দুর্ঘটনা প্রতিরোধে বন্দরে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন
Published: 22nd, January 2025 GMT
বন্দরে মদনপুর-মদনগঞ্জ সড়কে দুর্ঘটনা প্রতিরোধে, ট্রাফিক পয়েন্ট ও সিসি ক্যামেরা স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ও এলাকাবাসী। বুধবার (২২ জানুয়ারী) সকাল ১০টায় বন্দর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র নেতা সাকিল হোসেনের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেন সড়ক র্দূঘটনায় নিহত অটো চালক আসাদ মিয়ার পরিবারসহ স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন,বৈষম্যবিরোধী ছাত্রনেতা রিফাত হোসেন অন্তু, হৃদয় ভূঁইয়া, শিথিল ভূঁইয়া, সিফাত, হোসাইন, আমিনুল সিফাত, রিফাত হোসেন ও হোসাইন সহ নিহত আসাদ মিয়ার স্ত্রী ও পূত্র। আগামি ৭ দিনের মধ্যে প্রশাসন সড়কের শৃঙ্খলা ফিরে না আনলে সড়ক অবরোধের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী আন্দোলনকারি শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্যে বক্তরা বলেন, মদনপুর-মদনগঞ্জ সড়কে দুর্ঘটনায় নিহত আসাদ মিয়ার পরিবার সহ সকল নিহত পরিবারকে সরকারিভাবে পুনবাসন সহ সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানায়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও স্থানীয় জনগণ। আজ রোববার দুপুর ১২টার দিকে শহরের ভায়না মোড়ে ঢাকা যশোর মহাসড়ক অবরোধ করে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, ‘আমরা জানতে পেরেছি, মাগুরাসহ নতুন ছয়টি মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে। মাগুরা মেডিকেল কলেজ অস্থায়ী ক্যাম্পাস প্রায় স্বয়ংসম্পূর্ণ। একটি মেডিকেল কলেজে যেসব স্থাপনা ও সুযোগ-সুবিধা থাকার কথা, তার প্রায় শতভাগ এখানে রয়েছে। তাই মাগুরার জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে অবিলম্বে মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে হবে।’
মাগুরা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী প্রিয়া ধর বলেন, ‘আমাদের মাগুরা মেডিকেল কলেজে বড় মেডিকেল কলেজগুলোর মতো প্রায় সব সুবিধা থাকার পরও শুধু স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে এটি বন্ধের অনেক অপচেষ্টা চলছে। যে কারণে আমাদের প্রতিষ্ঠান রক্ষা করতে এবং মাগুরার মানুষের জনস্বার্থে এখানে আমরা আজ অবরোধ করেছি, যাতে এই মেডিকেল কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হয়।’
মানববন্ধনের কারণে প্রায় আধা ঘণ্টা ঢাকা-যশোর ও ঢাকা-ঝিনাইদহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে অংশ নেওয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান খান বলেন, ‘মেডিকেল কলেজ মাগুরার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। এটা কোনোভাবেই বন্ধ হতে দেওয়া যাবে না। প্রয়োজনে সামনে আরও কঠোর আন্দোলন করা হবে।’
জানতে চাইলে মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘আমাদের মেডিকেল কলেজ বন্ধ করা হবে, এমন আনুষ্ঠানিক চিঠি বা নির্দেশনা দেওয়া হয়নি। নতুন মেডিকেল কলেজগুলো নিয়ে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নানা বক্তব্যে হয়তো শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। শুনেছি, শিক্ষার্থীরা সেই উদ্বেগের জায়গা থেকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মিলে মানববন্ধনের আয়োজন করেছে।’