Samakal:
2025-04-03@03:25:00 GMT

রিমান্ড তো মাত্র শুরু হয়েছে

Published: 23rd, January 2025 GMT

রিমান্ড তো মাত্র শুরু হয়েছে

ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকার সাবেক এমপি সাদেক খানকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ঢাকা মহানগর হাকিম জি এম ফারহান ইসতিয়াক শুনানি শেষে গতকাল বুধবার এ আদেশ দেন।

এ ছাড়া ছাত্র আন্দোলনে রাজধানীর বিভিন্ন থানার পৃথক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ চারজনকে। গ্রেপ্তার দেখানো অন্য আসামিদের মধ্যে রয়েছেন– ডিবির রমনা জোনের সাবেক দুই ডিসি মশিউর রহমান ও জুয়েল রানা। এদিন সকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 

এদিন মোহাম্মদপুর থানায় ইনসান হত্যা মামলায় রিমান্ড শুনানিতে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি আদালতের প্রতি প্রশ্ন রেখে বলেন, এরই মধ্যে পলকের ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এর মধ্যে ৩৪ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আবার হত্যাচেষ্টা মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। একজন মানুষকে আর কতবার রিমান্ডে নেওয়া হবে? তখন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকী বলেন, ‘রিমান্ড তো মাত্র শুরু হয়েছে। জুলাই-আগস্টে গণহত্যা হয়েছে। বহু মানুষ শারীরিক প্রতিবন্ধী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী হলেন পলক। হাসিনার সঙ্গে গণভবনে বসে তিনি অপরাধমূলক ষড়যন্ত্র করেছেন।’ উভয় পক্ষের শুনানির পর আদালত পলক, সাদেক খান ও সলিম উল্লাহর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

নাফিজ সরাফাতের ফ্ল্যাট ও ভিলা ক্রোকের আদেশ

দুবাইয়ে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের নামে থাকা বিলাসবহুল একটি ফ্ল্যাট ও একটি ভিলা ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গতকাল এ আদেশ দেন। এর আগে গত ৭ জানুয়ারি ঢাকায় চৌধুরী নাফিজ সরাফাত, তাঁর স্ত্রী ও ছেলের নামে থাকা ২২টি ফ্ল্যাট, দুটি বাড়িসহ সব প্লট ও জমি ক্রোকের আদেশ দেন আদালত। 

চকলেট খেলেন কামাল মজুমদার

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে মিরপুর থানার পৃথক দুই হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিন তাঁকে আদালতে আনা হলে শুনানির পর কাঠগড়ার এক পাশে গিয়ে কামাল মজুমদার তাঁর এক আইনজীবীকে ডেকে চকলেট খেতে চান। কিছুক্ষণ পর ওই আইনজীবী সাদা কাগজের ব্যাগে তাঁর জন্য চকলেট আনেন। শুনানি শেষে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় কামাল মজুমদারকে চকলেট দেওয়া হয়। 

এস কে সুর পরিবারের লকার জব্দের আদেশ

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরী পরিবারের লকার জব্দের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁর বাসা থেকে উদ্ধার ১৬ লাখ ২৫ হাজার টাকা ট্রেজারিতে রাখা এবং তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষা করার আদেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব গতকাল এ আদেশ দেন। 

তৈয়বুর কারাগারে

ঊর্ধ্বতন কর্মকর্তাদের সই জাল করে প্লট বরাদ্দ, প্রতারণা, জালিয়াতি ও অনিয়মের অভিযোগে গ্রেপ্তার সরকারি আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী তৈয়বুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল  ঢাকা মহানগর দায়রা জাজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। 

নেজামুদ্দিন নদভী রিমান্ডে

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে দুই মামলায় দু’দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানম এ আদেশ দেন। চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া থানার হত্যা চেষ্টা এবং বিস্ফোরক আইনের মামলায় তাঁর রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় নদভীকে আদালতে নিয়ে আসা হয়। 

শাহীন চাকলাদারের কারাদণ্ড

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারকে চার বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩৮ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে। দুদকের মামলায় গতকাল যশোর স্পেশাল জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এই রায় দেন। 

সাবেক এমপি আবু জাহিরের সম্পদ ক্রোক

হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির ও তাঁর পরিবারের সদস্যদের নামে সাড়ে ১০ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই সম্পদ ক্রোক ও হবিগঞ্জের জেলা প্রশাসককে রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সিনিয়র স্পেশাল জজ জেসমিন আরা বেগম এ আদেশ দেন। 

(প্রতিবেদনে তথ্য দিয়েছেন আদালত প্রতিবেদক এবং সংশ্লিষ্ট ব্যুরো, অফিস ও প্রতিনিধি)

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জ র কর ন র পর গতক ল

এছাড়াও পড়ুন:

ম্যারাডোনাকে হত্যা করা হয়েছে

বুয়েনস এইরেসের সান ইসিদরো আদালতে চলছে মামলার শুনানি। ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু অসুস্থতার কারণে স্বাভাবিক মৃত্যু, নাকি অবহেলা ছিল চিকিৎসকদের, তা খতিয়ে দেখছেন আদালত। কিংবদন্তির শেষ দিনগুলোয় তাঁর চিকিৎসায় নিয়োজিত ছিলেন যে আটজন চিকিৎসক, তাঁদের মধ্যে সাতজনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলাজনিত অপরাধের অভিযোগে চলছে বিচার কার্যক্রম।

বাদীপক্ষ ম্যারাডোনার দুই মেয়ে দালমা ও জিয়ান্নিনার হয়ে আদালতে লড়ছেন আর্জেন্টাইন আইনজীবী ফের্নান্দো বার্লান্দো। এক টিভি অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘পশুর সঙ্গে যেমন আচরণ করে, ডিয়েগোর সঙ্গে সেটাই করা হয়েছে। আদালতে যা কিছু দেখা গেছে, সেটাই প্রমাণ করে।’

আরও পড়ুনমেসির দেহরক্ষীকে নিষেধাজ্ঞা৪ ঘণ্টা আগে

আর্জেন্টিনার টিভি চ্যানেল এলত্রেসে প্রচারিত অনুষ্ঠান ‘লা নোচে দে মিরথা’য় বার্লান্দো ব্যাখ্যা করেন, ২০২০ সালের ২৫ নভেম্বর ম্যারাডোনাকে হত্যা করা হয়েছিল—এটা প্রমাণ করাই তাঁর আইনি দলের লক্ষ্য, ‘অবহেলার বিষয়টি আমরা আগেই পেরিয়ে এসেছি। এখন তা বিচারিকভাবে প্রমাণের চেষ্টা করছি।’

এই পৃথিবীতে ডিয়েগোর অনুপস্থিতিতে লাভটা তৃতীয় পক্ষের, যারা তাঁর উত্তরাধিকার নয়। কিছু লোক আছে, যারা কিছু সন্দেহজনক চুক্তিপত্র সইয়ের মাধ্যমে তাঁর মৃত্যুর পরও লাভবান হচ্ছে, এমনকি তাঁর ওপর ভর করে জীবিকা নির্বাহ করছে।ফের্নান্দো বার্লান্দো, ম্যারাডোনার মেয়ে দালমা ও জিয়ান্নিনার পক্ষের আইনজীবী

বার্লান্দোর দাবি, পরিকল্পনা করে ছিয়াশির বিশ্বকাপ কিংবদন্তিকে মেরে ফেলা হয়েছে। চিকিৎসাজনিত অবহেলা তাঁর মৃত্যুর কারণ নয়, ‘আমি একমত, কোনো সন্দেহ নেই তাঁকে হত্যা করা হয়েছে।’ অনুষ্ঠানের উপস্থাপিকা আর্জেন্টাইন অভিনেত্রী ও সঞ্চালক মিরথা লেগ্রান্দ আইনজীবী বার্লান্দোর কাছে জানতে চান, ম্যারাডোনাকে মৃত্যুমুখে পতিত করা হয়েছে, নাকি হত্যা করা হয়েছে?’ বার্লান্দোর উত্তর, ‘ম্যারাডোনার মানসিক ও শারীরিক চিকিৎসার দায়িত্বে থাকা আটজন ইচ্ছাপ্রসূত হত্যার দায়ে জড়িত। কেউ যখন সবচেয়ে বাজে পরিস্থিতির সম্মুখীন হয়, এ ক্ষেত্রে যেটা মৃত্যু এবং তাদের আচরণে মনে হয় কিছুই হয়নি, তখন এটা হত্যা।’

ম্যারাডোনার দুই মেয়ে দালমা ও জিয়ানিন্নার পক্ষের আইনজীবী ফের্নান্দো বার্লান্দো

সম্পর্কিত নিবন্ধ

  • ম্যারাডোনাকে হত্যা করা হয়েছে