বিপিএলের চলতি আসরে অপ্রতিরোধ্য দল রংপুর রাইডার্স। ৮ ম্যাচের একটিতেও হারেনি তারা। অবশেষে চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষেষ হারের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজে গ্লোবাল সুপার কাপ জয়ী দলটি। তাসকিনদের কাছে নুরুল হাসান সোহানের দল হেরেছে ২৪ রানে। 

আগেই রংপুর রাইডার্সের সুপার ফোর নিশ্চিত হয়েছে। এই জয়ে শেষ চারে যাওয়ার সম্ভাবনা বাড়ল রাজশাহীর। পারিশ্রমিক পরিশোধ নিয়ে দলটির পরিবেশ উত্তপ্ত হলেও ১০ ম্যাচের ৪টিতে জিতে শেষ চারের আশা জাগিয়েছে রাজশাহী। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল

এছাড়াও পড়ুন:

ইফতারের দোয়া

রোজা রাখার পুরস্কার অনেক। রোজা রাখার কারণে বিশ্বাসীদের জন্য রয়েছে অজস্র পুরস্কার।

নবীজি (সা.) বলেন, ‘রোজাদারের জন্য দুটি খুশি-একটি ইফতারের সময়, অপরটি তার রবের সাক্ষাৎ লাভের সময়।’ (বুখারি, ১৯০৪)

ইফতারের আগে দোয়া: ইফতারের আগে রোজাদারের দোয়া কবুল হয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৭৫২)

ইফতারের দোয়া বাংলা

হে আল্লাহ! আমি আপনার উদ্দেশে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি । আপনি আমার রোজা কবুল করুন।

রোজার নিয়ত

সম্পর্কিত নিবন্ধ