কিশোরগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫
Published: 22nd, January 2025 GMT
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উপজেলা যুবদলের সদস্য সচিবসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের কালীপুর চরে সংঘর্ষ হয়।
এ ঘটনায় আজ সন্ধ্যায় অষ্টগ্রাম থানায় আহতের এক স্বজন অভিযোগ দায়ের করেন। পুলিশ এ ঘটনায় জড়িত তিন জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাউসারুল আলমের পরিবার কালীপুর চরের প্রায় চার একর জমি লিজ নিয়ে ৪০ বছর ভোগদখল করে আসছেন। সম্প্রতি এ জমি জোর করে দখলে নেওয়ার চেষ্টা করেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সাঈদ আহমেদ ও তার লোকজন। আজ সকালে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সালিশ হওয়ার কথা ছিল। সালিশে কাউসারুল আলমের পক্ষ হাজির হলেও সাঈদের লোকজন চলে যায় জমি দখল করতে। এতে কাউসারুল আলম পক্ষের লোকজন বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উপজেলা যুবদলের সদস্য সচিব আলী রহমানসহ উভয়পক্ষে অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরো পড়ুন:
সিলেটে তুচ্ছ ঘটনায় দু’ গ্রামের মধ্যে সংঘর্ষ
বাসাইলে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৫
তিনি আরো জানান, এ ঘটনায় আহতের স্বজনের অভিযোগ পেয়েছেন। তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।
ঢাকা/রুমন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ স ঘর ষ উপজ ল ঘটন য়
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরীক্ষা শেষে ফেরার পথে ট্রলার থেকে শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে জয় আহমেদ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন এলাকায় ঘাটে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঢাকা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল প্রায় ৬ ঘন্টা চেষ্টা করেও ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি ।
নিখোজ, জয় আহমেদ চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৬ নং ওয়ার্ডের বাস চালক মারুফ মিয়ার ছেলে। সে এবছর পিআরডি হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিল।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের পিআরডি হাইস্কুলের ৩৮ জন এসএসসি পরীক্ষার্থী সরকারী মুড়াপাড়া পাইলট স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে শিক্ষকদের সাথে একটি ট্রলার যোগে বাড়ী ফিরছিল।
ট্রলারটি চনপাড়াপূর্নবাসন কেন্দ্র এলাকার কাছাকাছি আসলে শিক্ষকদের নিষেধ করা সত্ত্বেও এসএসসি পরীক্ষার্থী জয় আহমেদ, ইফাজ, আসিফ, পরশ, ইসমাইল, তানভীর, আব্দুর রহমান ও রাকিব গোসল করতে নদীতে ঝাপ দেয়। এদের মধ্যে জয় আহমেদ ছাড়া বাকি সবাই তীরে উঠতে সক্ষম হয়।
এর পর থেকে নিখোঁজ জয় আহমেদ। বহু খোজাখুজির পর জয়কে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবন দেন পুলিশ। ঢাকা সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি ডুবুরি দল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারেনি নিখোজ জয়ের মরদেহ। সন্ধ্যার দিকে উদ্ধার অভিযান স্থগিত করেন ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার সকাল থেকে ফের উদ্ধারে নামে বলে জানায় ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের অধিনায়ক হুমায়ুন কবির।