পরিচালক রাম গোপাল ভার্মার কারাদণ্ড
Published: 23rd, January 2025 GMT
চেক বাউন্সের মামলায় বিতর্কিত পরিচালক রাম গোপাল ভার্মাকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ জানুয়ারি) আন্ধেরি ম্যাজিস্ট্রেট কোর্ট এ রায় দেন। খবর ইন্ডিয়া টুডের।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত সাত বছর ধরে চেক বাউন্সের মামলার শুনানি হয়ে আসছিল। কিন্তু রাম গোপাল ভার্মা কোর্টে অনুপস্থিত থেকেছেন। সাজার রায় দেওয়ার পাশাপাশি ম্যাজিস্ট্রেট রাম গোপাল ভার্মার বিরুদ্ধে স্থায়ী জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা (এনবিডব্লিউ) জারির নির্দেশ দিয়েছেন।
রাম গোপাল ভার্মার বিরুদ্ধে কারাদণ্ডের রায় ঘোষণার পর আলোচনা শুরু হয়েছে, তবে কি গ্রেপ্তার হবেন এই পরিচালক? এ আলোচনার মাঝে গ্রেপ্তার এড়ানোর একটি পথও পাওয়া গেছে। কারণ আদালত চলচ্চিত্র নির্মাতাকে তিন মাসের মধ্যে অভিযোগকারীকে ৩ লাখ ৭২ হাজার রুপি ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন। যদি তা দিতে ব্যর্থ হন, তাহলে তাকে তিন মাস জেল খাটতে হবে।
আরো পড়ুন:
‘অশ্লীল নাচ’ নিয়ে নীরবতা ভাঙলেন উর্বশী
৪ দিনে রাম চরণ-কিয়ারার সিনেমার আয় ১৮২ কোটি টাকা
২০১৮ সালে শ্রী নামে একটি প্রতিষ্ঠানের পক্ষে মহেশচন্দ্র মিশ্রা চেক বাউন্সের মামলা দায়ের করেন রাম গোপাল ভার্মার প্রতিষ্ঠানের (আরজিভি) বিরুদ্ধে। ২০২২ সালের জুনে পরিচালক ব্যক্তিগত বন্ড (৫ হাজার রুপি) দেওয়ার পর জামিন পান।
আদালতের রায় ঘোষণার পরপরই নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন রাম গোপাল ভার্মা। ‘সিন্ডেকেট’ শিরোনামের এ সিনেমার বিষয়ে বিস্তারিত জানাননি।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনাকে ৩১ বার ফাঁসি দিলেও বিচার শেষ হবে না: বুলু
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের সাথে বেঈমানি করেছে। তার মেয়ে শেখ হাসিনাও একইভাবে বাঙ্গালী জাতির সাথে দেশের সাথে বেঈমানি করেছে। এদেশের হাজার হাজার নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করেছে, এদেশের রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে গুম করেছে। এদেশের ২৭ হাজার কোটি টাকা নিয়ে ভারতে পালিয়েছে। তার বিচার এই বাংলার মাটিতে হবে। হাসিনা যে পরিমাণ নিরীহ মানুষকে হত্যা করেছে তাকে যদি ৩১ বারও ফাঁসি দেওয়া হয়; তাও তার বিচার শেষ হবে না।
আজ শুক্রবার বিকেলে কুমিল্লার চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
স্বাধীনতা সংগ্রামে জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে বুলু বলেন, শেখ মুজিব পাকিস্তানীদের কাছে জমাই আদরে আত্মসমর্পণ করে আত্মগোপন করেছিলেন। তখন এই বাঙ্গালী জাতিকে দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ ছিল না। ২৬ মার্চ চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান সকল সেনা বাহিনীর সদস্যদের বলেছিলেন, আমরা আজ থেকে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। আর এই ঘোষণার মধ্য দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়।
বুলু চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, শেখ পরিবারের কেউ যদি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে থাকে এমন প্রমাণ যদি কেউ দিতে পারেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে দিব।
সম্মেলনে উপজেলা বিএনপি আহবায়ক মো. আতিকুল আলম শাওনকে সভাপতি, মো. কাজী আশরাদ কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট চান্দিনা উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির আহবায়ক এবিএম সিরাজুল ইসলামকে সভাপতি ও সদস্য সচিব সাবেক পৌর মেয়র মো. আলমগীর খাঁনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পৌর বিএনপি’র কমিটি গঠন করা হয়।
চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি মো. আতিকুল আলম শাওন এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তৃতা করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহবায়ক মো. আক্তারুজ্জামান সরকার।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপি সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ্ মো. আলমগীর খাঁন, উপজেলা যুবদল আহবায়ক মাও. আবুল খায়ের। এসময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, প্রায় ৬ বছর পর চান্দিনা উপজেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। প্রায় ১০ সহস্রাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় খেলার মাঠসহ আশপাশের সড়কগুলো। এর আগে ২০১৯ সালের অক্টোবর মাসে অনানুষ্ঠানিক ভাবে গঠিত হয়েছিল চান্দিনা উপজেলা ও পৌর বিএনপি’র কমিটি।