২৫ মামলায় সাড়ে ৫৩ লাখ টাকা জরিমানা, ৪টি ইটভাটা বন্ধ
Published: 23rd, January 2025 GMT
বায়ুদূষণ অপরাধে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫টি মামলায় ৫৩ লাখ ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২,৫৬৫ কেজি পলিথিন জব্দ করার পাশাপাশি ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ এবং আরও ৮টি ইটভাটার বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ও পরিবেশ অধিদপ্তরের ব্যবস্থাপনায় বুধবার (২২ জানুয়ারি) গোপালগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, সাতক্ষীরা, ফেনী, চাঁদপুর, মাদারীপুর, গাজীপুর, ঢাকা, নাটোর, নেত্রকোনায় ৯টি মোবাইল কোর্ট চালানো হয়।
পরিবেশ মন্ত্রণালয় জানায়, মোবাইল কোর্টের এ অভিযানে ২৫টি মামলায় ৫৩ লক্ষ ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। ৮টি ইটভাটার বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
চাঁদপুর, ফেনী, নাটোর, নেত্রকোনা ও গাজীপুরে নিষিদ্ধ পলিথিন নিয়ে ৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ১১টি মামলায় ৫৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় এবং ২,৫৬৫ কেজি পলিথিন জব্দ করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
ঢাকার শাহবাগ এলাকায় যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ২টি মামলায় ২ হাজার টাকা জরিমানা এবং ৮টি পরিবহনকে সতর্ক করা হয়।
গাজীপুরে ও ঢাকার বাংলামোটর ও মিরপুর এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে ৩টি মোবাইল কোর্ট অভিযান হয়। ২টি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়।
ঢাকা/নঈমুদ্দীন/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওনা হন।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্মেলনের প্রথমদিনে তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।