সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকলেও মর্যাদার লড়াই চ্যাম্পিয়ন্স লিগে ভালো অবস্থানে ছিল না লস ব্লাঙ্কোসরা। পয়েন্ট টেবিলে তলানিতে থাকা ওই রিয়াল মাদ্রিদ ব্রাজিলিয়ান সাম্বায় আরবি সলসবার্গের বিপক্ষে ৫-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে। 

পয়েন্ট টেবিলে ১২ পয়েন্ট তুলে লস ব্লাঙ্কোসরা ২১ থেকে ১৬ তে উঠেছে।  কার্লো আনচেলত্তির দলের সামনে সুযোগ এসেছে গ্রুপের শেষ ম্যাচে জিতে সেরা আটে উঠে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যাওয়ার। 

বুধবার রাতে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের হয়ে দুটি করে গোল করেছেন ব্রাজিলিয়ান দুই তরুণ ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস ও ভিনিসিয়াস জুনিয়র। অন্য গোলটি এসেছে কিলিয়ান এমবাপ্পের পা থেকে। ফন্ট থ্রির দাপটে পাত্তা পায়নি সলসবার্গ। 

ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলের লিড নেয় লস ব্লাঙ্কোসরা। দুটি গোলই করেন রদ্রিগো গোয়েস। তিনি ২৩ ও ৩৪ মিনিটে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান ৩-০ করেন কিলিয়ান এমবাপ্পে। ৪৮ মিনিটে গোল করেন রিয়ালের জার্সিতে পুরনো ছন্দ ফিরে পাওয়া ফ্রান্সম্যান। 

এরপর ৫৫ ও ৭৭ মিনিটে গোল আসে ভিনিসিয়াসের পা থেকে। ৮৫ মিনিটে এক গোল শোধ করে অস্ট্রিয়ান ক্লাবটি। রিয়াল মাদ্রিদ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩০ জানুয়ারি রাতে ব্রেস্টের মুখোমুখি হবে।

পয়েন্ট টেবিলে সেরা আটে থেকে সরাসরি শেষ ষোলোয় যেতে ওই ম্যাচে জিততে হবে ব্লাঙ্কোসদের। সঙ্গে তাকিয়ে থাকতে হবে সেরা আটে থাকা অন্য দলগুলোর পয়েন্ট হারানোর দিকে। যেমনে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলে আটে থাকা বায়ার লেভারকুসেন শেষ ম্যাচে স্পার্টা প্রাহার বিপক্ষে খেলবে। ওই ম্যাচে লেভারকুসেনের হার বা ড্র কামনা করতে হবে। সাতে থাকা আটালান্টার পয়েন্ট ১৪। তারা শেষ ম্যাচে খেলবে বার্সার বিপক্ষে। আটালান্টার হার চাইতে হবে।

এমনকি ১৫ পয়েন্ট নিয়ে পাঁচ ও ছয়ে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ ও ইন্টার মিলান নিজেদের শেষ ম্যাচে হারলে গোল ব্যবধানে সেরা আটের থাকার সুযোগ তৈরি হবে রিয়াল মাদ্রিদের। সেরা আটে না থাকতে পারলে প্লে অফ খেলতে হবে লস ব্লাঙ্কোসদের।     

.

উৎস: Samakal

কীওয়ার্ড: লস ব ল ঙ ক

এছাড়াও পড়ুন:

এক বছর আগে সুইমিংপুলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে শিক্ষার্থী সোয়াদ হকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত নিশ্চিতের দাবি জানিয়েছে শাখা গণতান্ত্রিক ছাত্রসংসদ। গত বছরের ২২ এপ্রিল সোয়াদ হক মারা গিয়েছিলেন।

সোয়াদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এরপর তাঁর মৃত্যুর সুষ্ঠু তদন্ত নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় গণতান্ত্রিক ছাত্রসংসদ। সোয়াদ হক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গণতান্ত্রিক ছাত্রসংসদ ৫টি দাবি জানিয়েছে। দাবিগুলো হলো সোহাদের মৃত্যুর যথাযথ কারণ তদন্তপূর্বক নির্ণয় করা। সুইমিংপুলের সংস্কারকাজ দ্রুত শেষ করে তা পুনরায় চালু করা। সাঁতারসহ শরীরচর্চার বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও আন্তরিক হওয়া।

সুইমিংপুল এলাকার নিরাপত্তা জোরদার করা এবং পর্যাপ্ত ইকুইপমেন্ট সরবরাহ করা ও প্রশিক্ষক নিয়োগ দেওয়া।

দোয়া মাহফিলে দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।  

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি২৩ এপ্রিল ২০২৪

সম্পর্কিত নিবন্ধ