আতায়ে রাসুল সুলতানুল হিন্দ হযরত খাজা গরিবে নেওয়াজ শেখ মঈন উদ্দিন চিশতি (রঃ) এর ২৫তম পবিত্র ওরশ মোবারক উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (২২শে জানুয়ারি) বাদ জোহর নগরীর গলাচিপা রেললাইন সংলগ্ন এলাকায় মো. রাজা হোসেন ও বন্ধু মহলের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

এসময় মো. ফরিদ আহমেদ রিপনের সভাপতিত্বে ও মো.

সেন্টুর সঞ্চালনায়   দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে  উপস্হিত ছিলেন  গলাচিপা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন ভূইয়া ,  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনন্দধাম সামাজিক সংগঠনের পরিচালক মো. আল- আমিন, গলাচিপা মসজিদর মোয়াজ্জেম মো. শাকিল। 

এসময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, হযরত খাজা মঈন উদ্দিন চিশতি( রঃ) ছিলেন  আল্লাহর অলি,  উনি এই উপমহাদেশে আল্লাহর দিন কে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামের দাওয়াত ঘড়ে ঘড়ে পৌঁছে দিয়েছিলেন এবং রাসুলুল্লাহ( সাঃ)এর আদর্শ ও সুন্নাহ কে মেনে চলার জন্য মানবজাতিকে পথ দেখাতেন। উনারা সবকিছুর উর্দ্ধে থেকে আল্লাহর পাকের হুকুমগুলো মেনে চলতে মানুষ কে ইসলামের ছায়াতলে আসার আহবান জানিয়েছেন।

তিনি বলেন আমাদের এলাকায় উনাকে স্মরণ করে প্রতিবছরই  রাজা হোসেন ও তার বন্ধু মহল এবং এলাকাবাসীর উদ্দ্যেগে এ আয়োজন করে থাকে বিধায় আমাদের এই দোয়া মাহফিলে আসার সুযোগ হয়। তাদের জ্য ও এলাকার সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করার আহ্বান জানান। এর পর দেশ ও জাতির কল্ল্যান এবং স্হানীয় মুরুব্বি যারা চলে গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা মুস্তিকী।  

এছাড়াও আরও উপস্হিত ছিলেন মো. শাহিন আহমেদ,  আরিফ হোসেন, মো. গোলাম হোসেন, মো. সেন্টু, মো. আনোয়ার হোসেন,মোঃ পারভেজ, মো. পলাশ, মো. নিলয়, মো. সুমন, মো. আলিফ হোসেন, মো. ভুট্টো মিয়া, মো. জাহাঙ্গীর, মো. মাসুদ, মো. সম্রাট হোসেন সহ প্রমূখ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

বৃষ্টির সম্ভাবনা নেই, তীব্র গরমের আভাস রাজধানীতে

রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলে আজও তীব্র গরম অনুভূত হতে পারে। আজকের দিনটিতেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আবহাওয়া থাকবে একেবারে শুষ্ক। ফলে গরমের তীব্রতা থেকে রাজধানীবাসীর স্বস্তি মিলবে না।

শনিবার সকালে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ থাকবে পরিষ্কার। এসময় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। এসময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সর্বনিম্ন ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্য উঠবে ভোর ৫টা ২৭ মিনিটে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো ধরনের বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলেও জানানো হয়েছে। 

অন্যদিকে, শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে রাজশাহী বিভাগসহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • এমডব্লিউ বাংলাদেশের উদ্যোগে মায়া বেঙ্গল ইন মোশন : টাইমলেস টেগোর
  • ফরিদপুরে বাবার গাড়ির নিচে চাপা পড়ে সন্তানের মৃত্যু
  • বর্ণিল আয়োজনে রাইজিংবিডির যুগপূর্তি উদযাপন
  • কুমিল্লায় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া, গ্রেপ্তার ৫
  • ৩শ’ শয্যা হাসপাতালের রোগীদের সেবায় জেলা প্রশাসনের হুইল চেয়ার বিতরণ
  • বৃষ্টির সম্ভাবনা নেই, তীব্র গরমের আভাস রাজধানীতে
  • সোনারগাঁয়ে কারুপণ্যের বৈশাখী মেলা
  • নারী আন্দোলনকে সামাজিক শক্তি হিসেবে গড়ে তুলতে হবে
  • সংবিধান অর্থবহ করতে বিচার আরও সহজলভ্য হতে হবে: প্রধান বিচারপতি
  • সংবিধান অর্থবহ করতে বিচার আরও সহজলভ্য করতে হবে: প্রধান বিচারপতি