নারায়ণগঞ্জে নবীন আলেম সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
Published: 23rd, January 2025 GMT
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে "নবীন আলেম সংবর্ধনা-২০২৫" ও "উম্মাহর সংকট উত্তরণে নবীন আলেমদের করণীয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় শিবু মার্কেটস্থ আইসিএবি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মুহাম্মাদ আলী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক, গবেষক ও সংগঠক মাওলানা নূরুল করীম আকরাম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আকরাম বলেন, "ওলামায়ে কেরাম নায়েবে রসূল। তারা রাসূল (সা.
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দাওয়াহ্ ও দফতর সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলিল। তিনি বলেন, "দেশে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতিতে আজ দূর্নীতি মহামারীর আকার ধারণ করেছে। নবীন আলেমদের উচিত এ থেকে জাতিকে মুক্ত করতে স্বাধীনতার অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করা।"
সভাপতির বক্তব্যে মুহাম্মাদ আলী বলেন, "ত্রিধারা শিক্ষা ব্যবস্থার সমন্বয় সাধন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্রদের মাঝে কাজ করে যাচ্ছে। কওমি আলেমরা জাতির জন্য গুরুত্বপূর্ণ, তাদের নেতৃত্বে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও নারায়ণগঞ্জ বেফাকের সাংগঠনিক সম্পাদক মাওলানা দ্বীন ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হাকিম দিফায়ী, সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান, সহ-সভাপতি আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসাইন, দাওয়াহ্ সম্পাদক সাইদুল ইসলাম সিয়ামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ উপস থ ত ছ ল ন ন র য়ণগঞ জ ন ইসল ম
এছাড়াও পড়ুন:
অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার
ইন্দুরকানীর নিখোঁজ কিশোর সাব্বির হোসেনকে ছয় দিন পর ঢাকার নারায়ণগঞ্জের এক রিকশাচালকের বাসায় পাওয়া গেছে। তিন দিন আগে রাস্তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন ওই রিকশাচালক।
গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে ইন্দুরকানী গ্রামের কৃষক আব্দুল জলিল শেখের ছেলে সাব্বির হোসেন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে আটো গাড়িতে নারায়ণগঞ্জ যাচ্ছিল। এ সময় অটোতে থাকা অজ্ঞান পার্টির লোকজন তাকে অজ্ঞান করে টাকা, মোবাইল ফোনসহ সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে যায়। পরে তাকে নারায়ণগঞ্জে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গভীর রাতে সাব্বিরকে পরে থাকতে দেখে রিকশাচালক আব্দুর জব্বার তাঁকে তাঁর বাসায় নিয়ে যায়। তিন দিন পর তার জ্ঞান ফেরে। শনিবার বিকেলে সাব্বির ফোন করে তার বাবা-মাকে বিষয়টি জানায়।
সাব্বিরের বাবা জলিল শেখ বলেন, ছেলের খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। খুব চিন্তায় ছিলাম। তাকে অজ্ঞান পার্টি ধরেছিল। এক রিকশাচালক ভাই তাকে উদ্ধার করেছে। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, নিখোঁজ সাব্বিরকে ঢাকায় পাওয়া গেছে বলে তার পরিবার জানিয়েছে।