ভারতীয় নাগরিক যখন ছিলেন না, তখনও একাধিকবার পর্দায় দেশপ্রেমের গল্প বলেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এরপর যখন এই অভিনেতার ‘ওএমজি ২’ সিনেমা মুক্তি পেল, তখনই তাঁর কপাল খুলল। পেলেন ভারতীয় নাগরিকত্ব। যার জেরে নিন্দুকদের কাছে ঘুচেছে ‘কানাডিয়ান কুমার’ তকমা। গত বছরের গান্ধী জয়ন্তীতে দেশাত্মবোধক সিনেমার ঘোষণা করছিলেন অক্ষয় কুমার। নাম ‘স্কাই ফোর্স’। ভারতের প্রথম এয়ার স্ট্রাইকের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। যৌথভাবে সিনেমাটি পরিচালনা করছেন সন্দীপ কেওলানি এবং অভিষেক কাপুর। চিত্রনাট্য সাজিয়েছেন সন্দীপ খোদ। 

১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে আকাশপথে যে ভয়ংকর হামলার ঘটনা ঘটেছিল, সেই ঘটনাই এবার পর্দায় তুলে ধরেছেন অক্ষয়। ২০২৩ সালের ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর পাশাপাশি লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীও। সে পরিপ্রেক্ষিতেই এই নতুন ছবির ঘোষণা করেছিলেন বলিউডের এই খিলাড়ি। কারণ এ ঘটনা যে সময়ে ঘটেছিল, তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। ছবিতে ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডারের পোশাক গায়ে জড়িয়েছেন অক্ষয়। এই থ্রিলার গল্পে অক্ষয়ের সঙ্গী বীর পাহাড়িয়া। এ ছবির মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বীর। ছবিতে ভারতীয় বিমানবাহিনীর তরুণ অফিসারের চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিতে শত্রুপক্ষের ডেরায় মিশন চলাকালে নিখোঁজ হয়ে যায় তাঁর যুদ্ধবিমান। তাঁর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী সারা আলি খানকে।

উল্লেখ্য, বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের প্রেমিক শিখর পাহাড়িয়ার ছোট ভাই বীর। পাশাপাশি এ মুহূর্তে পর্দার বাইরে সারা আলি খানের সঙ্গে বর্তমানে তাঁর সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। বলিপাড়ায় কান পাতলেই শোনা যায়, একসময় নাকি পরস্পরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এ দু’জন! তাদের একসঙ্গে ইতিউতি যাওয়ার একাধিক ছবিও প্রকাশ্যে এসেছিল নেটপাড়ায়। আবার কেউ কেউ অবশ্য বলেন, কেদারনাথ  ছবিতে কাজের আগেই বীরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সাইফকন্যা। তবে ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে সঞ্চালক করণ মজা করে সারার উদ্দেশ্যে বলতে শোনা গিয়েছিল, জাহ্নবী যখন শিখরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন প্রায় একই সময়ে সারাও বীরের সঙ্গে সম্পর্ক শুরু করেছিলেন। সম্প্রতি সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সারার সঙ্গে কাজের অভিজ্ঞতা অল্প কথায় ভাগ করলেন বীর।

তাঁর কথায়, ‘এই ছবিতে সারার সঙ্গে কাজের অভিজ্ঞতা ভীষণ সুন্দর। সে মানুষ হিসেবে যেমন মিষ্টি, তেমনই দারুণ। খুব সাহায্য করেছে আমাকে। ইতোমধ্যে ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটি বছর কাটিয়ে ফেলেছে সে। যথেষ্ট অভিজ্ঞ। তাই সে যেভাবে আমাকে এই ছবির শুটিংয়ে সাহায্য করেছে, তাতে আমি সত্যিই কৃতজ্ঞ। সারাকে আন্তরিক ধন্যবাদ।’ ‘স্কাই ফোর্স’ সিনেমার অন্য একটি চরিত্রে রয়েছেন নিমরত কর। 

সিনেমাটি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় বলেন, ‘১৯৬৫ সালের ঘটনা। আমাদের দুজনের চরিত্রই বাস্তব। বীর অভিনয় করেছেন স্কোয়াড্রন লিডার আজ্জামাদা বি দেবাইয়া চরিত্র। যে এক কথায় বিপ্লবী। যখন যুদ্ধ শুরু হয়েছিল, তখন সবাইকে বাঁচাতে সে সারগোধা পৌঁছে গিয়েছিল; যা ছিল পাকিস্তানের অংশ। তারপর সবাই ভেবে নেয় সে গাদ্দার। এরপর দীর্ঘসময় ধরে কেউ জানত না যে সে আসলে হিরো। ছবিতে তার সিনিয়রের ভূমিকায় রয়েছি। যে শপথ নেয় সত্যিটা সামনে আনার।’

গেল বছর অক্ষয় অভিনীত প্রায় সব ছবিই ব্যবসায়িকভাবে সফল হয়নি। বিষয়টি নিয়ে অক্ষয় বলেন, ‘আমি নতুন বছরের অপেক্ষায় ছিলাম। তবে এমন নয় যে এটা আমার সঙ্গে প্রথমবার ঘটেছে, এটা আমার সঙ্গে আগেও ঘটেছে। তবে বিফল হলে আমি নিজেই নিজেকে বলি, পরিশ্রম করতে থাক, আরও পরিশ্রম করতে হবে।’

সিনেমাটি নিয়ে অক্ষয় আরও বলেন, ‘এক বীরত্বপূর্ণ আত্মত্যাগের অকথিত কাহিনির সাক্ষী থাকুন– ভারতের প্রথম এবং সবচেয়ে মারাত্মক যুদ্ধবিমান হামলার কাহিনি মিশন স্কাই ফোর্স।’ চলতি বছরে ‘স্কাই ফোর্স’ ছাড়াও ‘হাউসফুল ৫’ এবং ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর মতো ছবিতেও দেখা যাবে অক্ষয়কে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র ঘটন

এছাড়াও পড়ুন:

সাবেক এমপি আনার হত্যার প্রতিবেদন ফের পেছাল

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে ভারতের পশ্চিমবঙ্গে হত্যার উদ্দেশ্যে গুম করার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৭ মে ধার্য করেছেন আদালত।

সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা এদিন প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন।

মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা হলেন, সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া, সিলিস্তি রহমান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু, মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী। তাদের মধ্যে মিন্টু ছাড়া ছয়জনই দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে আসামিরা কারাগারে রয়েছেন।

বাড়ি থেকে বের হওয়ার পাঁচদিন পর ২০২৪ সালের ১৮ মে কলকাতার বরাহনগর থানায় আনোয়ারুল আজীম নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন তার বন্ধু গোপাল বিশ্বাস। এরপরও খোঁজ মেলেনি তিনবারের এ সংসদ সদস্যের। ২২ মে হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে আনোয়ারুল আজীম খুন হয়েছেন। ঘরের ভেতর পাওয়া যায় রক্তের ছাপ। তবে ঘরে মেলেনি মরদেহ।

এ ঘটনায় একই বছরের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

মামলার এজাহারে এমপির ছোট মেয়ে ডরিন উল্লেখ করেন, ৯ মে রাত ৮টার দিকে আমার বাবা মানিক মিয়া অ্যাভিনিউর সংসদ সদস্য ভবনের বাসা থেকে গ্রামের বাড়ি ঝিনাইদহে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। এরপর ১১ মে ৪টা ৪৫ মিনিটে বাবার সঙ্গে মোবাইলে ভিডিও কলে কথা বললে বাবার কথাবার্তা কিছুটা অসংলগ্ন মনে হয়। এরপর বাবার মোবাইলফোনে একাধিকবার ফোন দিলে বন্ধ পাই। এরপর ১৩ মে আমার বাবার ভারতীয় নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। মেসেজে লেখা ছিল- আমি হঠাৎ করে দিল্লি যাচ্ছি, আমার সঙ্গে ভিআইপি আছে। আমি অমিত শাহের কাছে যাচ্ছি। আমাকে ফোন দেওয়ার দরকার নেই। পরে ফোন দেবো।

সম্পর্কিত নিবন্ধ

  • আমার ব্রেনে এই শহরে কোনো কাজ হয়নি: কেসিসির পরিকল্পনা কর্মকর্তা
  • তৃতীয় দিনটা বৃষ্টি আর নাজমুলের
  • চিত্রনায়িকা শাবানা হঠাৎ কেন দেশ ছেড়েছিলেন, এখন কেমন আছেন
  • মানুষই মানুষের কর্মকাণ্ডে শিউরে ওঠে : আফজাল হোসেন 
  • মানুষই মানুষের কর্মকান্ডে শিউরে ওঠে : আফজাল হোসেন 
  • চিন্তা যেভাবে ইবাদত হয়ে ওঠে
  • ভ্যাটিকান থেকে ওড়া ধোঁয়ায় কীভাবে বোঝা যায় নতুন পোপ নির্বাচিত হয়েছেন
  • ট্রেনে যৌন হয়রানির ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রী
  • শ্রমিকদের আইনি সুরক্ষা ও জাতীয় ন্যূনতম মজুরির সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন
  • সাবেক এমপি আনার হত্যার প্রতিবেদন ফের পেছাল