১৯৬০-এর দশকে মঞ্চে পারফর্ম করার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন অমল বোস। মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে ছিল তাঁর উজ্জ্বল পদচারণা। জনপ্রিয় অভিনেতা অমল বোসের প্রয়াণ দিবস আজ। ২০১২ সালের ২৩ জানুয়ারি, ৬৯ বছর বয়সে পরলোকগমন করেন অমল বোস।

অমল বোস ১৯৪৩ সালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ষাটের দশকের প্রথম থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত হন। সেই সুবাদে ঢাকাতেই তিনি জীবনের সিংহভাগ সময় কাটিয়েছেন। পেশাগত জীবনে জুট মিলস্‌ কর্পোরেশনের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে ১৯৯৫ সালে চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেন। 

তিনি ১৯৬৩ সালে থেকে ঢাকা ক্লাব থিয়েটার-এ মঞ্চ নাটকে কাজ করেছেন। নুরুল মোমেনের নাটক ‘আলো ছায়া’ তাঁর নির্দেশনায় দারুণ জনপ্রিয়তা পায়। সেই সময় তিনি ‘অবসর’, ‘সপ্তরূপা’, ‘শৈবাল’ ও ‘রংধনু’ নাট্যগোষ্ঠীর সঙ্গে অসংখ্য নাটকে অভিনয় করেন।

১৯৬৬ সালে ‘রাজা সন্ন্যাসী’ সিনেমাতে অভিনয় করে চলচ্চিত্রে পদার্পণ করেছিলেন তিনি। এরপর ‘তিনি নীল আকাশের নীচে’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’সহ বহু চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি একটি চলচ্চিত্র পরিচালনাও করেন অমল বোস। অভিনয়ের পাশাপাশি সত্তরের দশকে ‘কেন এমন হয়’ নামের সিনেমাটি পরিচালনা করেন তিনি। ২০০৪ সালে মতিন রহমান পরিচালিত ‘রং নাম্বার’ এবং মুশফিকুর রহমান গুলজারের ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমাতে তিনি অভিনয় করেন।

বাংলাদেশ টেলিভিশনের সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষ্যে প্রচারিত বিশেষ নাটিকায় অসুর চরিত্রে অভিনয় করে তিনি ‘জাতীয় মহিষাসুর’ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। দীর্ঘ ৩৮ বছর ঐ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বিশেষ নাটিকায় কংসের চরিত্রে অভিনয়েও তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী।

এছাড়াও বিশিষ্ট পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত পরিচালিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির ‘নানা-নাতি’ পর্বে অমল বোসের নানা ও মোহাম্মদ শওকত আলী তালুকদারের নাতি চরিত্রটি বহুল আলোচিত হয়। সেই থেকে তিনি নানা নামেই জনপ্রিয়তা লাভ করেন এবং প্রসিদ্ধ হন।

অমল বোস তাঁর দীর্ঘ অভিনয় জীবনে নব্বইয়ের দশকে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘আজকের প্রতিবাদ’ সিনেমাতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

‘রাজা সন্ন্যাসী’, ‘নীল আকাশের নীচে’, ‘মহুয়া’, ‘সোনালি আকাশ’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, ‘গুনাই বিবি’, ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’, ‘অবিচার’, ‘আজকের প্রতিবাদ’, ‘আমি সেই মেয়ে’, ‘তোমাকে চাই’, ‘অজান্তে’, ‘মন মানে না’, ‘কাজের মেয়ে’, ‘আমি তোমারি’, ‘তুমি শুধু তুমি’, ‘সন্তান যখন শত্রু’, ‘বিয়ের ফুল’, ‘তোমার জন্য পাগল’, ‘মিলন হবে কতো দিনে’, ‘ক্ষেপা বাসু’, ‘মন’, ‘ভালোবাসা কারে কয়’, ‘হঠাৎ বৃষ্টি’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘মায়ের সম্মান’, ‘রং নাম্বার’, ‘কুসুম কুসুম প্রেম’সহ শতাধিক সিনেমাতে তিনি অভিনয় করেছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অমল ব স চলচ চ ত র পর চ ল জনপ র র দশক

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের বিপক্ষে নামছেন সাকিব!

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও আনুষ্ঠানিক ভাবে এই অলরাউন্ডার এখনও ওয়ানডে এবং টেস্টকে বিদায় বলেননি। তবে এশিয়ান লিজেন্ডস লিগে দেখা যাবে সাকিবকে। মূলত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া ক্রিকেটারদের নিয়েই এই টি-টোয়েন্টি লিগটি অনুষ্ঠিত হয়।

এই আসরের দল এশিয়ান স্টারসের জার্সিতে মাঠে মাতাবেন সাকিব। এই লিগের অফিশিয়াল মিডিয়া পার্টনার স্পোর্টসকিডা নিশ্চিত করেছে ব্যাপারটি। আগামী লিগটি ১০ মার্চ শুরু হতে হচ্ছে যাচ্ছে এবারের এশিয়ান লিজেন্ডস লিগ। এই টুর্নামেন্টে বাঙ্গালদেশী ক্রিকেটারদের নিয়ে গড়া ‘বাংলাদেশ টাইগার্সের’ নামেও একটি দল রয়েছে। যে দলে তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলের মতো তারকা ক্রিকেটাররা খেলবেন। ফলে বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলতে দেখা যাবে সাকিবকে।

নিজেদের সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে স্পোর্টসকিডা সাকিবের ছবি দিয়ে লিখে, “সাকিব আল হাসান ২০২৫ সালের এমপিএমএসসি এশিয়ান লিজেন্ডস লিগ টি২০-তে এশিয়ান স্টার্সের হয়ে খেলতে যাচ্ছেন!
প্রখ্যাত অলরাউন্ডার প্রথমে বাংলাদেশ টাইগার্সের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন, তবে এশিয়ান স্টার্স দ্রুততার সাথে তাকে দলে ভেড়ানো নিশ্চিত করতে সক্ষম হয়েছে আসন্ন মৌসুমের জন্য।

সাকিবকে ব্যাট-বল হাতে মাঠে দেখতে মুখিয়ে আছেন?

এমপিএমএসসি এশিয়ান লিজেন্ডস লিগ টি-টোয়েন্টির সব রোমাঞ্চকর অ্যাকশন দেখতে এশিয়ান লিজেন্ডস লিগ এবং স্পোর্টসকিডার সাথে থাকুন, যেটি  ২০২৫ সালের ১০-১৮ মার্চ নাথওয়াড়া অনুষ্ঠিত হবে!”

কদিন আগে লিজেন্ড নাইন্টি টুর্নামেন্টে দুবাই জায়ান্টসের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশের তারকা সাকিবের। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নেন এই অলরাউন্ডার।

অন্যদিকে সাকিবের সাথে এশিয়ান স্টারসের হয়ে খেলতে দেখা যাবে আরেক বাংলাদেশী ক্রিকেটার অলক কাপালিকে। যেখানে তারা সতীর্থ হিসেবে পাবেন ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম, শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া এবং আফগানিস্তানের হামিদ হাসানকে।

এদিকে বাংলাদেশ টাইগার্সের জার্সিতে নামবেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং মোহাম্মদ নাজিমউদ্দিন।

আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশ টাইগার্স ও এশিয়ান স্টারসের ম্যাচ। এ ছাড়া ১০ মার্চ সন্ধ্যা ৭ টায় ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ টাইগার্স। ১১ মার্চ আফগানিস্তান পাঠানস এবং শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে তামিম, আশরাফুলরা খেলবেন ১৪ মার্চ। দুটি করে এলিমিনেটর ও কোয়ালিফায়ার শেষে ১৮ মার্চ হবে ফাইনাল।

সাকিব গত বছরের (২০২৪) সেপ্টেম্বরে ভারত সফরে গিয়ে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। একই সাথে জানান পরের মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে আগ্রহী তিনি। তবে রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরা হয়নি তার।

এমনকি কদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলার জন্য লিজেন্ডস অব রুপগঞ্জে নাম নিবন্ধন করেছিলেন সাকিব। তবে একদিন পরেই সেটি প্রত্যাহার করে নেন।

গতবছর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লিগের হয়ে নির্বাচিত হয়েছিলেন সাকিব। এরপর জুলাই গণঅভ্যুত্থানের পর সেই আওয়ামী লীগ সরকার পতিত হলে আর দেশে ফিরতে পারেননি দেশ সেরা এই ক্রিকেটার।

এশিয়ান স্টারস- সাকিব আল হাসান, অলক কাপালি, দিলশান মুনাবিরা, সৌরভ তিওয়ারি, মেহরান খান, লাহিরু থিরিমান্নে, কেদার যাদব, শেহান জয়াসুরিয়া, মাহবুব আলম, আয়ান খান, শাহবাজ নাদিম, সেকুগে প্রসন্ন, পারবিন্দার আওয়ানা, হাশতি গুল, হামিদ হাসান এবং অভিমন্যু মিঠুন।
 

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ

  • মুশফিক–মাহমুদউল্লাহ কি আরও খেলবেন—জানতে চাইবে বিসিবি
  • ৪০ বিদ্যালয় ভবনের কাজ ফেলে পালিয়েছেন ঠিকাদার
  • কাঠ আমদানির ওপর নতুন শুল্কের উদ্যোগ ট্রাম্পের
  • যুক্তরাষ্ট্রের সামরিক স্বাস্থ্য সংস্থার প্রধানকে অবসরে পাঠাল ট্রাম্প প্রশাসন
  • বাংলাদেশের বিপক্ষে নামছেন সাকিব!