জাল দলিল তৈরি এবং আসল দলিল নষ্ট করার অভিযোগে এক ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের নামে মামলা করেছে (দুদক)। গতকাল বুধবার (২২ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদকের) খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল বাদী হয়ে মামলাটি করেন।

মামলারা আসামিরা হলেন- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো.

শওকত হোসেন (৫৫), তার ভাইপো  একই উপজেলার গোবিন্দপুর গ্রামের আবু জাফর গাজীর ছেলে ইয়াছিন আরাফাত শাওন (৩৫), সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের নকলনবীশ অনল কৃষ্ণ রায় (৩৮), কলারোয়া উপজেলার মুরারিকাটা এলাকার কাজী আবুল বাশার (৬৫) ও সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার এম এম শাহজাহান (৫৫)।  

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পর মিলে কালিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রি করা দলিল নম্বর ৩০৭৭/১৯৯৩, ৪৫২০/১৯৯৩ এবং ৩৭৬১/১৯৯৫-এর জাল সার্টিফাইড কপি তৈরি করেন। এসব জাল দলিল মূল দলিল হিসেবে উপস্থাপনের উদ্দেশে বালাম বই থেকে পাতা ছিঁড়ে নষ্ট করা হয়। ২০২৪ সালের ১৬ অক্টোবর সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘটনাটি ধরা পড়ে। নকলনবীশ মো. আবু বাশারের বিষয়টি নিয়ে সন্দেহ হলে সহকর্মীদের জানান।

আরো পড়ুন:

সাবেক এমপি শাহীন চাকলাদারের ৪ বছরের কারাদণ্ড

অটোরিকশা চালকের মৃত্যু
কটিয়াদী থানার ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা 

দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল বলেন, “এ ঘটনায় থানায় অভিযোগ হওয়ার পর পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। পরে দেখা যায়, এটি দুদকের সিডিউলভুক্ত অপরাধ। এ কারণে মামলাটি দুদকের হেড অফিসে পাঠানো হয়। হেড অফিসের অনুমতি সাপেক্ষে মামলা  করা হয়েছে।” 

ঢাকা/শাহীন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল দল ল

এছাড়াও পড়ুন:

এল ক্লাসিকো জিতে চ্যাম্পিয়ন বার্সা

আঙুল নাড়িয়ে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার রাউল অ্যাসেনসিওর 'না, না'। ব্লাঙ্কোস কোচ কার্লো আনচেলত্তির ইঙ্গিত- 'বলেছিলাম না ছিনতাই হয়ে যাবে শিরোপা'। শেষ পর্যন্ত 'ছিনতাই' গ্লানি নিয়ে কোপা দেল রে' ফাইনাল জিততে হয়নি বার্সার।

১২০ মিনিট লড়াই করে ৩-২ ব্যবধানে লম ব্লাঙ্কোসদের হারিয়ে কোপা দেল রে'র চ্যাম্পিয়ন হয়েছে কাতালানরা।

সেভিয়ার মাঠে দুর্দান্ত এক লড়াই-ই দেখা গেছে। ম্যাচের ২৮ মিনিটে প্রথম লিড নেয় হানসি ফ্লিকের দল বার্সা। গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি।

সম্পর্কিত নিবন্ধ