সাব্বির-ইয়াসিরের শৈলীকে পূর্ণতা দিতে ব্যর্থ রাজশাহী
Published: 23rd, January 2025 GMT
বিপিএলে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি, ২০২৫) চট্টগ্রাম পর্বের শেষ দিনে টেবিল টপার রংপুর রাইডার্স মুখোমুখি হয়েছিল দুর্বার রাজশাহী। নামে দুর্বার হলেও আদতে ‘দুর্বল’ এই দল রানের পুঁজি পায় মূলত ইয়াসির আলী রাব্বির ও সাব্বির হোসেনের ঝড়ো দুই ইনিংসের কল্যাণে। রাজশগাহী দলের বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় সম্ভাবনা জাগিয়েও বড় রান করতে ব্যর্থ হয় তাসকিন আহমেদের দল।
এবারের আসরে দুই দল প্রথম মোকাবেলায় টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। রাজশাহীর জিসান আলমের পরিবর্তে দলে ঢুকা সাব্বিরের বিধ্বংসী ব্যাটিং প্রদর্শনী সোহানের ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সঠিক কি না সেটা ভাবাচ্ছিল। পরে সেই প্রশনকে আরও পোক্ত করেন ইয়াসির। তবে দলটা যখন রাজশাহী তখন সবকিছুই থাকে এলমেলো। শেষ ২৫ বলে ৬ উইকেট হারিয়ে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল চালান দলটির ব্যাটসম্যানরা।
রাজশাহী প্রথম পাওয়ার প্লে শেষে ১ উইকেট হারিয়ে ৬২ রান তুলেছিল স্কোরবোর্ডে।
রাজশাহীর ওপেনার মোহাম্মদ হারিস প্রথম ওভারেই রাকিবুল হাসানের বলে ক্যাচ তুলেও জীবন পান। এরপরও ব্যক্তিগত ইংসটি বড় করতে পারেননি এই পাকিস্তানি ব্যাটসম্যান। সেই রাকিবুলের বলে ক্যাচ দিয়েই ফেরেন ১২ বলে ১৯ রান করা এই ওপেনার। তবে রানের চাকা সচল রাখেন সাব্বির এবং এনামুল হক বিজয়।
পঞ্চম ওভারে মোহাম্মদ সাইফউদ্দিন বোলিংয়ে আসলে তাকে ছক্কা মেরে স্বাগত জানান সাব্বির। পরের দুই বলে আরও দুটি চার মারেন তিনি। ফলে ৪.
২৪ রানে প্রথম উইকেট পতনের পর সাব্বির-এনামুল মিলে যোগ গড়েন ২৮ বলে ৫২ রানের জুটি। ১৯ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৩৯ রান করা সাব্বির খুশদিল শাহর বলে ছয় মারতে গিয়ে সাইফুউদ্দিনের দুর্দান্ত এক ক্যাচের শিকার হন। পরেই বলেই রায়ান বার্লকে শূন্য হাতে ফেরান খুশদিল। দলীয় সংগ্রহ তখন ৭৬ রান।
তৃতীয় উইকেট হারানোর পর বিজয় এবং রাব্বির ব্যাটে এগিয়ে যেতে থাকে রাজশাহী। ৩৫ বলে এই জুটি পঞ্চাশ রান তোলে। ২৭ বলে হাফ সেঞ্চুরি পেয়ে যান রাব্বি। সাইফউদ্দিনের বলে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। ৭৬ রানের এই জুটি ভাঙেন খুশদিল শাহ। তাকে স্লগ সুইপ করতে গিয়ে মিস টাইমিং করে সোহানের ক্যাচে পরিণত হন রাব্বি। দলীয় রান তখন ১৫২। এই মিডল-অর্ডার ব্যাটসম্যান ৩২ বলে ২টি চার ও ৬টি ছক্কায় ৬০ রান করে রাজশাহীকে দারুন ভিত দিয়ে যান।
তবে রাব্বির তৈরি করা ভিতকে কাজে লাগাতে ব্যর্থ হয় রাজশাহী। দুই বল পরেই আকবর আলীর সাথে ভুল বুঝাবুঝিতে ফেরেন ৩১ বলে ৩৪ করা এনামুল। এরপর তাসের ঘরের মত ভেঙ্গে পরে রাজশাহীর ব্যাটিং অর্ডার। আর কোন ব্যাটসম্যানই দুই অংকের ঘর স্পর্ষ করতে পারেননি।
তাতেই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রানেই থামে তাসকিন আহমেদের দল। আকিভ ও খুশদিল ৩টি করে উইকেট নেন রংপুরের পক্ষে
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল ব য টসম য ন উইক ট হ র র ন কর প রথম
এছাড়াও পড়ুন:
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ১
গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশা ধাক্কায় এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন জন।
বুধবার (২৩ এপ্রিল) ভোররাতে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের উজিলাব এলাকার ন্যাশনাল ফিড মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আনসারুল (৬০)। তার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার সরদারপাড়া গ্রামে। তিনি ধান কাটার কাজে গাজীপুরে এসেছিলেন।
আরো পড়ুন:
যশোরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাত থেকে ন্যাশনাল ফিড মিলের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ভোররাতে পাঁচজন শ্রমিক নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মাওনা চৌরাস্তা থেকে বরমী বাজারের দিকে যাওয়ার সময় ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই আনসারুল মারা যান।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, “দুর্ঘটনার পরপরই অটোরিকশাচালক পালিয়ে গেছেন। নিহত ও আহতরা সবাই ধান কাটার শ্রমিক ছিলেন। ট্রাকটি কার এবং কী কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল, সেটি খতিয়ে দেখা হচ্ছে।”
ঢাকা/রফিক/রাজীব