ফরচুন বরিশালের ছুড়ে দেওয়া টার্গেটটা অবশ্য খুব একটা বড় ছিল না। ১৬৮। আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ নাঈমের ব্যাটে সেটা প্রায় ছুঁলে ফেলেছিল খুলনা টাইগার্স।

বিশেষ করে নাঈমের ব্যাটে। তিনি ৫৮ বলে ৪টি চার ও ৬ ছক্কায় ৭৭ রানের ইনিংস খেলে দলকে প্রায় জিতিয়ে ফেলেছিলেন। শেষ ওভারের চতুর্থ বলে তিনি আউট না হলে ম্যাচের ফল ঘুরে গেলেও যেতে পারতো। কিন্তু তার বিদায়ে সেটা আর সম্ভব হয়নি। ৬ উইকেট হারিয়ে খুলনা শেষ পর্যন্ত থামে ১৬০ রানে। আর বরিশাল ৭ রানের দুর্দান্ত এক জয়ে প্লে’অফে পা দিয়ে রাখল। খুলনা আরেকটু পিছিয়ে পড়লো। ৮ ম্যাচ থেকে বরিশালের সংগ্রহ ১২ পয়েন্ট। তারা আছে টেবিলের দ্বিতীয় স্থানে। সমান ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে খুলনা আছে পঞ্চম স্থানে।

নাঈম ৫৯ বলে ৪টি চার ও ৬ ছক্কায় সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেন। মিরাজ ২৯ বলে ৩ চার ও ২ ছক্কায় খেলেন ৩৩ রানের ইনিংস। আর আফিফ ১৭ বলে ২ ছক্কা ও ১ চারে করেন ২৭ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। তাতে জয়ও ছোঁয়া হয়নি খুলনার।

আরো পড়ুন:

তামিম-মালানের গোল্ডেন ডাক, বিপর্যয়ের পর লড়াকু পুঁজি বরিশালের

আমি ন্যাচারালি এভাবেই খেলি- ২৯ ছক্কার রহস্য নিয়ে তানজিদ

বল হাতে বরিশালের জাহানদাদ খান ৪ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মোহাম্মদ নবী, রিপন মন্ডল ও রিশাদ হোসেন।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল

এছাড়াও পড়ুন:

ভিনির বিরুদ্ধে ফিফার তদন্ত, দুই বছরের নিষেধাজ্ঞার শঙ্কা 

ব্রাজিলের এক প্রতিষ্ঠানের অভিযোগের প্রেক্ষিতে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়রের বিরুদ্ধে তদন্তে নেমেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। অভিযোগের সত্যতা মিললে দুই বছর পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন তরুণ ফুটবলার ভিনি।

সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, ভিনিসিয়াসের বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একাধিক পেশাদার ক্লাবের মালিকানার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তোলা হয়েছে। তিনি নাকি ব্রাজিল ও পর্তুগালের ক্লাবের মালিকানার সঙ্গে যুক্ত আছেন। পেশাদার ফুটবলার একাধিক ক্লাবের মালিকানা নিলে তা স্বার্থ দ্বন্দ্বের মধ্যে পড়ে। সেক্ষেত্রে বড় সাজা দেওয়ার এখতিয়ার রাখে ফিফা।

বিষয়টির বিস্তারিত জানিয়ে সংবাদ মাধ্যম উল্লেখ করেছে, ব্রাজিলিয়ান প্রতিষ্ঠান ‘টাইবেরিস হোল্ডিং দো ব্রাজিল’ গত ৭ এপ্রিল ফিফার ফুটবল বিষয়ক নৈতিক কমিটির কাছে ভিনিসিয়াসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে- ভিনিসিয়াস ব্রাজিলের ‘অ্যাথলেটিক ক্লাব দে সাও জোয়াও দেল রেই’ এবং পর্তুগালের ‘আলভের্কা’ ক্লাবের সঙ্গে যুক্ত আছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে- ভিনিসিয়াস তার বাবার প্রতিষ্ঠান ‘অল এজেন্সিয়ামেন্টো স্পোর্তিভো’র মাধ্যমে ক্লাবগুলো পরিচালনা করেন বা অর্থায়ন করেন। অর্থাৎ ক্লাবের সঙ্গে সরাসরি যুক্ত নাও থাকতে পারেন তিনি। তবে ফিফার নিয়মে বলা আছে- সরাসরি বা পরোক্ষভাবে একাধিক ক্লাবের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না কোন পেশাদার ফুটবলার।

বিষয়টি নিয়ে ফিফার বিধির ২০ ও ২২ নম্বর ধারায় বিস্তারিত বিবরণ দেওয়া আছে। ওই দুই ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। স্বার্থ দ্বন্দ্বের এই অভিযোগ প্রমাণিত হলে ভিনি সাজা পেতে পারেন বলে উল্লেখ করা হয়েছে। যা দুই বছর পর্যন্ত হতে পারে। মার্কা দাবি করেছে, ফিফা এরই মধ্যে তদন্ত শুরু করেছে।

ভিনির বিরুদ্ধে স্বার্থ দ্বন্দ্বের খবর দেওয়ার সঙ্গে স্প্যানিশ আউটলেট মার্কা আরও একটি খবর দিয়েছে। রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে সমঝোতা হয়ে গেছে ভিনির। ২০২৭ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি ছিল তার। ওই চুক্তি বাড়িয়ে ২০৩০ সালের জুন পর্যন্ত করা হচ্ছে। এতে করে আপাতত ভিনির প্রতি সৌদি ক্লাবের আগ্রহের খবরটি চাপা পড়ছে। তিনি ২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন। 

সম্পর্কিত নিবন্ধ