গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে হামাসের হাতে বন্দি ৩৩ জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এর মধ্যে প্রথম দিন মুক্তি পেয়েছেন তিন নারী। দ্বিতীয় পর্যায় অর্থাৎ সপ্তম দিনে হামাস আরো চারজনকে মুক্তি দেবে। সেই সময় আরবেল ইয়েহুদ নামে এক তরুণীর মুক্তি চেয়েছে ইসরায়েল।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। 

এতে বলা হয়েছে, ইসরায়েল হামাসকে জানিয়েছে যে, যুদ্ধবিরতি চুক্তির অধীনে আগামী শনিবার গাজা উপত্যকা থেকে যে চার জিম্মিকে মুক্তি দেওয়া হবে, তাদের মধ্যে যেন আরবেল ইয়েহুদ থাকে। 

আরো পড়ুন:

৩ দিনে গাজায় ঢুকেছে আড়াই হাজার ত্রাণবাহী ট্রাক

৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

ইয়েহুদ গাজার সশস্ত্র গোষ্ঠীদের হাতে আটক বেসামরিক জিম্মিদের মধ্যে একজন। একজন বেসামরিক নারী হিসেবে মুক্তিপ্রাপ্ত পরবর্তী দলে তার থাকা উচিত বলে মনে করে ইসরায়েল।

তবে, তাকে হামাস নয় বরং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর হাতে আটক বলে মনে করা হচ্ছে। এটি জেরুজালেমের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যে, হামাস তার মুক্তি পিছিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে।

যুদ্ধবিরতি চুক্তির আওতায়, হামাস পরবর্তী চারজনের নির্ধারিত মুক্তির একদিন আগে শুক্রবারের মধ্যে তাদের নামের তালিকা পাঠাবে বলে আশা করা হচ্ছে।

২৯ বছর বয়সী ইয়েহুদ তার প্রেমিক এরিয়েল কুনিওর সাথে ২০২৩ সালের ৭ অক্টোবর তাদের নিজ বাড়ি কিবুতজ নির ওজ থেকে জিম্মি হয়েছিলেন। তার ভাই ডলেভ ইহুদ নিজেদের বাড়ি রক্ষা করার সময় নিহত হন এবং পরবর্তীতে ৩ জুন তার দেহাবশেষ শনাক্ত করা হয়।

যুদ্ধবিরতে চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে ৩৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস। এর মধ্যে প্রথম দিন মুক্তি পেয়েছেন তিন নারী। বাকি ৭ নারী জিম্মির মধ্যে ইয়েহুদ একজন। অন্যরা হলেন- শিরি সিলবারম্যান বিবাস, ৩৩; লিরি আলবাগ, ১৯; করিনা আরিভ, ২০; আগাম বার্গার, ২১; ড্যানিয়েল গিলবোয়া, ২০ এবং নামা লেভি, ২০।

দীর্ঘ ১৫ মাস পর গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। গত রবিবার (১৯ জানুয়ারি) থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য় ল প রথম

এছাড়াও পড়ুন:

ঢাকায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল নিয়ে যা বলছে পুলিশ 

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও তাদের সমভাবাপন্ন বিভিন্ন সংগঠন ঢাকার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে অস্থিতিশীল পরিবেশ তৈরির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে পুলিশ জানিয়েছে। 

শনিবার (১৯ এপিল) দুপুরে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, পুলিশের গতিবিধি অনুসরণ করে তারা কোনো নির্দিষ্ট এলাকায় গাড়ি থেকে নেমে দু-এক মিনিট মিছিল করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে এসব মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে তাদের অস্তিত্বের জানান দেয়।

তিনি আরো জানান, এসব দুর্বৃত্তদের তাৎক্ষণিক গ্রেপ্তার করা সম্ভব না হলেও পরবর্তীতে ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অনেককে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। জনবিচ্ছিন্ন ও বেআইনি এসব সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশ তৎপর রয়েছে। সর্বসাধারণকে এসব সংগঠনের বিচ্ছিন্ন অপতৎপরতা সম্পর্কে অহেতুক আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে গত বছরের ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এই ছাত্র সংগঠনের বিরুদ্ধে কোটা সংস্কার ও সরকার পতন আন্দোলন চলাকালে ছাত্র-জনতাকে ’হত্যা’ ও অসংখ্য মানুষের ‘জীবন বিপন্ন‘ করা এবং বিভিন্ন সময় ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

ঢাকা/এমআর/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • আগামী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাস 
  • বাংলার অজানা স্বর্ণমুদ্রার খোঁজ
  • বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
  • মামলায় আটকে আছে ইকোপার্ক
  • খুলনায় আ.লীগের মিছিলকারীদের গ্রেপ্তার দাবি এনসিপির
  • বার্সেলোনার রোমাঞ্চকর জয়ের পর অস্বস্তির চোট সংবাদ
  • অস্ত্রোপচার সম্পন্ন না করেই রোগীর পেট সেলাইয়ের অভিযোগ
  • আ.লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ মিছিল
  • সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দাবি
  • ঢাকায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল নিয়ে যা বলছে পুলিশ