নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০৫পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র সহ রুবেল নামে এক চিহ্নিত ডাকাত ও ইয়াবা সম্রাটকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত রুবেল রূপগঞ্জ সদর ইউনিয়নের বাঘবের এলাকার মোছলেম মিয়ার ছেলে। বুধবার রাতে উপজেলার বাঘবের এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র চাইনিজ কুড়ালসহ রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, গত ১ সপ্তাহ ধরে ইয়াবা সেবনের ভিডিও এবং পূর্বাচলের জলসিঁড়ি ১০০ ফুট সড়কের কেয়ারিয়া এলাকায় সালাহউদ্দিনের বাড়িতে ডাকাতিকালে রুবেলের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। 

এ খবরে পুলিশ তৎপর হয়ে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংঘটিত অপরাধে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও রুবেলের বিরুদ্ধে থানায় মাদক, চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অভিযোগ রয়েছে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ

এছাড়াও পড়ুন:

অনশন প্রত্যাহার করলেন কুয়েট শিক্ষার্থীরা  

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শরিফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নিয়ে সরকার। 

এই সিদ্ধান্তের পর বুধবার দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভঙ্গ করান। পরে শিক্ষার্থীরা অনশনস্থল থেকে নিজ নিজ হলে ফিরে যান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ জানান, কুয়েটের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। অবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে। 

শিক্ষার্থীরা জানান, উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে গত ১৫ এপ্রিল থেকে তারা ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। এরপর গত সোমবার থেকে ৩২ জন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিলেন। 

সম্পর্কিত নিবন্ধ