Risingbd:
2025-04-03@04:37:04 GMT

অভয়নগরে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Published: 23rd, January 2025 GMT

অভয়নগরে বৃদ্ধের মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগরে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, গতকাল সন্ধ্যায় লোহার রডের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ওই বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এদিকে, মৃত বৃদ্ধকে নিজের বাবা দাবি করেছে শুভ মণ্ডল (১৪) নামের এক কিশোর। শুভ জানায়, তার বাবা দৃষ্টি প্রতিবন্ধী ছিল। তিনি কীভাবে এখানে এসেছেন সেটা জানে না।

তিনি বলে, ‘‘আমার বাবার নাম শুভল মণ্ডল। বাড়ি খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের বেনে পুকুর গ্রামে। তিনি শুভ আয়ান জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।’’

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল করিম বলেন, ‘‘এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে জানা যাবে, এটা হত্যা নাকি আত্মহত্যা।’’

ঢাকা/প্রিয়ব্রত/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব দ ধ র মরদ হ

এছাড়াও পড়ুন:

ঈদমেলায় ফুচকা খেয়ে হাসপাতালে ২১৩

যশোরের অভয়নগরে ঈদমেলায় ফুচকা খেয়ে অসুস্থ হয়ে ২১৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ছাড়া আরও অনেকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত এই ২১৩ জনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

এর আগে সোমবার রাতে উপজেলার দেয়াপাড়া গ্রামে ভৈরব ব্রিজের পাড়ে ঈদমেলার একটি অস্থায়ী দোকানের ফুচকা খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনার পর থেকে ওই বিক্রেতা পলাতক রয়েছেন। 

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আলীমুর রাজীব বলেন, “খাবারে জীবাণু থাকার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বেশিরভাগ রোগীর পেটে ব্যাথা, বমি, পাতলা পায়খানা ও জ্বর দেখা দিয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত ২১৩ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৬ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।” 

জানা গেছে, প্রতিবছর ঈদের দিন ভৈরব নদের ব্রিজের পূর্ব পাশে হরেকরকম খাবারের দোকান বসে। গ্রামের আশপাশ ও দূর দুরান্ত থেকে শতশত মানুষ শিশুদের নিয়ে ভৈরব ব্রিজ দেখতে আসে। সোমবার ঈদের দিনও শতশত শিশু, নারী ও পুরুষ সেখানে এসেছিলো। রুপদিয়া এলাকা থেকে মনির হোসেন নামে এক ব্যক্তি মেলায় অস্থায়ী ফুচকার দোকান দিয়েছিল। মেলায় বেড়াতে আসা অনেকেই ওই দোকানের ফুচকা খেয়েছিলো। ফুচকা খাওয়ার পর প্রায় সবার পেটে যন্ত্রণা, পাতলা পায়খানা, বমি, জ্বর ও খিচুনি শুরু হয়। এরপর অনেকে গভীর রাতে আবার কেউকেউ সকালে হাসপাতালে ভর্তি হন। তার পর থেকে রোগী আসা অব্যাহত রয়েছে। 

এবিষয়ে দায়িত্বরত ডা. রিজভী আহমেদ বলেন, “এই ঘটনায় রোগীর চাপ সামলাতে ডাক্তার-নার্সদের রীতিমতো হিমসিম খেতে হচ্ছে। এপর্যন্ত ২১৩ জনকে ভর্তি করা হয়েছে। অনেকেই ছুটি নিয়ে বাড়িতে গেছে। আমরা ঈদের ছুটি বন্ধ করে সকলে দিনরাত অসুস্থ রোগীদের সেবায় নিয়োজিত রয়েছি। পাশাপাশি কয়েকটি সেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে সকলের প্রচেষ্টায় রোগীদের সেবা অব্যাহত রয়েছে।” 

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, “আমরা ঘটনাটি শুনেছি। শোনার পর ফুসকা ব্যবসায়ীকে খুঁজছি। তার বাড়ি সদর উপজেলায় জেনেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” 

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, “অভিযোগ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি।হাসপাতাল পরিদর্শন করেছি। এঘটনা সত্যি দুঃখজনক। এবিষয়ে অভয়নগর উপজেলা প্রশাসন সর্বদা সজাগ রয়েছে, দোকানীকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

এ বিষয়ে ভোক্তা অধিদপ্তর যশোর জেলায় দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললে তিনি বলেন, “এ ঘটনার বিষয়ে নিউজ দেখেছি, আমাদের জনবল কম, পাশাপাশি ঈদের ছুটি থাকায় তাৎক্ষণিকভাবে যাওয়া সম্ভব হয়নি, বিষয়টি অত্যন্ত দুঃখজনক, আমি দ্রুতই অভয়নগরের বিষয়টি দেখছি।”

ঢাকা/প্রিয়ব্রত/টিপু 

সম্পর্কিত নিবন্ধ

  • ঈদমেলায় ফুচকা খেয়ে হাসপাতালে ২১৩
  • যশোরে ঈদমেলায় ফুচকা খেয়ে ১০০ নারী-পুরুষ ও শিশু হাসপাতালে
  • ফুচকা খেয়ে নারী-শিশুসহ হাসপাতালে ভর্তি প্রায় শতাধিক, বিক্রেতা পলাতক
  • যশোরে ফুচকা খেয়ে অসুস্থ অর্ধশতাধিক
  • অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে ৫০ জন হাসপাতালে ভর্তি