ঢাবি শাখা শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
Published: 22nd, January 2025 GMT
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারী) শাখা সভাপতি এসএম ফরহাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নবগঠিত সম্পাদক পরিষদের তালিকা প্রকাশ করা হয়।
এর আগে, গত ২ জানুয়ারি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের উপস্থিতিতে শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যদের উপস্থিতিতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে এসএম ফরহাদ শাখা সভাপতি নির্বাচিত হন। এছাড়া সদস্যদের পরামর্শের ভিত্তিতে মহিউদ্দিন খান ও কাজী আশিক যথাক্রমে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মনোনীত হন।
ঢাবি শাখা কমিটিতে আছেন, অফিস সম্পাদক মো.
এছাড়াও শিক্ষা সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল-আমিন, সাহিত্য ও স্পোর্টস সম্পাদক মো. মিফতাহুল হোসাইন আল মারুফ, দাওয়াহ সম্পাদক হামিদুর রশিদ জামিল, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক ছৈয়দ তানবীর হাসান জাহিন, আইন ও মানবাধিকার সম্পাদক মো. শরীফুল ইসলাম মুয়াজ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদের নাম ঘোষণা করা হয়েছে।
ঢাকা/ফাহিম/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ল ইসল ম সদস য
এছাড়াও পড়ুন:
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন চবি অধ্যাপক
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফাইন্যান্স বিভাগের অধ্যাপক এসএম নছরুল কদির।
মঙ্গলবার (২২ এপ্রিল) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১) সিনিয়র সহকারী সচিব এএসএম কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১(১) অনুযায়ী চবির ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এসএম নছরুল কাদিরকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আরো পড়ুন:
মহাসড়ক অবরোধ করে অপহৃত চবি শিক্ষার্থীদের মুক্তি দাবি
অনশনে অসুস্থ চবির ২ শিক্ষার্থী
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তিনি বিশ্ববিদ্যালয় নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন এবং আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও আচার্য যেকোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।
চলতি বছরের ১৩ জানুয়ারি চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য এবং কোষাধ্যক্ষ পদ পূরণের জন্য মোট নয়জনের নাম প্রস্তাব করে মন্ত্রণালয়ে চিঠি পাঠায় চসিক।
গত ৫ আগস্ট সরকার পতনের পর শিক্ষার্থীর আন্দোলনের মুখে গত ৬ ডিসেম্বর উপাচার্য অনুপম সেনের পদত্যাগের পর থেকেই গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য ছিল।
ঢাকা/মিজান/মেহেদী