মোহাম্মদ সালাহ রীতিমতো উড়ছেন। আর উড়তে উড়তে সাফল্যের পাখায় নতুন নতুন রেকর্ডও যুক্ত করে নিচ্ছেন। এই যেমন মঙ্গলবার দিবাগত রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লিলের বিপক্ষে গোল করে লিভারপুলকে জেতান ২-১ ব্যবধানে। আর এই গোলের মাধ্যমে স্পেশাল সালাহ ছুঁয়ে ফেলেন অন্যরকম একটি ফিফটি।
এটা ছিল লিভারপুলের জার্সি গায়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় তার ৫০তম গোল। তার আগে লিভারপুরের ইতিহাসে আর কেউ ইউরোপিয়ান প্রতিযোগিতায় ৫০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারেননি। সাবেক তারকা স্টিভেন জেরার্ড করেছিলেন সর্বোচ্চ ৪১ গোল।
৫০ গোলের মধ্যে সালাহ চ্যাম্পিয়নস লিগে করেছেন ৭৩ ম্যাচে ৪৫ গোল। তার মধ্যে ৩১ ম্যাচে ২০টিই করেছেন ঘরের মাঠে। এছাড়া অ্যানফিল্ডে ১৭টি গোলে করেছেন অ্যাসিস্টও। বাকি ৫ গোল করেছেন ইউরোপা লিগে। ৫০ গোল নিয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সালাহ আছেন নবম স্থানে।
আরো পড়ুন:
পিএসজিতে যাবেন সালাহ!
লিভারপুল ছাড়ার ইঙ্গিত দিলেন সালাহ
মাইলফলক ছুঁয়ে সালাহ বলেছেন, ‘‘আশা করছি ৫০ গোলের মাইলফলক ছোঁয়ার ক্ষেত্রে আমিই লিভারপুলের সবশেষ জন হব না। তবে এটা এমন একটা বিষয় যেটাতে আমি খুবই খুশি এবং গর্বিত। বিশেষ করে ম্যাচটি আমরা জিতেছি তাই। ম্যাচ জেতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’’
‘‘আমি আসলে ম্যাচের আগে এই বিষয়টি নিয়ে ভাবিনি। লিলের অনেক ভালো গেম প্লান নিয়ে মাঠে নামে। তারা সবশেষ ২১ ম্যাচ ধরে অপরাজিত। সুতরাং তারা অনেক কঠিন প্রতিপক্ষ। আমি খুশি যে তাদের বিপক্ষে জিততে পেরেছি।’’ যোগ করেন সালাহ।
দারুণ ফর্মে থাকা সালাহ মৌসুম শেষে লিভারপুলে থাকবেন কিনা সেটা এখনও নিশ্চিত নন, ‘‘আমি আসলে এই বিষয়ে নিশ্চিত নই। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো।
তবে এই মৌসুমে সালাহর দুর্দান্ত পারফরম্যান্স লিভারপুলের কর্মকর্তাদের ওপর চাপ তৈরি করছে তাকে আরও এক মৌসুম রেখে দিতে। তার সঙ্গে চুক্তি নবায়ন করতে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র কর ড ৫০ গ ল কর ছ ন ইউর প
এছাড়াও পড়ুন:
রিয়াল মাদ্রিদের ১০ হাজার গোল: কবে, কীভাবে, কোথায়
রিয়াল মাদ্রিদ-সোসিয়েদাদ কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল কোনটি? কোনো দ্বিধা ছাড়াই সবাই বলবেন ১১৫তম মিনিটে অ্যান্টনিও রুডিগারের গোলের কথা। যে গোলে ম্যাচ জিতে কোপা দেল রের ফাইনালে উঠেছে রিয়াল। তবে মঙ্গলবার রাতের ম্যাচটিতে রিয়ালের তৃতীয় গোলটি করে আজীবনের জন্য বিশেষ এক তালিকায় নাম লিখিয়ে নিয়েছেন অরেলিয়েঁ চুয়ামেনি।১০০০০
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৮৫তম মিনিটে করা অরেলিয়েঁ চুয়ামেনির গোলটি রিয়াল মাদ্রিদের ১০ হাজারতম অফিশিয়াল গোল।
১২৩রিয়াল মাদ্রিদ ইতিহাসের প্রথম গোলটি করেছিলেন আইরিশ ফুটবলার আর্থার জনসন। করোনেশন কাপে বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের সেই ম্যাচটি ছিল ১৯০২ সালের ১৩ মে। প্রায় সোয়া শ বছর পর ১০ হাজারতম গোলের দেখা পেল মাদ্রিদের ক্লাবটি।
লিগেই অর্ধেকের বেশিরিয়াল মাদ্রিদের ১০ হাজার গোলের মধ্যে অর্ধেকের বেশি ৬৫৪৫টিই এসেছে স্পেনের শীর্ষ ফুটবল লিগ লা লিগায়।
২রিয়ালের হাজারতম গোলের মাইলফলক ছোঁয়া খেলোয়াড় ১০ জন। এর মধ্যে অরেলিয়েঁ চুয়ামেনি দ্বিতীয় ফরাসি। আগেরজন করিম বেনজেমা, যিনি ২০১০ সালে রিয়ালের ৮ হাজারতম গোলটি করেছিলেন।
হাজারের বেশিশীর্ষ লিগ ছাড়াও ন্যূনতম ১ হাজার গোল হয়েছে আরও দুটি প্রতিযোগিতায়। এর মধ্যে স্প্যানিশ কাপ প্রতিযোগিতায় ১৪১৭টি, ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগে ১১০৩টি।
মাইলফলকে কে, কবে, কখন