দায়সারা মাটি ফেলে বানানো হচ্ছে বাঁধ
Published: 23rd, January 2025 GMT
তাহিরপুর উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলানি তাহিরপুর ক্লোজারের বাঁধের অংশে মাটি ফেলা হলেও হচ্ছে না দুরমুশের কাজ। বৃহৎ এ ফসল রক্ষা বাঁধটি তিনটি প্রকল্পের আওতায় ছিলানি তাহিরপুর ক্লোজার বাঁধ নাম দেওয়া হয়েছে।
গত বছর বোরো ফসল ওঠানোর পর পরই পাহাড়ি ঢলের পানির তোড়ে ছিলানি তাহিরপুর গ্রামের পাশের স্থায়ী বাঁধের একাংশ ভেঙে পড়ে। পানি উন্নয়ন বোর্ড ৭০ লাখ টাকা ব্যয়ে সে অংশে বাঁধ নির্মাণের কাজ নির্ধারণ করে।
এ অংশে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতিরা হলেন, ছাবিতুল মিয়া, আনোয়ার হোসেন ও সুহেল মিয়া। বাঁধের ভেতরে রয়েছে মাটিয়ান, বনুয়া ও পালই হাওরের প্রায় ৮ হাজার হেক্টর বোরো জমি।
জনগুরুত্বপূর্ণ ফসল রক্ষা বাঁধ হওয়ায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রতিদিনই এখানকার নির্মাণকাজের তদারকি ও পরিদর্শন অব্যাহত রেখেছেন।
স্থানীয়দের অভিযোগ, বাঁধে শুধু এক্সক্যাভেটর দিয়ে মাটি ফেলানো হচ্ছে। সেই মাটি সঠিকভাবে বসানোর জন্য দুরমুশ বা ফিক্সিং করা হচ্ছে না। এতে করে নদীতে আগাম পানি এলে বাঁধটি হুমকির মুখে পড়তে পারে। তাছাড়া বর্ষাকালে বাঁধের মাটি ধুয়ে গিয়ে দুর্বল হয়ে পড়তে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার জানান, বাঁধের কাজ ৫০ ভাগ সম্পন্ন হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী মনির হোসেন জানান, নির্মাণকাজ ২৫ ভাগ সম্পন্ন হয়েছে। বাঁধের মাটি দুরমুশ করার ব্যাপারে তিনি জানান, আপাতত পানির ওপর মাটি ফেলে বাঁধটি সংযোগ করা হচ্ছে। পরে আরও অনেক কাজ রয়েছে। সে সময়ে মাটি দুরমুশ করা হবে।
ছিলানি তাহিরপুর ক্লোজার বাঁধসংলগ্ন ছিলানি তাহিরপুর গ্রামের মাহমুদুর মিয়া জানান, বাঁধে এ পর্যন্ত ২০ ভাগ কাজ হয়েছে মাত্র। বাঁধে ফেলানো মাটিতে কোনো প্রকার দুরমুশ করা হচ্ছে না। এমনকি বাঁধ এলাকার কোনো অংশেই মাটি যথাযথভাবে বসানোর জন্য দুরমুশের কাজ দৃশ্যমান নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম জানান, উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল রক্ষা বাঁধ বিধায় তিনি এ বাঁধের কাজটিকে নিয়মিত পরিদর্শন ও নজরদারি করছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঘর থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ইউএনও অফিসের গাড়িচালকসহ গ্রেপ্তার ৪
নওগাঁর মান্দায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ইউএনও অফিসের গাড়িচালকসহ চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের গতকাল সোমবার রাতে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া যুবকরা হলেন- উপজেলার ছোটবেলালদহ গ্রামের সোলাইমান আলীর ছেলে রফিকুল ইসলাম সোহাগ (২৯), বড়পই গ্রামের সাইফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম সুইট (২৯), বিজয়পুর প্রিন্সিপালের মোড় এলাকার মোজাহার আলীর ছেলে আসাদুজ্জামান মুন্না (২৯) ও বিজয়পুর মধ্যপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে নাসির উদ্দিন (২৯)। তাদের মধ্যে নাসির উদ্দিন মাস্টাররোলে ইউএনও অফিসের গাড়িচালক।
মামলার এহাজার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী পিকআপচালক। তারা ভাড়া বাসায় বসবাস করেন। ঈদ উপলক্ষে এ দম্পতির একমাত্র মেয়ে তারা নানার বাড়ি যায়। কাজের জন্য রাতে পিকআপ ভ্যান নিয়ে তার স্বামী বাইরে যান। ফলে বাড়িতে একাই ছিলেন ওই নারী।
ভুক্তভোগী নারী বলেন, ‘গত রোববার রাত ৮টার দিকে আমার স্বামী পিকআপ ভ্যান নিয়ে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। রাত ৯টার দিকে আমি রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। রাত সাড়ে ১০টার দিকে আসামি স্বাধীন বাসায় এসে আমার স্বামীকে ডাকাডাকি করে। স্বাধীন আমার স্বামীর পূর্ব পরিচিত হওয়ায় সরল বিশ্বাসে আমি দরজা খুলি। সঙ্গে সঙ্গে ৬-৭ জন যুবক ঘরে ঢুকে মুখ চেপে ধরে। এর পর তারা পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে আমার চিৎকারে আশপাশের লোকজন এসে চারজনকে আটক করে। তবে বাকিরা পালিয়ে যায়।’
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনুসর রহমান বলেন, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২-৩ জনের নামে মামলা করেছেন। এ মামলায় চার আসামিকে গ্রেপ্তার করে সোমবার নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য ওই নারীকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ওসি আরও জানান, ‘শুনেছি, নাসির উদ্দিন ইউএনও অফিসের গাড়ি চালায়।’