দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সুনিপুণ অভিনয়ের পাশাপাশি ভালো গানও করেন। এতদিন ভক্তরা তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন। এবার অভিনেতার গাওয়া গান শুনতে পাবেন তারা। প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন মোশাররফ করিম।
‘ভালো লাগে না’ শিরোনামের গানটি ব্যবহার করা হয়েছে মোশাররফ করিম অভিনীত ‘বিলডাকিনি’ সিনেমায়। এটি পরিচালনা করেছেন ফজলুল কবীর তুহিন। গানটির কথা ও সুর করেছেন মোশাররফ করিম নিজেই। বেশ আগে গানটি রচনা করেন তিনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে গানটি।
পরিচালক ফজলুল কবীর তুহিন গণমাধ্যমে বলেন, “প্রায়ই আড্ডাতে ‘ভালো লাগে না’ গানটি গাই আমরা। সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী জেলখানায় একটি গানের প্রয়োজন ছিল। আমার কাছে মনে হলো, দৃশ্যের সঙ্গে গানটি দারুণ মানিয়ে যাবে।”
আরো পড়ুন:
দুই নায়িকাকে নিয়ে জায়েদ খানের ডিগবাজি (ভিডিও)
সাইফের বাড়ির নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কে.
পরের ঘটনা বর্ণনা করে ফজলুল কবীর তুহিন বলেন, “গানটি সিনেমায় ব্যবহারের জন্য মোশাররফ করিম ভাইকে জানাই। প্রস্তাব শুনে জানতে চান, গানটি গাইবে কে? তখন বলি, আপনার কণ্ঠেই ভালো হবে। তিনি সম্মতি দেন। এরপরই আমরা গানটি রেকর্ড করি।”
কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে একই নামে নির্মিত হয়েছে সিনেমা। এর কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও কলকাতার পার্নো মিত্র।
ঢাকা/রাহাত/শান্ত
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
অনশন প্রত্যাহার করলেন কুয়েট শিক্ষার্থীরা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শরিফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নিয়ে সরকার।
এই সিদ্ধান্তের পর বুধবার দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভঙ্গ করান। পরে শিক্ষার্থীরা অনশনস্থল থেকে নিজ নিজ হলে ফিরে যান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ জানান, কুয়েটের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। অবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে।
শিক্ষার্থীরা জানান, উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে গত ১৫ এপ্রিল থেকে তারা ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। এরপর গত সোমবার থেকে ৩২ জন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিলেন।