ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক ইউপি সদস্যের গুদাম থেকে ৪৯ বস্তা টিএসপি ও ডিপিএ নকল সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের দাতমন্ডল গ্রামে মেসার্স কাউছার এন্টারপ্রাইজের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউস সারোয়ার। মেসার্স কাউছার এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো.

কাউছার উপজেলা সদর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও যুবলীগ নেতা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য কাউছার মিয়া নকল সারের ব্যবসা করে আসছিলেন। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় ওই ইউপি সদস্যের গুদাম থেকে ৪৯ বস্তা টিএসপি ও ডিএপি নকল সার উদ্ধার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলায় পলাতক থাকায় তাকে পাওয়া যায়নি। পরে গুদামে থাকা কর্মচারী রিপন মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা বলেন, ‘‘আমি যোগদানের পর থেকেই শুনছি, নাসিরনগরের কিছু এলাকায় নকল সার বিক্রি হচ্ছে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নকল সার জব্দ করা হয়েছে।’’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউস সারোয়ার বলেন, ‘‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারা লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার লাইসেন্স বাতিল করার জন্য সুপারিশ করা হয়েছে।’’

ঢাকা/রুবেল/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর নকল স র উপজ ল সদস য

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইআইটিতে মাস্টার্স প্রোগ্রাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউটে (আইআইটি) মাস্টার ইন ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) ভর্তির প্রক্রিয়া চলছে।

আবেদনের যোগ্যতা—

*সিজিপিএ–২.৫ (৪-এর মধ্যে) বা ২য় শ্রেণি; যেকোনো ডিসিপ্লিনে।

*৪ বছরের ব্যাচেলর ডিগ্রি বা ৩ বছরের অনার্স ও ১ বছরের মাস্টার্স সিএস/সিই/ সিএসই/ইসিএস/সিআইটি/আইসিটি/ আইটি/সফটওয়্যার ইঞ্জিনিয়ারে।

আরও পড়ুনজাপান–বিশ্বব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ, ২৪ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা৩১ মার্চ ২০২৫

আবেদনের শেষ তারিখ: ১০ এপ্রিল ২০২৫

ভর্তি পরীক্ষা: ১১ এপ্রিল, বেলা ৩টা

ফলাফল প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫

বিস্তারিত জানতে ওয়েবসাইট: https://pmit.iitju.edu.bd/

সম্পর্কিত নিবন্ধ

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ, আবেদন শেষ ৩ এপ্রিল
  • নাসিরনগরে পানি ব্যবহারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইআইটিতে মাস্টার্স প্রোগ্রাম
  • মৌলভীবাজারে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় চা শ্রমিক নিহত