মাটি ভরাট করে শতবর্ষী পুকুর দখলে পাঁয়তারা
Published: 23rd, January 2025 GMT
হবিগঞ্জ শহরে দখলদারদের দৌরাত্ম্য চলছেই। এরই ধারাবাহিকতায় এবার মাটি ভরাট করে শতবর্ষী একটি পুকুর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা বলছেন, শতবর্ষী এ পুকুরটি দখলে নিয়ে ভরাট করা হলে বিড়ম্বনায় পড়তে হবে পুকুরপাড়ের বাসিন্দাসহ স্থানীয়দের।
এমন পরিস্থিতিতে পুকুরটি বাঁচাতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের হস্তপেক্ষ কামনা করেছেন স্থানীয়রা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরই মধ্যে জেলা প্রশাসক বরাবর দেওয়া হয়েছে লিখিত অভিযোগ।
হবিগঞ্জ শহরের গোপীনাথপুর এলাকায় প্রায় ১০০ বছর আগে এক একর ৫৩ শতক আয়তনের একটি পুকুর খনন করা হয়। পুকুরের চারপাশে রয়েছে গাছগাছালি ও বসতবাড়ি। দৈনন্দিন নানা কাজে এ পুকুরের পানি ব্যবহার করেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি পুকুরটি দখলে নেওয়ার পাঁয়তারা করছেন স্থানীয় প্রভাবশালী বাসিন্দা আব্দুস সালাম, আব্দুল কালামসহ তাদের অনুসারীরা। সম্প্রতি তারা পুকুরের দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব পাড়ে মাটি ফেলে দখল করে নিয়েছেন একাংশ। এ কাজে এলাকার বাসিন্দারা বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। বরং দখল বাধার মুখে পড়ায় আরও মরিয়া হয়ে উঠেছে প্রভাবশালী মহল।
হরিধন সূত্রধর নামে এক স্থানীয় বাসিন্দা জানান, দৃষ্টিনন্দন এই পুকুরের মালিক ওই পুকুরপাড়ে বসবাসকারী ৪০ থেকে ৫০টি পরিবার। তারা পুকুরটিকে প্রাকৃতিক সৌন্দর্য হিসেবে ধরে রেখে ব্যবহার করে আসছেন অনেকদিন ধরে। সম্প্রতি একটি মহল পুকুরটি দখলে নিতে উঠেপড়ে লেগেছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা নির্মল সূত্রধর জানান, শত বছরেরও অধিক সময় ধরে এ পুকুরটি ব্যবহার করছেন তারা। এটি হবিগঞ্জ শহরের দ্বিতীয় বৃহত্তম পুকুর। বৃষ্টি হলে শহরে যখন জলাবদ্ধতা সৃষ্টি হয়, তখন এ পুকুরেই এলাকার সব পানি নামে। পুকুরটি বেদখল হলে পরিবেশেরও ব্যাপক ক্ষতি হবে। দিলীপ নাথ নামে এক যুবক জানান, এত সুন্দর ও বড় একটি পুকুর এভাবে বেদখল হয়ে যাবে তা কোনোভাবেই কাম্য নয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল জানান, পরিবেশের ভারসাম্যগত কারণেই পুকুর ভরাট থেকে বিরত থাকতে হবে। যদি এসব পুকুর ভরাট করে দখল করা হয় তবে পরবর্তী সময়ে এর কুফল সবাইকে ভোগ করতে হবে।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুস সালাম জানান, পুকুরটিতে তাদের মালিকানাধীন জমি রয়েছে। তারা সেই জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। তাই তাদের জমিতে তারা মাটি ফেলছেন। পুকুরপাড়ের আরও বেশকিছু লোক নিজেদের মতো করে মাটি ভরাট করে স্থাপনা নির্মাণ করছেন।
এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক ফরিদুর রহমান জানান, কেউ পুকুর ভরাট করতে পারবে না। তদন্ত করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!
ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন
গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।
এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে।
যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।
তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’