রাস্তায় গাছ ফেলে যাত্রীবাহী একাধিক বাসে ডাকাতি, রাতভর আতঙ্ক
Published: 23rd, January 2025 GMT
সুনামগঞ্জ-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে বাস ও মাইক্রোসহ বেশ কয়েকটি যাত্রীবাহী পরিবহনে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা চালকদের মারধর করে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা এবং স্বর্ণালংকার লুটে নেয়।
বুধবার (২২ জানুয়ারি) রাত ১টার দিকে ছাতক উপজেলার জগন্নাথপুর-ডাবর আঞ্চলিক সড়কের দাড়াখাই এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে একদল ডাকাত ধারালো অস্ত্র নিয়ে ছাতক উপজেলার ভাতগাঁও এলাকার সড়কে গাছ ফেলে বাস ও মাইক্রোসহ কয়েকটি গাড়ি আটকায়। পরে ডাকাতরা চালক-যাত্রীদের মারধর করে তাদের কাছ থেকে মোবাইল টাকাসহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি করতে থাকে। এ সময় আশপাশ এলাকার মানুষজন যাত্রীদের চিৎকার শুনে ডাকাত দলকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। তবে এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সড়কের যাত্রী ও এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দা মোহাম্মদ হাসান বলেন, “শহর থেকে পাগলা বাজার হয়ে বাড়িতে যাচ্ছিলাম। পথে ডাকাত পড়েছে শুনে ভয়ে আবারো শহরের দিকে ফিরে যাই। আমাদের এসব এলাকার বাড়িঘরে প্রায় চুরির ঘটনা ঘটে। পুলিশের টহল একদম নেই বললেই চলে। এসব বন্ধ করতে হলে পুলিশকে আরো তৎপর হতে হবে।”
বিষয়টি নিশ্চিত করেছেন জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কবির। তিনি বলেন, “জগন্নাথপুর-ডাবর আঞ্চলিক সড়কে গাছ ফেলে বন্ধ করে ডাকাতরা। প্রথমে একটি ট্রাক সড়কের মধ্যে আটকিয়ে চাবি নিয়ে যায়। পরে ঢাকাগামী বাস মামুন পরিবহনে ডাকাতরা হানা দেয়। এ সময় গাড়িটির চালক দরজা না খুললে ডাকাতরা গাড়ির জানালা ভেঙে উঠে চালককে মারধর ও যাত্রীদের জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়।”
তিনি আরো বলেন, “জগন্নাথপুর-ডাবর আঞ্চলিক সড়কে ঢাকাগামী বাসসহ বিভিন্ন পরিবহন জ্যামের সৃষ্টি হয়। ফলে মামুন পরিবহন থেকে নেমে ডাকাত দল আল মোবারাকা পরিবহন নামের আরেকটি গাড়িতে হানা দেয়। তখন যাত্রীদের চিৎকার শুনে পাশের বাজারের লোকজন ধাওয়া দিলে ডাকাত দল হাওরের দিকে পালিয়ে যায়।”
ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, “প্রায় ১৫-২০ জনের ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়ে এবং চালক-যাত্রীদের মারধর করে তাদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে।”
তিনি আরো বলেন, “গত কয়েক বছরের মধ্যে এই সড়কে ডাকাতির ঘটনা ঘটেনি। গতকাল রাতে কুয়াশা বেশি পরায় ডাকাতরা সেই সুযোগ কাজে লাগিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। আমাদের অভিযান অব্যাহত আছে। মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।”
ঢাকা/মনোয়ার/ইমন
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এল ক র ম রধর ক সড়ক
এছাড়াও পড়ুন:
নাটোরে যুবকের দুই হাতের কবজি বিচ্ছিন্ন
নাটোরের সিংড়া উপজেলায় ইসরাফিল নামে এক যুবককে কুপিয়ে দুই হাতের কবজি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সিংড়া উপজেলার হাতিয়ানদহ এলাকায় এ ঘটনা ঘটে। ইসরাফিল ওই এলাকার তাইজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইসরাফিলের বাবা তাইজুল ইসলাম বহুদিন পূর্বে চাঁপাইনবাবগঞ্জ থেকে সিংড়া উপজেলার হাতিয়ানদহ এলাকায় এসে বাড়ি করেন। তারা রাজমিস্ত্রির কাজ করেন। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ইসরাফিলের চিৎকারে এগিয়ে গিয়ে তাকে রাস্তার ধারে দুই হাত কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাটোর সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. সুব্রত বলেন, “রোগীর দুই হাতের কবজি বিচ্ছিন্ন ছিল। ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে বলে মনে হলো। সকাল ৭টার দিকে রোগীকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। সেই সময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।”
সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “রাজনৈতিক কোনো বিষয় নিয়ে ঘটনাটি ঘটেনি। পরকীয়া সংক্রান্ত একটা বিষয় থাকতে পারে, সেই বিষয়টাও যাচাই-বাছাই করছি। যারা ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে শনাক্তসহ গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।”
ঢাকা/আরিফুল/টিপু