হাতুড়ি দিয়ে পিটিয়ে কৃষি শ্রমিককে হত্যা
Published: 23rd, January 2025 GMT
নওগাঁর আত্রাইয়ে ধান রোপণ নিয়ে বিরোধের জেরে পিটিয়ে গুরুতর আহত করা হয় কৃষি শ্রমিক আবু বক্কর সিদ্দিককে। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
নিহত আবু বক্কর সিদ্দিক উপজেলার পাঁচুপুর ইউনিয়নের মালিপুকুর গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি কৃষি শ্রমিক হিসেবে কাজ করেন। এ ঘটনায় তাঁর মা জমিলা বিবি বাদী হয়ে মঙ্গলবার রাতেই থানায় মামলা করেছেন।
মামলা থেকে জানা গেছে, আবু বক্কর সিদ্দিক কৃষি শ্রমিক হিসেবে মাঠে ধান রোপণের কাজ করতেন। একই গ্রামের সিরাজুল ইসলামও তাঁর সঙ্গে কাজ করতেন। গত সোমবার মাঠে ধান রোপণের সময় সিরাজুল ইসলাম অভিযোগ করেন, আবু বক্কর সিদ্দিক ঠিকমতো কাজ করছেন না। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা যে যার মতো বাড়ি চলে যান। সন্ধ্যায় আবু বক্কর চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় সিরাজুল এবং তাঁর শ্যালক ফরিদ উদ্দীন এসে আবার তাঁর সঙ্গে বিবাদে জড়ান। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তারা আবু বক্কর সিদ্দিককে হাতুড়ি দিয়ে বেধড়ক পেটান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় সেখানে মারা যান সিদ্দিক।
আবু বক্করের স্ত্রী বিউটি বিবি বলেন, ‘আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীর বিচার চাইছি।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন বলেন, এ ঘটনায় তিনজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। শিগগিরই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পঙ্গু হাসপাতালের কর্মচারীদের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের মারামারি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সঙ্গে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের (পঙ্গু হাসপাতাল) কর্মচারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে দুই পক্ষের মধ্যে মারামারির জেরে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন রোগীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ হাসপাতালে গিয়ে অবস্থান নিয়েছে। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান প্রথম আলোকে বলেন, দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।