চাঁদা না পেয়ে লুটপাট: যুবদলের নেতা-কর্মীর নামে মামলা করে বিপদে
Published: 23rd, January 2025 GMT
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতাকর্মীর নামে চাঁদাবাজি ও লুটপাটের মামলা করে বিপদে পড়েছেন এক টেক্সটাইল মালিক। গতকাল বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
উপজেলার উদ্ভবগঞ্জ এলাকায় একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন এএনজেড নামে এক টেক্সটাইল মালিক আনোয়ার হোসেন। তিনি বলেন, উপজেলার জামপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় এক বছর আগে টেক্সটাইল মিল করার জন্য তিনি জমি কিনে গত ১ জানুয়ারি ভবন নির্মাণ কাজ শুরু করেন। ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়ার নেতৃত্বে যুবদল নেতা এমদাদুল হক দিপু ও মুছাসহ শতাধিক লোকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গত ১৫ জানুয়ারি সকালে প্রায় কোটি টাকার রড, সিমেন্ট ও ইটসহ নির্মাণসামগ্রী লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ করলেও পুলিশ অজ্ঞাত কারণে মামলা নেয়নি। এক সপ্তাহ ধরে থানায় ধরনা দিয়ে মামলা করতে না পেরে গত মঙ্গলবার নারায়ণগঞ্জ আদালতে মামলা করেন তিনি। লুটপাটের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করায় গতকাল বুধবার যুবদল নেতা এমদাদুল হক দিপু তাঁকেসহ (আনোয়ার) জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলজার হোসেন প্রধান, জমির মূল মালিক শহিদুল্লাহসহ ৭ জনকে আসামি করে চাঁদাবাজি মামলা করেন। গোলজার তাঁকে (আনোয়ার) সহযোগিতা করায় তাঁকেও এ মামলায় আসামি করা হয়।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ঘটনার পর লুটপাটের মামলা করার পর থেকে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রতিদিন তাঁর বাসার সামনে গিয়ে শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া দেওয়া হচ্ছে। মামলা তুলে না দিলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়। ভয়ে পরিবার নিয়ে তিনি আত্মগোপনে রয়েছেন। যুবদল নেতাকর্মীর সব অপকর্মের বিরুদ্ধে বিএনপির নীতি নির্ধারক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলজার হোসেন প্রধান ও যুবদল নেতা সুমন মিয়া নান্টু।
সোনারগাঁ উপজেলা যুবদল নেতা অভিযুক্ত এমদাদুল হক দিপু বলেন, চাঁদা দাবি ও মালপত্র লুটপাটের ঘটনার সঙ্গে তারা জড়িত নন। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আনোয়ার যে জমি কিনেছেন তারা (দিপু) বায়না সূত্রে সেই জমির মালিক। সেই জমি ছেড়ে দেওয়ার শর্তে আনোয়ার ৫০ লাখ টাকা দাবি করেছেন। তাই মামলা দিয়েছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ য বদল ন ত য বদল ন ত কর ম র উপজ ল
এছাড়াও পড়ুন:
অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার
ইন্দুরকানীর নিখোঁজ কিশোর সাব্বির হোসেনকে ছয় দিন পর ঢাকার নারায়ণগঞ্জের এক রিকশাচালকের বাসায় পাওয়া গেছে। তিন দিন আগে রাস্তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন ওই রিকশাচালক।
গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে ইন্দুরকানী গ্রামের কৃষক আব্দুল জলিল শেখের ছেলে সাব্বির হোসেন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে আটো গাড়িতে নারায়ণগঞ্জ যাচ্ছিল। এ সময় অটোতে থাকা অজ্ঞান পার্টির লোকজন তাকে অজ্ঞান করে টাকা, মোবাইল ফোনসহ সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে যায়। পরে তাকে নারায়ণগঞ্জে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গভীর রাতে সাব্বিরকে পরে থাকতে দেখে রিকশাচালক আব্দুর জব্বার তাঁকে তাঁর বাসায় নিয়ে যায়। তিন দিন পর তার জ্ঞান ফেরে। শনিবার বিকেলে সাব্বির ফোন করে তার বাবা-মাকে বিষয়টি জানায়।
সাব্বিরের বাবা জলিল শেখ বলেন, ছেলের খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। খুব চিন্তায় ছিলাম। তাকে অজ্ঞান পার্টি ধরেছিল। এক রিকশাচালক ভাই তাকে উদ্ধার করেছে। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, নিখোঁজ সাব্বিরকে ঢাকায় পাওয়া গেছে বলে তার পরিবার জানিয়েছে।