি। কেএল রাহুলের সঙ্গে ৪৪ রানের জুটি দিয়ে আউট হন আইয়ার। তিনি দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেন। ৯৮ বলের ইনিংস চারটি চার ও দুটি ছক্কায় সাজান। 

রাহুল সেট হলেও ইনিংস বড় করতে পারেননি। তিনি ২৯ বলে ২৩ রান করে আউট হন। হার্ডিক পান্ডিয়া দলকে আড়াই’ ছোঁয়া পুঁজি এনে দেন। তার ব্যাট থেকে ৪৫ বলে ৪৫ রানের ইনিংস আসে। চারটি চারের সঙ্গে দুটি ছক্কা মারেন এই ব্যাটার। 

ভারতের ব্যাটিং  অর্ডার ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন হেনরি। টপ অর্ডারে ধস নামানো এই পেসার ৮ ওভারে ৪৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। জেমিনসন, ওরর্কি, মিশেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট নেন। গ্রুপের এই শেষ ম্যাচের ফলের ওপর নির্ভর করছে সেমিফাইনালে কে কার মুখোমুখি হবে। জিতলে ভারত ফাইনালের লড়াইয়ে অস্ট্রেলিয়াকে পাবে। হারলে খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 

সম্পর্কিত নিবন্ধ

  • মানুষ শূন্য থেকে আসে, আবার শূন্যে ভেসে যায়
  • ধর্ষণচেষ্টার ঘটনায় সালিস বসালেন বিএনপি নেতা
  • মেজাজ হারালেন শান্ত, বড় হারে আবাহনীর শুরু
  • মৃত্যুর আগ পর্যন্ত আর আ.লীগ করব না: কাঠগড়ায় কামাল মজুমদার
  • আমি মৃত্যুর আগ পর্যন্ত আর আ.লীগের রাজনীতি করব না: কাঠগড়ায় কামাল মজুমদার
  • শেয়ারের মূল্যবৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই: এস আলম কোল্ড রোলড স্টিলস
  • সোসিয়েদাদকে উড়িয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা
  • বিজয়ের সঙ্গে প্রিয়াঙ্কার রসায়ন, যা বললেন মধু চোপড়া
  • উচ্চশিক্ষায় বেছে নিতে পারেন ডেনমার্ক
  • কিউইদের ২৫০ রানের লক্ষ্য দিল ভারত