নায়ক হতে চেয়েছিলেন। তাই অন্য কোনও পেশায় যুক্ত হননি। তবে শুরুর দিকে করতে হয়েছে অনেক কষ্ট। নিজের মেধা, প্রতিভার সবটুকু ঢেলে দিয়ে পরিশ্রম করে তিনি হয়ে উঠেছেন নায়করাজ। বর্ণঢ্য অভিনয়জীবনে রাজ্জাকের স্মরণীয় দিন ছিল ১০০ তম সিনেমার উৎসব। তা নিজেই জানিয়ে গেছেন নায়করাজ।

কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের জন্মদিন আজ। বিশেষ এই দিনে সামনে এসেছে রাজ্জাকের পুরোনো একটি সাক্ষাৎকারে ভিডিও।

সেখানে চলচ্চিত্র জীবনে সবচেয়ে বড় উপলব্ধি ও স্মরণীয় দিনের কথা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি একটা সময় চলচ্চিত্রে দিনরাত কাজ করেছি। যেমন কাজ করেছি তেমনই সন্মানও পেয়েছি। আমার সবচেয়ে স্মরণীয় দিন হল ১০০ তম সিনেমার রিলিজ উৎসব। কারণ, এজন্য আমাদের চলচ্চিত্র শিল্পীদের ৭ দিন ছুটি ঘোষণা করা হয়েছিল। এই ৭ দিন প্রযোজক, পরিচালক, শিল্পী, এফডিসি ও দর্শকের শুভেচ্ছা জানানো হয়। এরই মধ্যে এফডিসিতে তিনদিন ব্যাপী একটি অনুষ্ঠান হয়। সেখানে সেই সময়ের সব নায়কের স্বাক্ষরিত একটি স্মারক আমাকে উপহার দেওয়া হয়। সেটা আমার ঘরে আছে। দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে শততম সিনেমার সময় আমি যে চলচ্চিত্র শিল্প ও শিল্পীরা আমাকে যে শ্রদ্ধা-ভালোবাসা দিয়েছিল এর চেয়ে বড় পাওয়ার আমার আর কিছু নেই।’

রাজ্জাক বলেন, ‘দেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও গল্পকার জহির রায়হান আমাকে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন। প্রথম দেখায় তিনি আমাকে বলেছিলেন, ‘আমি আপনাকে নায়ক বানাবো’। তিনি আমাকে নায়ক বানানোর জন্য ‘হাজার বছর ধরে’ ছবিতে নেওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত নানা কারণে সিনেমাটি হয়নি। পরবর্তীতে তিনি ‘বেহুলা’ সিনেমায় আমাকে সুযোগ করে দেন।’

‘বেহুলা’ সিনেমার পর তাকে আর ফিরে তাকাতে হয়নি। নিজের সর্বোচ্চ দিয়ে অভিনয় করে গেছেন। রাজ্জাক বলেন, ‘জহির রায়হান সাহেবের পরামর্শে আমি পরবর্তীতে এগিয়ে গেছি। তিনি আমাকে শিখিয়েছেন, চলচ্চিত্রে লোভ করলে কিছুই পাওয়া যায় না, বরং ত্যাগ করতে হয়। তার এই বাণী আমি জীবনের প্রত্যেকটি পর্যায়ে মেনে চলেছি। তাই আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জহির রায়হান সাহেব।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন য়কর জ ন য়কর জ র জ জ ক চলচ চ ত র স মরণ য় সবচ য়

এছাড়াও পড়ুন:

মুনীর চৌধুরী জাতীয় নাট্য উৎসবের মঞ্চে ‘ইংগিত’

মুনীর চৌধুরী জাতীয় নাট্য উৎসবে ৬৩ জেলা হতে নির্বাচিত ১৬ নাটক নিয়ে ঢাকায় জাতীয় নাট্যশালায় উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে উৎসবের শেষ দিনে (শুক্রবার) মঞ্চায়ন করা হয় নাটক ‘ইংগিত’।

‘ইংগিত’র নাট্য ভাবনা, পরিকল্পনা, আলো ও নির্দেশনায় ছিলেন সুবীর মহাজন। সহকারী নির্দেশনায় আছাদ বিন রহমান ও পরিবেশনায় ছিল বান্দরবান পার্বত্য জেলা শিল্পকলা একাডেমি। বান্দরবানের বসবাসরত বিভিন্ন ভাষার জনগোষ্ঠীর মানুষ এত অংশ নেন।

নাটকের গল্পে দেখা যায়, পারিপার্শ্বিক অবস্থার কারণে তরুণদের বড় একটি অংশ হতাশায় নিমজ্জিত। অথচ তারুণ্যই বারবার পথ খুঁজে দিয়েছে। বহুভাষার মানুষের জেলা বান্দরবানের এক তরুণ বর্তমানের নানা পারিপার্শ্বিকতায় ক্লান্ত হয়ে যখন ঘুমের রাজ্যে, ঠিক তখন তার চোখ জুড়ে ফিরে আসে শৈশব-কৈশোর। ক্লান্ত শরীর তাকে ফিরিয়ে নিয়ে আসে বাস্তবে। স্বপ্নের ঘোরে সে ঘুরে বেড়ায় প্রকৃতির রাজ্য বান্দরবানে, যেখানে রয়েছে জীবন ও সংস্কৃতির বৈচিত্র্যময় বিশাল ভাণ্ডার। ঘুম তাকে ফিরিয়ে দেয় সোনালী সময়। যখন বর্তমানে ফিরে আসে নানা জটিলতায় আবদ্ধ হয়ে পড়ে। সিস্টেম নামে এক জগদ্দল পাথর সরাতে চায় সে। পাহাড় আর সমতলকে সাংস্কৃতিক বৈচিত্র্যতার এক সুতায় মেলবন্ধন ঘটাতে যে বদ্ধ পরিকর।

১৫ দিনব্যাপী কর্মশালার মধ্যে দিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • অস্কার: সেরা সিনেমা ‘আনোরা’
  • সেরা সিনেমা ‘আনোরা’
  • টিএসসিতে সংগীত উৎসব
  • রমজানে গাজায় সাময়িক যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রস্তাবে রাজি ইসরায়েল
  • মুনীর চৌধুরী জাতীয় নাট্য উৎসবের মঞ্চে ‘ইংগিত’