১৪৪ ধারার মধ্যেই বিএনপির দু’পক্ষে সংঘর্ষ, ওসিসহ আহত ২২
Published: 22nd, January 2025 GMT
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশ ও আনসার সদস্যসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। বুধবার প্রশাসনের জারি করা ১৪৪ ধারার মধ্যেই উপজেলার ইসমাইলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহদের মধ্যে রয়েছেন– শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দেহরক্ষী আনছার সদস্য সাইফুল ইসলাম, পথচারী মেহেদী, বিএনপির কর্মী আব্দুর রশিদ, আব্দুল মজিদ, আব্দুর রাজ্জাক, সবুর, মফিজুর, সোহাগ, সাইফুল, আব্দুল্লাহ ও হাবিবুর।
জানা গেছে, উপজেলা বিএনপির নতুন কমিটির নেতারা গতকাল সদরে শান্তি সমাবেশ আয়োজন করেন। এই খবরে দুপুরের দিক থেকে বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিতে থাকে। দু’পক্ষের উত্তেজনা ঘিরে সহিংসতার শঙ্কায় বিকেল পৌনে চারটায় শ্যামনগর সদর এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীরের নেতৃত্বে একটি মিছিল শ্যামনগর সদরে যাচ্ছিল। উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশেক-ই এলাহী মুন্নার বাড়ির সামনে মিছিল পৌঁছালে অজ্ঞাত স্থান থেকে একটি লাঠি ছুড়ে মারা হয়। সঙ্গে সঙ্গে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা ইট-পাটকেল ছুড়তে থাকে। পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে তাদের থামানো চেষ্টা চালান ইউএনও রনী খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত। একপর্যায়ে ওসিসহ অন্তত ২২ জন আহত হন।
সোলায়মান কবীরের অভিযোগ, গত ১৯ ও ২০ জানুয়ারি তার কর্মীদের ওপর হামলা হয়। এর প্রতিবাদে বুধবার সদরে আয়োজিত শান্তি সমাবেশ যাচ্ছিলেন তিনি ও তার নেতকর্মীরা। পথে আলিম, শাহআলম ও মফুসহ কিছু আওয়ামী লীগ কর্মীকে নিয়ে উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির নেতারা হামলা করে। এতে তাদের ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সবুর, মফিজুর, সোহাগ, সাইফুল, আব্দুল্লাহ ও হাবিবুরের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিমের উসকানিতে হামলা হয়েছে বলে অভিযোগ সোলায়মানের। তিনি বিএনপির শ্যামনগর সংসদীয় আসনের সাংগঠনিক টিমের প্রধান আব্দুল আলিমকে উপজেলা অবাঞ্চিত ঘোষণা করেছেন।
আশেক-এলাহী মুন্নার অভিযোগ, গতকাল বিকেলে শ্যামনগর সদরে ছাত্রদলের উদ্যোগে বিএনপির ৩১ দফা শীর্ষক সভা চলছিল। সভায় হামলার উদ্দেশ্যে লোকজন নিয়ে রওনা হন সোলায়মান। পথিমধ্যে জেলা বিএনপির আহ্বায়ক ইফতেখার আলীর নির্দেশে সোলায়মান, লিয়াকত আলী বাবু, সফিকুল ইসলাম দুলু ও আব্দুল ওহাবের নেতৃত্বে তার বাড়িতে হামলা হয়। এই হামলায় আওয়ামী লীগের সাদেকুর রহমানের সন্ত্রাসী বাহিনী ঢাল, রামদা, লাঠি, হকস্টিক ও ককটেল নিয়ে অংশ নেয়।
এ বিষয়ে উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, সংঘর্ষের ঘটনার তদন্তপূর্বক প্রতিকার দাবি করছি।
ওসি হুমায়ুন কবীর বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে আমি আহত হয়েছি। এ ছাড়া দু’পক্ষের কয়েকজন আহত হয়েছে। রাত আটটা পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।
ইউএনও রনী খাতুন জানান, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা বহাল থাকবে। আহত আনসার সদস্যকে হাসপাতালে নেওয়া হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ স ঘর ষ শ য মনগর ব ল প ত কম ট র ব এনপ র র সদস য স ঘর ষ র সদর উপজ ল
এছাড়াও পড়ুন:
প্রতিবন্ধী নারীর অনন্য পাঠশালা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের বন্যাবাড়ি গ্রাম। এ গ্রামে এক সাহসী নারীর হাত ধরে গড়ে উঠেছে অসাধারণ এক পাঠশালা। শারীরিক প্রতিবন্ধী হয়েও দারিদ্র্য, প্রতিবন্ধকতা আর সামাজিক সীমাবদ্ধতা জয় করে শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন জয়ন্তী রায়।
৪০ বছর বয়সী জয়ন্তীর জীবন কখনও সহজ ছিল না। তিনি কুঁজো, সোজা হয়ে চলতে পারেন না। ঝুঁকে চলতে হয়। এই প্রতিবন্ধকতার কাছে কখনও তিনি মাথা নিচু করেননি। এসএসসি পাস করেও অর্থাভাবে কলেজে যেতে পারেননি। কৃষক হরিচাঁন রায়কে বিয়ে করে আরও কঠিন এক সংসার জীবন শুরু হয়। একমাত্র সন্তানকে নিয়ে টানাপোড়েনের সংসারে এক দিন সিদ্ধান্ত নেন– শুধু নিজের জীবনের উন্নতি নয়, এলাকার শিশুদেরও পড়াতে হবে।
বাড়ির উঠানের এক গাছতলায় মাত্র ১০ জন শিশুকে নিয়ে শুরু হয় তাঁর পাঠশালা। শিশুপ্রতি মাসে ৩০০ টাকা করে নিলেও অনেকেই দিতে পারত ৫০ বা ১০০ টাকা। কিন্তু অর্থ নয়, জয়ন্তীর মূল লক্ষ্য ছিল শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। ঝড়-বৃষ্টি এলে গাছতলার পাঠশালা সরিয়ে নেওয়া হতো পাশের মন্দিরে।
২০২৪ সালের শুরুর দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হক বন্যাবাড়ি গ্রামে একটি রাস্তার কাজ পরিদর্শনে গিয়ে দেখে ফেলেন এই অনন্য পাঠশালা। এর পর থেকেই বদলে যেতে থাকে দৃশ্যপট। ইউএনও জয়ন্তীকে বলেন, অভিভাবকদের কাছ থেকে আর কোনো টাকা নিতে হবে না। উপজেলা অফিস থেকে তাঁর সম্মানী দেওয়া হবে।
২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর প্রতি মাসে ৩ হাজার টাকা করে পেয়েছেন জয়ন্তী। ২০২৫ সালের জানুয়ারি থেকে তাঁর পাঠশালাকে অন্তর্ভুক্ত করা হয়েছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে। এখন জয়ন্তী প্রতি মাসে পাচ্ছেন ৫ হাজার টাকা সরকারি বেতন। পাশাপাশি ইউএনওর উদ্যোগে টিআর প্রকল্পের
আওতায় ১ লাখ ১৪ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে একটি টিনশেড পাঠশালা। লাগানো হয়েছে তিনটি বৈদ্যুতিক পাখাও। জয়ন্তীর বিদ্যালয়ে এখন ৩০ জন শিশু পড়াশোনা করছে।
স্থানীয়রা জানান, এক সময় রোদ-বৃষ্টি মাথায় নিয়ে শিশুদের পাঠ নিতে হতো। এখন সুন্দর ঘরে বিনামূল্যে চলছে পাঠদান।
অভিভাবক শিউলী বিশ্বাস ও সবিতা রায় বলেন, জয়ন্তীর পাঠশালায় তাদের ছেলেমেয়েরা অনেক ভালোভাবে পড়াশোনা করছে। আগে যা কল্পনাও করতে পারেননি তারা। দারিদ্র্যের কারণে তারা অনেকেই শিশুদের পড়ানোর জন্য জয়ন্তীকে টাকা দিতে পারতেন না। ইউএনওর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, তিনি পাঠশালার
জন্য একটি ঘর ও জয়ন্তীর পারিশ্রমিকের ব্যবস্থা করে দিয়েছেন। এখন বিনা বেতনে এ পাঠশালায় তাদের ছেলেমেয়েরা
পড়াশোনা করছে।
নিজেই এক সময় আলো থেকে দূরে সরে পড়া জয়ন্তী এখন অন্যদের জন্য বাতিঘর হয়ে উঠেছেন। তিনি বলেন, ‘কোনোদিন ভাবিনি আমার মতো একজন প্রতিবন্ধী নারীও এভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে। ইউএনও স্যারের প্রতি কৃতজ্ঞ, যিনি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন। যতদিন বাঁচি, ততদিন শিশুদের শিক্ষা দিয়ে যাব।’
টুঙ্গিপাড়ার ইউএনও মঈনুল হক বলেন, এটি একটি অনন্য পাঠশালা। জয়ন্তী যা করেছেন, তা এ সমাজের জন্য দৃষ্টান্ত। এ পাঠশালার শিশুদের জন্য একটি টিনশেড ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। গ্রীষ্মের গরমে শিশুদের কষ্টের কথা ভেবে প্রশাসন থেকে তিনটি পাখার ব্যবস্থাও করা হয়েছে। জনকল্যাণে উপজেলা প্রশাসন এমন কাজ চালিয়ে যাবে বলে জানান তিনি।