এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। ৭২.৬ মিলিয়ন ডলারে সাড়ে চার বছরের জন্য তাকে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলটি। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক এক ঘোষণায় বিষয়টি জানায় ম্যানসিটি।

‘’২৫ বছর বয়সী মিশরীয় স্ট্রাইকার সাড়ে চার বছরের চুক্তিতে ইতিহাস স্টেডিয়ামে এসেছে, সে ২০২৯ সালের গ্রীষ্ম পর্যন্ত এই ক্লাবেই থাকবে।’’

ম্যানসিটির সঙ্গে চুক্তি করে মারমুশ বলেছেন, ‘‘এটা এমন একটি দিন যেটা আমি কখনোই ভুলবো না। বিশ্বের অন্যতম সেরা দল ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি করাটার অনুভূতিটা আসলে অসাধারণ। আমি খুবই উচ্ছ্বসিত। আমার পরিবার গর্বিত। আমরা সবাই ম্যানচেস্টারে আসতে পেরে খুবই আনন্দিত।’’

আরো পড়ুন:

চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতের ম্যাচের ফলাফল

গার্দিওলার বিশ্বাস সিটি পুরোনো ছন্দে ফিরেছে 

‘‘এখানে পেপ গার্দিওলার মতো কোচ আছেন। তার টেকনিক্যাল স্টাফরা আছেন। বিশ্বমানের সব ধরনের সুযোগ-সুবিধা এখানে আছে। একজন খেলোয়াড়ের উন্নতির জন্য যা যা প্রয়োজন সব ধরনের সুযোগ-সুবিধা এখানে রয়েছে। এসব কিছুই আসলে আমাকে এখানে আসতে অনুপ্রাণিত ও প্রভাবিত করেছে।’’ —যোগ করেন মারমুশ।

মারমুশ ১৯৯৯ সালে কায়রোতে জন্মগ্রহণ করেন। মিশরীয় প্রিমিয়ার লিগের ক্লাব ওয়াদি দেগলার একাডেমিতে তার ফুটবলে হাতেখড়ি হয়। ১৭ বছর বয়সে তিনি প্রথম দলে জায়গা পান। পরের বছর যোগ দেন উলভসবার্গে। কিন্তু সেখানে সুবিধা করতে না পারায় ধারে সেন্ট পাউলি ও স্টুটগার্টে যান। ২০২৩-২০২৪ মৌসুমে তিনি বিদা দলবদল ফিতে যোগ দেন ফ্রাঙ্কফুর্টে এবং ২৯ ম্যাচে ১২ গোল করেন।

দলবদলের জানুয়ারি উইন্ডোতে মারমুশ হলেন ম্যানসিটির তৃতীয় সাইনিং। তার আগে আবদুকোদির খুশানোভ ও ভিটোর রেইসকে তারা দলে ভিড়িয়েছে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ হারাল দুজন 

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সোমবার সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুই কিশোর নিহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও ভাওড়পাড়া এলাকার আজহারুল ইসলামের ছেলে আশিকুর হক (১৬) ও একই গ্রামের মক্তবপাড়া এলাকার আকরামের ছেলে মিনহাজ (১৬)। আশিকুর এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। 

স্থানীয়রা জানান, ঈদের দিন মোটরসাইকেলে তিন বন্ধু পাশের টাঙ্গাইলের সখীপুর উপজেলার কুতুবপুর বাজারের কাছে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই মিনহাজ মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আশিকুর মারা যায়। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা অপর বন্ধু জিহাদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুজ্জামান বলেন, এ ব্যাপারে সখিপুর থানায় কোনো অভিযোগ  হয়নি।

 

 

সম্পর্কিত নিবন্ধ