নারায়ণগঞ্জ শহরজুড়ে দেয়ালে দেয়াল সাঁটানো হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্টার। রাতের আধারে শহরের সরকারি তোলারাম কলেজে বাহিরে দেয়ালগুলোতে, চাষাড়া বিভিন্ন স্থান, সরকারি মহিলা কলেজের সামনে, এমনকি জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে সাঁটানো হয়েছে এসব পোস্টার। 

এদিকে হঠাৎ করে নিষিদ্ধ ছাত্রলীগের গোপন আবির্ভাবের খবরে ক্ষুব্ধ নারায়ণগঞ্জ মানুষজন। তারা বলছেন, ফ্যাসিবাদ শেখ হাসিনা পালিয়ে গেছে ঠিকই কিন্তু তাদের দোসররা ঘাপটি মেরে আছে। সুযোগ বুঝে তারা উপস্থিত জানা দিচ্ছে।

নারায়ণগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারহানা মানিক মুনা জানান, নৃশংস হত্যাযজ্ঞের পরেও ছয় মাস পাড়ি দিয়েও যখন হত্যাকারীদের বিচার হয় না তখন তারা এভাবেই নিজেদের ঔদ্ধত্যের জানান দেয়ার সুযোগ পায়।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি ও বর্তমানে সভাপতি প্রার্থী আতা ই রাব্বী চৌধুরী জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ রাতের আধারে পোস্টার টানানোর মাধ্যমে জানান দিচ্ছে এটা তারাই করবে, কারণ তারা রাতের আঁধারে ভোট চুরি করে। এখন দিনে পালিয়ে থাকে রাতে উপস্থিত জানান দেয়। প্রশাসন আরো সক্রিয় হলে ছাত্রলীগ ব্যাকফুটেই থাকবে। ছাত্রলীগের জুলুম-নির্যাতন মানুষ কখনো ভুলবে না। তারা সক্রিয় হওয়ার চেষ্টা করলে মানুষ রুখে দাঁড়াবে।

ছাত্র শিবিরের নারায়ণগঞ্জ মহানগর সাবেক সভাপতি আব্দুল মোমিন জানান, নিষিদ্ধ ছাত্রলীগের রাতের আধারে শহরে পোস্টার টানানোর মাধ্যমে জানান দেয়া সুযোগ পেয়েছে প্রশাসনের দুর্বলতার কারণে। আমি মনে করে, এখনো ফ্যাসিবাদের দোসররা প্রশাসন বিভিন্নস্থানে ঘাপটি মেরে আছে। তাদের চিহ্নিত করা দরকার। বিগত সময়ে আমরা বাড়িতে ঘুমাতে পারিনি অথচ নিষিদ্ধ ছাত্রলীগ এখন রাতের অন্ধকারে নিজেদের উপস্থিতি জানান দেয় এটা প্রশাসনের ব্যর্থতা।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে পালিয়ে যায় নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান। একইসাথে গা ঢাকা দেয় নারায়ণগঞ্জ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার   

ইন্দুরকানীর নিখোঁজ কিশোর সাব্বির হোসেনকে ছয় দিন পর ঢাকার নারায়ণগঞ্জের এক রিকশাচালকের বাসায় পাওয়া গেছে। তিন দিন আগে রাস্তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন ওই রিকশাচালক। 

গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে ইন্দুরকানী গ্রামের কৃষক আব্দুল জলিল শেখের ছেলে সাব্বির হোসেন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে নেমে  সেখান থেকে আটো গাড়িতে নারায়ণগঞ্জ যাচ্ছিল। এ সময় অটোতে থাকা অজ্ঞান পার্টির লোকজন তাকে অজ্ঞান করে টাকা, মোবাইল ফোনসহ সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে যায়। পরে তাকে নারায়ণগঞ্জে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গভীর রাতে সাব্বিরকে পরে থাকতে দেখে রিকশাচালক আব্দুর জব্বার তাঁকে তাঁর বাসায় নিয়ে যায়। তিন দিন পর তার জ্ঞান ফেরে। শনিবার বিকেলে সাব্বির ফোন করে তার বাবা-মাকে বিষয়টি জানায়। 

সাব্বিরের বাবা জলিল শেখ বলেন, ছেলের খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। খুব চিন্তায় ছিলাম। তাকে অজ্ঞান পার্টি ধরেছিল। এক রিকশাচালক ভাই তাকে উদ্ধার করেছে। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ। 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, নিখোঁজ সাব্বিরকে ঢাকায় পাওয়া গেছে বলে তার পরিবার জানিয়েছে। 


 

সম্পর্কিত নিবন্ধ

  • পরিবেশবান্ধব ভেগান লেদার উদ্ভাবন করে সাড়া জাগালেন নারায়ণগঞ্জের শিক্ষার্থী সাদিয়া
  •  নারায়ণগঞ্জে শিক্ষক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সিদ্ধিরগঞ্জে আওয়ামী ক্যাডার দেলু প্রকাশ্যে, আতংকে এলাকাবাসী  
  • সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী জনগোষ্ঠির মাঝে ফ্রি থেরাপী সেবা প্রদান
  • নারায়ণগঞ্জে গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ ৮ জন দগ্ধ
  • যুবদল কর্মীর বাড়িতে গুলি, পথচারী আহত
  • যানজট কমায় শহরে স্বস্তি
  • গাছ রক্ষায় সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে : ডিসি
  • অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার
  • অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার