বিপিএল দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি, কীভাবে দেখছেন তানজিদ
Published: 23rd, January 2025 GMT
এবারের বিপিএলে দারুণ ছন্দে আছেন ঢাকা ক্যাপিটালসের বাঁ-হাতি ওপেনার তানজিদ হাসান তামিম। বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন তিনি। একটি সেঞ্চুরি আছে তার নামের পাশে। সর্বশেষ বুধবার চট্টগ্রাম কিংসের বিপক্ষে ৯০ রানের ইনিংস খেলে ম্যাচ জেতান তিনি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলের ব্যাটিং পরিকল্পনা নিয়ে তানজিদ তামিম জানান, তারা উইকেটে আগে সেট হতে চেয়েছিলেন। পরে রান তোলার পরিকল্পনা ছিল তাদের। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা এই ওপেনার জানান, চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে ফরম্যাট হওয়ায় চেষ্টা করবেন ক্রিজে নিজেকে কিছু সময় বেশি দেওয়ার।
তানজিদ বলেন, ‘সেঞ্চুরি হয়তো হতে পারতো। এটা মিস হয়েছে এমন মনে হয়নি। এটা আমার হাতেও নেই। ম্যাচটা শেষ করে আসতে পেরেছি, এটাই ভালো লেগেছে। চেষ্টা করেছি নিজেকে সময় দেওয়ার। ব্যাটিং উপভোগ করেছি। শুরুতে নিজেকে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করেছি।’
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী তরুণ ব্যাটার তামিম জানান, ওয়ানডে ফরম্যাট হওয়ায় পাওয়ার প্লেতে টি-২০’র চেয়ে বেশি সময় নিয়ে খেলা যায়। তিনিও চেষ্টা করবেন সময় নিয়ে খেলার, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির ফরম্যাট ভিন্ন। এখানে যেমন (টি-২০ ফরম্যাটে) পাওয়ার প্লেতে মেরে খেলতে হয়, রান তুলতে হয়। ওখানে (ওয়ানডে) আরেকটু সময় পাওয়া যায়। চেষ্টা করবো পাওয়ার প্লেতে নিজেকে কিছুটা বেশি সময় দেওয়ার। কিছুটা সময় দিয়ে ব্যাট করতে পারলে আমার জন্য ভালো হবে।’
বিপিএলের ঢাকা পর্বে নিজ দর্শকদের সামনে বাজে ক্রিকেট খেলেছে ঢাকা। তানজিদ তামিম কিছুটা রান পেলেও লিটন দাস একেবারেই ব্যর্থ ছিলেন। রান আসেনি মিডল অর্ডার থেকেও। বোলিং বিভাগে মুস্তাফিজ ঠিক সেরা ছন্দ দেখাতে পারেননি। তবে সিলেট ও চট্টগ্রাম পর্ব মিলিয়ে ৩ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে চারে উঠেছে ঢাকা। এখন দলটির সামনে সেরা চারে শেষ করার সুযোগও এসেছে।
তানজিদ জানান, ওসব চিন্তা না করে শেষ দুই ম্যাচে তারা ভালোভাবে শেষ করতে চান। ঢাকা পর্বের দুই ম্যাচে জয়ই তাদের লক্ষ্য থাকবে। দলের অন্যদের প্লানও সেটাই বলেও জানিয়েছেন বাঁ-হাতি এই ওপেনার।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল ফরম য ট ব প এল সময় দ
এছাড়াও পড়ুন:
দর পতনের শীর্ষে সুহৃদ ইন্ডাস্ট্রিজ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৬৯ বারে ৭ লাখ ৯৪ হাজার ৯৮৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৬ শতাংশ কমেছে। ফান্ডটি ১১১ বারে ১০ লাখ ২০ হাজার ৪৬৬ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৩২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা স্টাইল ক্র্যাফটের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৬৮ বারে ৩ লাখ ১৫ হাজার ৭৩২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-আরামিটের ৫.০৬ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৫.০৩ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৪.৯৪ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৪.৫৮ শতাংশ, বাংলাদেশ অটোকারসের ৪.৫৫ শতাংশ, লিগ্যাসী ফুটওয়্যারের ৪.১৩ শতাংশ ও মিঠুন নিটিংয়ের ৪.১২ শতাংশ দর কমেছে।
এসকেএস