সুনামগঞ্জ-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে বাস ও মাইক্রোসহ বেশ কয়েকটি যাত্রীবাহী পরিবহনে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা চালকদের মারধর করে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা এবং স্বর্ণালংকার লুটে নেয়।

বুধবার (২২ জানুয়ারি) রাত ১টার দিকে ছাতক উপজেলার জগন্নাথপুর-ডাবর আঞ্চলিক সড়কের দাড়াখাই এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে একদল ডাকাত ধারালো অস্ত্র নিয়ে ছাতক উপজেলার ভাতগাঁও এলাকার সড়কে গাছ ফেলে বাস ও মাইক্রোসহ কয়েকটি গাড়ি আটকায়। পরে ডাকাতরা চালক-যাত্রীদের মারধর করে তাদের কাছ থেকে মোবাইল টাকাসহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি করতে থাকে। এ সময় আশপাশ এলাকার মানুষজন যাত্রীদের চিৎকার শুনে ডাকাত দলকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। তবে এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সড়কের যাত্রী ও এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দা মোহাম্মদ হাসান বলেন, “শহর থেকে পাগলা বাজার হয়ে বাড়িতে যাচ্ছিলাম। পথে ডাকাত পড়েছে শুনে ভয়ে আবারো শহরের দিকে ফিরে যাই। আমাদের এসব এলাকার বাড়িঘরে প্রায় চুরির ঘটনা ঘটে। পুলিশের টহল একদম নেই বললেই চলে। এসব বন্ধ করতে হলে পুলিশকে আরো তৎপর হতে হবে।” 

বিষয়টি নিশ্চিত করেছেন জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কবির। তিনি বলেন, “জগন্নাথপুর-ডাবর আঞ্চলিক সড়কে গাছ ফেলে বন্ধ করে ডাকাতরা। প্রথমে একটি ট্রাক সড়কের মধ্যে আটকিয়ে চাবি নিয়ে যায়। পরে  ঢাকাগামী বাস মামুন পরিবহনে ডাকাতরা হানা দেয়। এ সময় গাড়িটির চালক দরজা না খুললে ডাকাতরা গাড়ির জানালা ভেঙে উঠে চালককে মারধর ও যাত্রীদের জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়।” 

তিনি আরো বলেন, “জগন্নাথপুর-ডাবর আঞ্চলিক সড়কে ঢাকাগামী বাসসহ বিভিন্ন পরিবহন জ্যামের সৃষ্টি হয়। ফলে মামুন পরিবহন থেকে নেমে ডাকাত দল আল মোবারাকা পরিবহন নামের আরেকটি গাড়িতে হানা দেয়। তখন যাত্রীদের চিৎকার শুনে পাশের বাজারের লোকজন ধাওয়া দিলে ডাকাত দল হাওরের দিকে পালিয়ে যায়।” 

ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, “প্রায় ১৫-২০ জনের ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়ে এবং চালক-যাত্রীদের মারধর করে তাদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে।”

তিনি আরো বলেন, “গত কয়েক বছরের মধ্যে এই সড়কে ডাকাতির ঘটনা ঘটেনি। গতকাল রাতে কুয়াশা বেশি পরায় ডাকাতরা সেই সুযোগ কাজে লাগিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। আমাদের অভিযান অব্যাহত আছে। মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।”

ঢাকা/মনোয়ার/ইমন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এল ক র ম রধর ক সড়ক

এছাড়াও পড়ুন:

কক্সবাজারে পর্যটকের উপচে পড়া ভিড়, খালি নেই হোটেল-মোটেল

ঈদের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্রসৈকতে। শহরের পাঁচ শতাধিক হোটেল-মোটেলে কোনো কক্ষ খালি নেই। হোটেলমালিকদের তথ্য অনুযায়ী, ঈদের দ্বিতীয় দিন গত মঙ্গলবার থেকে আজ শুক্রবার পর্যন্ত কক্সবাজার ভ্রমণ করেছেন সাড়ে সাত লাখের বেশি মানুষ।

শুক্রবার সকালে শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, দূরপাল্লার বাসে করে কক্সবাজারে আসছেন পর্যটকেরা। তাঁদের অনেকেই হোটেলের কক্ষ না পেয়ে সড়কে, রেস্তোরাঁয় ও বাস কাউন্টারে বসে সময় কাটাচ্ছেন। কেউ একটি কক্ষ ভাড়া পেলেই সেখানে ৮-৯ জন গাদাগাদি করে থাকছেন।

বেলা ১১টার দিকে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে দেখা যায়, দুই কিলোমিটার সৈকতজুড়ে পর্যটকের ভিড়। এর বেশির ভাগই সমুদ্রের পানিতে নেমে গোসল করছেন। দক্ষিণের কলাতলী ও উত্তরের দিকের সিগাল ও লাবণী পয়েন্টেও মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। পর্যটকদের সেবায় সৈকতে কর্মরত দেখা যায়, লাইফগার্ডের ২৭ জন স্বেচ্ছাসেবী, ৩৪ জন বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশের শতাধিক সদস্যকে।

সমুদ্রসৈকতে কথা হয় নুরুল হুদা (৪৫) নামের এক পর্যটকের সঙ্গে। পেশায় ব্যবসায়ী এই পর্যটক স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে এসেছেন ঢাকার উত্তরা থেকে। তিনি বলেন, সমুদ্রসৈকত মানুষে গিজগিজ করছে। হাঁটুসমান পানিতে নেমে কিছুক্ষণ সময় কাটিয়েছেন। মানুষের ভিড়ের কারণে গোসল না করেই হোটেলে ফিরে যাচ্ছেন।

সমুদ্রসৈকতে নিয়োজিত লাইফগার্ডের কর্মীরা জানান, কক্সবাজারে ঈদের ছুটিতে এ পর্যন্ত সাগরে ভেসে গিয়ে কারও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ভেসে যাওয়ার সময় তাঁরা প্রায় ৫০ জনকে উদ্ধার করেছেন।

কক্সবাজার সমুদ্রসৈকত ছাড়াও পর্যটকদের ভিড় দেখা গেছে মেরিন ড্রাইভ সড়কে। টমটম, অটোরিকশা কিংবা খোলা জিপগাড়িতে পর্যটকদের ঘোরাঘুরি করতে দেখা যায়। দরিয়ানগর পর্যটন পল্লি, প্যারাসেইলিং পয়েন্ট, হিমছড়ি ঝরনা, ইনানী সৈকত, পাটোয়ারটেক ছাড়াও কেউ কেউ সর্বশেষ প্রান্তের উপজেলা টেকনাফ ঘুরে আসছেন। এর বাইরে জেলার রামু, মহেশখালী, চকরিয়ার পর্যটন স্পটগুলোতেও রয়েছে পর্যটকদের ভিড়।

কক্সবাজার কলাতলী-মেরিন ড্রাইভ হোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, ‘শুক্রবার শহরের পাঁচ শতাধিক হোটেলের কোনো কক্ষই খালি নেই। কক্ষ ভাড়া না পেয়ে অনেক পর্যটক দুর্ভোগের শিকার হচ্ছেন। আগে কক্ষ ভাড়া নিয়ে এরপর কক্সবাজার ভ্রমণে আসতে আমরা পর্যটকদের উৎসাহিত করছি।’

কক্সবাজারের চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, পর্যটক আসায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্যও বেশ চাঙা। গত কয়েক দিনে পর্যটনসংশ্লিষ্ট ১৩টি খাতে অন্তত ৬০০ কোটি টাকার ব্যবসা হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিন বলেন, পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত হোটেলভাড়া এবং রেস্তোরাঁগুলোতে খাবারের মূল্য বাড়তি আদায় করা হচ্ছে কি না, তা দেখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান।

সম্পর্কিত নিবন্ধ