বন্দরে রাস্তা পারাপারের সময়  কার্গো চাপায় ইয়াসিন আরাফাত (২০) নামে এক শ্রমিক নিহতের ঘটনায় থানায় মামলা দায়েরের হয়েছে।

এ ব্যাপারে নিহত শ্রমিকের মা শাহিনূর আক্তার রুনা বেগম বাদী হয়ে গত বুধবার (২২ জানুয়ারী) রাতে  আটককৃত চালক রিয়াদ হোসেনকে আসামী করে  বন্দর থানায় সড়ক র্দূঘটনা আইনে এ মামলা দায়েরের করেন।যার মামলা নং- ৩১(১)২৪।

আটককৃত চালক রিয়াদ হোসেন লক্ষীপুর জেলার সদর থানার বালাইশপুর এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে। আটককৃতকে উল্লেখিত মামলায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

এর আগে গত বুধবার (২২ জানুয়ারী) সকাল ১০টায় বন্দর উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কেওঢালা পেপার মিলের সামনে এ র্দূঘটনাটি  ঘটে।

নিহত শ্রমিক ইয়াসিন আরাফাত বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার এলাকার মৃত আকরাম হোসেন মিয়ার ছেলে। সে কেওঢালা এলাকায় অবস্থিত রহমান স্পোর্টস ওয়ার লিমিটেডের নির্মাণ শ্রমিক।

উল্লেখ্য ,গত বুধবার সকাল ১০ টার দিকে  ইয়াসিন আরাফাত রাস্তা পার পার হচ্ছিল। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী লামিয়া মাইশা কার্গো সার্ভিস (ঢাকা মেট্রো ট ১৮-৫৯৫৫) একটি কার্গো চাপা দিলে  ঘটনাস্থলে মারা যায় ইয়াসিন।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার এস আই মতিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে এসে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক চালক রিয়াদকে আটক করে  পরে পুলিশে সোর্পদ করে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

কোকাকোলার এজেন্টের গুদামে গিয়ে হুমকি, আটক ৪

নারায়ণগঞ্জে কোকাকোলার এজেন্টের গুদামে গিয়ে হুমকি ও হামলার চেষ্টার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে শহরের নিতাইগঞ্জে নলুয়া রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- হামদাদ শরীফ রাইয়ান (২৪), মো. জহির (৩০), মো. রিয়াদ (২৭) এবং মো. সুজন (১৮)। তারা সবাই জেলা সদরের মুসলিমনগর এলাকার বাসিন্দা। 

স্থানীয়রা জানান, আজ দুপুর পৌনে ১২টার সময় বাপ্পী চত্বর এলাকার জাহিদ ওরফে জহিরের নেতৃত্বে ৬-৭ জন যুবক কোকাকোলার পরিবেশক ‘দি জামাল অ্যান্ড কোম্পানি’র গুদামে প্রবেশ করেন। জাহিদ ওরফে জহির এবং তার সঙ্গে থাকা আজমীর শেখ সজলসহ সবাই নিজেদের তারেক জিয়া প্রজন্ম দল নারায়ণগঞ্জ মহানগর শাখার অনুসারী হিসেবে পরিচয় দেন। তারা গুদামে মজুদকৃত কোকাকোলার সব ধরনের কোমলপানীয় ধ্বংসের জন্য সেখানে দায়িত্বেরত নিরাপত্তা কর্মী ও অন্য কর্মচারীদের হুমকি দেন। তারা গুদামটিতে হামলার চেষ্টাও করেন। এ সময় গুদামের কর্মচারীরা বিষয়টি বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার যুবককে আটক করে।

আরো পড়ুন:

সরস্বতী নদীতে মিলল লুট হওয়া ১২ গ্যাস সেল

সাবেক ওসি মাজহারের স্ত্রীর ফ্ল্যাট জব্দের আদেশ 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, “ফিলিস্তিনে ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে সারা দেশে চলমান প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে কিছু কিছু স্থানে সুযোগসন্ধানী গোষ্ঠী বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে। সেই ধরনের একটি দুষ্কৃতকারী দল নিতাইগঞ্জে কোকাকোলার ডিলারের গুদামে গিয়ে হুমকিসহ হামলার চেষ্টা করে। খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে চারজনকে আটক করি।”

তিনি আরো বলেন, “এ ঘটনায় কোকাকোলার ডিলারের পক্ষ থেকে মামলা ও আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কিনা তা নিশ্চিত নই।” 

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • যমুনায় বালু উত্তোল‌ন, ৭ জন‌কে ভ্রাম্যমাণ আদাল‌তের সাজা
  • কোকাকোলার এজেন্টের গুদামে গিয়ে হুমকি, আটক ৪