মোহাম্মদ সালাহ রীতিমতো উড়ছেন। আর উড়তে উড়তে সাফল্যের পাখায় নতুন নতুন রেকর্ডও যুক্ত করে নিচ্ছেন। এই যেমন মঙ্গলবার দিবাগত রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লিলের বিপক্ষে গোল করে লিভারপুলকে জেতান ২-১ ব্যবধানে। আর এই গোলের মাধ্যমে স্পেশাল সালাহ ছুঁয়ে ফেলেন অন্যরকম একটি ফিফটি।

এটা ছিল লিভারপুলের জার্সি গায়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় তার ৫০তম গোল। তার আগে লিভারপুরের ইতিহাসে আর কেউ ইউরোপিয়ান প্রতিযোগিতায় ৫০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারেননি। সাবেক তারকা স্টিভেন জেরার্ড করেছিলেন সর্বোচ্চ ৪১ গোল।

৫০ গোলের মধ্যে সালাহ চ্যাম্পিয়নস লিগে করেছেন ৭৩ ম্যাচে ৪৫ গোল। তার মধ্যে ৩১ ম্যাচে ২০টিই করেছেন ঘরের মাঠে। এছাড়া অ্যানফিল্ডে ১৭টি গোলে করেছেন অ্যাসিস্টও। বাকি ৫ গোল করেছেন ইউরোপা লিগে। ৫০ গোল নিয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সালাহ আছেন নবম স্থানে।

আরো পড়ুন:

পিএসজিতে যাবেন সালাহ!

লিভারপুল ছাড়ার ইঙ্গিত দিলেন সালাহ

মাইলফলক ছুঁয়ে সালাহ বলেছেন, ‘‘আশা করছি ৫০ গোলের মাইলফলক ছোঁয়ার ক্ষেত্রে আমিই লিভারপুলের সবশেষ জন হব না। তবে এটা এমন একটা বিষয় যেটাতে আমি খুবই খুশি এবং গর্বিত। বিশেষ করে ম্যাচটি আমরা জিতেছি তাই। ম্যাচ জেতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’’

‘‘আমি আসলে ম্যাচের আগে এই বিষয়টি নিয়ে ভাবিনি। লিলের অনেক ভালো গেম প্লান নিয়ে মাঠে নামে। তারা সবশেষ ২১ ম্যাচ ধরে অপরাজিত। সুতরাং তারা অনেক কঠিন প্রতিপক্ষ। আমি খুশি যে তাদের বিপক্ষে জিততে পেরেছি।’’ যোগ করেন সালাহ।

দারুণ ফর্মে থাকা সালাহ মৌসুম শেষে লিভারপুলে থাকবেন কিনা সেটা এখনও নিশ্চিত নন, ‘‘আমি আসলে এই বিষয়ে নিশ্চিত নই। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো।

তবে এই মৌসুমে সালাহর দুর্দান্ত পারফরম্যান্স লিভারপুলের কর্মকর্তাদের ওপর চাপ তৈরি করছে তাকে আরও এক মৌসুম রেখে দিতে। তার সঙ্গে চুক্তি নবায়ন করতে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র কর ড ৫০ গ ল কর ছ ন ইউর প

এছাড়াও পড়ুন:

তিনশ'র দ্বারপ্রান্তে বিরাট কোহলি

আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ৩০০তম ওয়ানডে খেলতে নামবেন তিনি। এর মধ্য দিয়ে ভারতের সপ্তম ক্রিকেটার হিসেবে এই অর্জন স্পর্শ করবেন কোহলি।

ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড শচীন টেন্ডুলকারের, যার নামের পাশে রয়েছে ৪৬৩ ম্যাচ। দ্বিতীয় স্থানে থাকা মহেন্দ্র সিং ধোনি খেলেছেন ৩৪৭টি ওয়ানডে, রাহুল দ্রাবিড় ৩৪০টি, মোহাম্মদ আজহারউদ্দিন ৩৩৪টি, সৌরভ গাঙ্গুলী ৩০৮টি এবং যুবরাজ সিং ৩০১টি ম্যাচ খেলেছেন।

কোহলির বিশেষ এই ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত থাকবেন তার স্ত্রী, বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা এবং তার ভাই বিকাশ কোহলি।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে ভারত ও নিউজিল্যান্ড। আজকের ম্যাচের জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠবে। তবে ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ কোহলির এই মাইলফলক ছোঁয়া। পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচেই অপরাজিত সেঞ্চুরি করেছিলেন কোহলি, যেখানে তিনি ওয়ানডেতে ১৪ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন। সবচেয়ে কম ইনিংসে এই কৃতিত্ব অর্জন করে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন তিনি।

ভারতের বর্তমান দলে কোহলির পর ওয়ানডেতে ৩০০ ম্যাচ খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি অধিনায়ক রোহিত শর্মার। তিনি এখন পর্যন্ত ২৭০টি ওয়ানডে খেলেছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • তিনশ'র দ্বারপ্রান্তে বিরাট কোহলি