বিপিএলে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। ঢাকা ও সিলেট পর্বের সবগুলো ম্যাচে জিতেছে তারা। চট্টগ্রাম পর্বেও ছিল জয়ের ধারায়। তবে দলের নবম ও চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে ২৪ রানে হেরেছে নুরুল হাসানের সোহানের দল। 

এই হারকে ‘এলার্মিং’ হিসেবে দেখছেন দলটির অধিনায়ক সোহান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, কোন জায়গায় ভুল হয়েছে এটা সবার খুঁজে বের করতে হবে এবং সেই  অনুযায়ী কাজ করতে হবে। 

সোহান বলেন, ‘টুর্নামেন্টে এখন পর্যন্ত আমরা ভালো খেলেছি। এই হারটা অবশ্যই দলের জন্য এলার্মিং। এখান থেকে কীভাবে জেতা যায় এটা সবার চিন্তা করতে হবে। ক্রিকেটটা এমন, ভালো খেলে জিততে হবে। আসলেন, জিতলেন এমন আশা করা ঠিক না। আমরা কোন জায়গায় ভুল করেছি, এগুলো নিয়ে সকলে কাজ করবো।’ 

দলের হারের জন্য পাওয়ার প্লে’তে ভালো খেলতে না পারাকে দায়ী করেছেন বিপিএলের আগে ওয়েস্ট ইন্ডিজে গ্লোবাল সুপার কাপ জেতা সোহান। তার মতে, ব্যাটে-বলে পাওয়ার প্লেতে ভালো করতে পারেননি তারা, ‘আমরা পাওয়ার প্লেতে ভালো শুরু করিনি। ১৫ ওভারের পর রান চেক দিয়েছি। কিন্তু শুরুটা ভালো হয়নি। ব্যাটিংয়েও শুরুতে ভালো হয়নি। ব্যাটিং-বোলিং দুটোই বিপক্ষে গেছে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল

এছাড়াও পড়ুন:

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওনা হন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্মেলনের প্রথমদিনে তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।

সম্পর্কিত নিবন্ধ