ঠিকাদারির দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষে দুই দফা সংঘর্ষ
Published: 23rd, January 2025 GMT
নোয়াখালীতে ঠিকাদারির দ্বন্দ্বে বিএনপির এক পক্ষের ওপর দুই দফায় হামলা চালিয়েছেন অপর পক্ষের নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে শহরের কাজী কলোনিতে প্রথম দফায় হামলা হয়।
এর প্রতিবাদে গতকাল বুধবার প্রেস ক্লাব চত্বরে আয়োজিত সমাবেশেও হামলা হয়। দুই দফার হামলায় তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি মো.
আবদুল করিম মুক্তার ভাষ্য, ঠিকাদারি কাজের মাটির প্রয়োজনে সোমবার সকালে তাঁর লোকজন কাজী কলোনির একটি পুকুর সেচতে যায়। এ সময় পৌর বিএনপির সভাপতি আবু নাসেরের অনুসারী ইনু, যুবদল নেতা জুয়েল, ছাত্রদলের ওয়াসিমসহ পাঁচ-ছয়জন ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তিরা চলে যান। তারা বিকেল ৩টার দিকে এসে সেচ মেশিনটি নিয়ে যান। তাদের সঙ্গে সমঝোতার পর মঙ্গলবার ওই সেচ মেশিনটি নিয়ে আসেন মুক্তা।
এ ঘটনার জেরে মঙ্গলবার রাত ৯টার দিকে পৌর বিএনপির সভাপতি আবু নাসেরের নেতৃত্বে ৬০ থেকে ৭০ জন লোক এক্সক্যাভেটর চালক ও মাটি বহনকারী পিকআপ চালককে মারধর করে ও ভাঙচুর চালায়। এতে বাধা দিতে গেলে মুক্তার লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত তিনজন আহত হন। তাদের উদ্ধার করে শুরুতে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে হামলায় মুক্তার অনুসারী রুবেল হোসেনকে গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতেই নোয়াখালীর পুলিশ সুপার ও স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দেন মুক্তা।
এদিকে হামলার প্রতিবাদে বুধবার দুপুর ১টার দিকে নোয়াখালী প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনের আয়োজন করেন আবদুল করিম মুক্তা। তিনি বক্তব্য দেওয়ার সময় ৪০-৫০ জন যুবক এসে অতর্কিতে ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা করে। এ সময় উপস্থিত সাংবাদিকরা আত্মরক্ষায় প্রেস ক্লাবে ঢুকে পড়লে তাদের ওপরও ইটপাটকেল ছোড়া হয়। সংবাদ পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) ঘটনাস্থল পরিদর্শন করে।
এসব অভিযোগ অস্বীকার করে পৌর বিএনপির সভাপতি আবু নাসের বলেন, ‘এ ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে আবদুল করিম মুক্তা মিথ্যাচার করছেন। যতটুকু শুনেছি, মাটি ভরাটের কাজ নিয়ে হরিনারায়ণপুর মহল্লার ছেলেদের সঙ্গে ঝামেলা হয়েছে।’
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনও শুনেছেন, ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষ হয়েছে। এটি দলীয় কোনো ঘটনা নয় বলে মনে করেন তিনি।
নোয়াখালীর সুধারাম মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে বুধবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনকে কেন্দ্র করে সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায়ও লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ র স স ঘর ষ এ ঘটন
এছাড়াও পড়ুন:
ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!
ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন
গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।
এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে।
যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।
তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’