গাড়িচাপায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতেমা মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাইওয়ে থানা সূত্রে জানা যায়, সড়কে মাথা বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে হাটহাজারী মডেল থানা-পুলিশকে জানান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে তারা বিষয়টি হাইওয়ে পুলিশকে জানায়। নাজিরহাট হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় হাইওয়ে পুলিশ।
নাজিরহাট হাইওয়ে পুলিশের এসআই শাহেদ জানান, মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতেমার মাঠের সামনে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ মারা গেছেন এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ। ঘটনাস্থল থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃদ্ধের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে হাইওয়ে পুলিশ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
১১ জনকে গ্রেপ্তার
আন্দোলনের অংশ হিসেবে বিরোধী দলের ডাকা বাণিজ্য বর্জনের কর্মসূচিতে অংশ নেওয়ায় ১১ জনকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর কার্যালয় ১৬ জনের বিরুদ্ধে ‘ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর’ অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
বিরোধী নেতা ও ইস্তাম্বুলের সাবেক মেয়র একরেম ইমামোলুকে গ্রেপ্তারের প্রতিবাদে এই বাণিজ্য বর্জন কর্মসূচির ডাক দেয় বিরোধী দল। গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে নেটফ্লিক্স সিরিজ রাইজ অব এম্পায়ার্স: অটোমান-এর এক অভিনেতাও রয়েছেন বলে জানিয়েছে তুর্কি অভিনেতা সংঘ।
তুরস্কের পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণকে গত বুধবার কেনাকাটা না করার আহ্বান জানিয়েছিলেন। এর আগে এক দিনের এ বর্জন কর্মসূচি পালনের আহ্বান জানান প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল।