গাজায় এখন ধ্বংসস্তূপে লাশ খুঁজছেন স্বজনরা
Published: 23rd, January 2025 GMT
গাজায় বন্দুক হয়তো নীরব হয়ে গেছে, কিন্তু মাহমুদ আবু দালফার যন্ত্রণা এখনো শেষ হয়নি। যুদ্ধের প্রথম মাসগুলো থেকে তিনি তার বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা স্ত্রী ও পাঁচ সন্তানের মৃতদেহের সন্ধান করছেন।
মাহমুদ জানান, ২০২৩ সালের ডিসেম্বরে গাজা শহরের শেজাইয়া শহরতলিতে ইসরায়েলি বিমান হামলায় তার পরিবারের ৩৫ জন সদস্য নিহত হন। এদের মধ্যে তার স্ত্রী ও সন্তানরাও ছিলেন। বোমা হামলার পর মাত্র তিনটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল।
মাহমুদ বলেন, “আমার সন্তানরা এখনো ধ্বংসস্তূপের নিচে। আমি তাদের বের করার চেষ্টা করছি.
তিনি বলেন, “আমার স্ত্রীকে আমার পাঁচ সন্তানের সাথে হত্যা করা হয়েছিল - তিন মেয়ে এবং দুই ছেলে।”
মুসলিম সম্প্রদায়ে সাধারণত মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে দেহ দাফন করা হয়। মৃতদেহ উদ্ধার এবং মর্যাদাপূর্ণ দাফন নিশ্চিত করতে ব্যর্থতা শোকাহত পরিবারগুলোর জন্য বেদনাদায়ক।
মাহমুদ বলেন, “আমি আশা করি আমি তাদের বের করে আনতে পারব এবং তাদের জন্য একটি কবর তৈরি করতে পারব। এই পুরো পৃথিবীর কাছ থেকে আমি কেবল এটাই চাই। আমি চাই না যে তারা আমার জন্য একটি বাড়ি তৈরি করুক বা অন্য কিছু দিক। আমি কেবল তাদের জন্য একটি কবর চাই।”
রবিবার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। ১৫ মাসের এই যুদ্ধে ইসরায়েলি হামলায় ৪৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। রবিবার থেকে ফিলিস্তিনি সিভিল ইমার্জেন্সি সার্ভিস এবং চিকিৎসা কর্মীরা প্রায় ২০০টি মৃতদেহ উদ্ধার করেছে।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সির প্রধান মাহমুদ বাসাল জানান, মাটি সরানোর যন্ত্র এবং ভারী যন্ত্রপাতির অভাবের কারণে উত্তোলন কার্যক্রম চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইসরায়েল তাদের সংস্থার বেশ কয়েকটি যানবাহন ধ্বংস করেছে এবং কমপক্ষে ১০০ জন কর্মীকে হত্যা করেছে।
বাসালের অনুমান, যুদ্ধে নিহত প্রায় ১০ হাজার ফিলিস্তিনির মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি এবং তাদের দাফন করা হয়নি।
জাতিসংঘের প্রকাশিত ক্ষয়ক্ষতির মূল্যায়নে দেখা গেছে, ইসরায়েলের বোমাবর্ষণের পর গাজায় পাঁচ কোটি টনেরও বেশি ধ্বংসস্তূপ পরিষ্কার করতে ২১ বছর সময় লাগতে পারে। এর জন্য খরচ হবে ১২০ কোটি ডলার।
ঢাকা/শাহেদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র জন য ইসর য
এছাড়াও পড়ুন:
‘অবৈধ অভিবাসন ও মানবপাচার দমনে বাংলাদেশকে সহযোগিতা করবে ইতালি’
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং আন্তঃদেশীয় অপরাধ দমনসহ বাংলাদেশ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে ইতালি সহায়তা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
সাক্ষাতে আসন্ন ৫-৬ মে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসির বাংলাদেশ সফর, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ, নিরাপত্তা খাতে পারস্পরিক সহায়তা; পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে উন্নত প্রশিক্ষণ প্রদান এবং জনশৃঙ্খলা রক্ষা ও আন্তঃদেশীয় অপরাধ দমনে পুলিশের দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ইতালি বাংলাদেশের পরীক্ষিত বন্ধু।” তিনি উল্লেখ করেন, ইতালিতে প্রায় ২ লাখ ৫০ হাজার বাংলাদেশি দক্ষ কর্মী কর্মরত আছেন, যারা রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। উপদেষ্টা আশা প্রকাশ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের মাধ্যমে এই সংখ্যাটি আরো বাড়বে এবং দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে।
রাষ্ট্রদূত জানান, সফরকালে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং আইন, বিচার ও সংসদবিষয়ক ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ৫ মে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মানে ‘গার্ড অব অনার’ প্রদান করা হবে এবং একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এতে উভয় দেশের সম্মতিক্রমে অবৈধ অভিবাসন রোধ, আন্তঃদেশীয় অপরাধ দমন এবং পুলিশ বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা নিয়ে ঘোষণা, সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষর হতে পারে।
তিনি আরো বলেন, “বাংলাদেশ সব সময় আন্তর্জাতিক নিয়ম মেনে বৈধ চ্যানেলে জনশক্তি রপ্তানিতে আগ্রহী। আমরা অবৈধ অভিবাসনের বিপক্ষে এবং যারা দালালের মাধ্যমে বিদেশে যাওয়ার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন) মো. শামীম খান, জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব (রাজনৈতিক-১) মো. জসীম উদ্দিন খান এবং ঢাকাস্থ ইতালি দূতাবাসের অভিবাসন সংযুক্ত কর্মকর্তা জিউসেপ্পে দি জিওভান্নি উপস্থিত ছিলেন।
ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ