ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) ডেপুটি রেজিস্ট্রার রাশিদা আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার এ মামলা করা হয়। দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম সমকালকে এ তথ্য নিশ্চিত করছেন।

তিনি বলেন, বিএনএমসির ডেপুটি রেজিস্ট্রার রাশিদা বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম ও অসদাচরণের বেশকিছু অভিযোগ প্রাথমিক অনুসন্ধান করে দুদক। অনুসন্ধানে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলা করা হয়েছে।

২০২৩ বছর ২৩ নভেম্বর ‘ভুয়া বিল বানিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে সমকাল। এরপর নড়েচড়ে বসে প্রশাসন। তার কয়েকদিন পর দুদকে ডেপুটি রেজিস্ট্রার রাশিদা আক্তারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। 

মামলার এজাহারে বলা হয়েছে, ডেপুটি রেজিস্ট্রার রাশিদা আক্তার ভুয়া সিল বানিয়ে কাউন্সিলের ব্যাংক হিসাব থেকে টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন। বাংলাদেশ নাসিং কাউন্সিলের বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও ভুয়া মামলা দেখিয়ে মামলা পরিচালনা ব্যয় বাবদ টাকা আত্মসাৎ করেছেন রাশেদা। রেকর্ডপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, মামলাটি সঙ্গে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের কোনো সম্পৃক্ততা নেই। রাশিদা সুপ্রিম কোর্ট আইনজীবী ড.

কামাল উদ্দীন ভূইয়ার নামের প্যাড তৈরি করে বিল প্রস্তুত করেন। এই আইনজীবীর সই জাল করে ৬ লাখ ৮৫ হাজার টাকার বিল দাখিল করেন। তবে ড. কামাল উদ্দীন ভূইয়া নামে কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

 জেলা আইনজীবী ফোরামের নতুন কমিটিকে মহানগর বিএনপির শুভেচ্ছা

বিএনপি পন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার নব ঘোষিত আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

সংগঠনের আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান। সেই সাথে কমিটির সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।

বিবৃতিতে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ, গত বৃহস্পতিবার (২৭ মার্চ) অ্যাডভোকেট জাকির হোসেনকে আহবায়ক এবং এডভোকেট কাজী আব্দুল গাফফারকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৮ সদস্যের এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন এবং মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। 

কমিটির বাকিরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বেনজির আহমেদ, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জহিরুল হক, এডভোকেট মেহেবুব আরেফিন শিমু, এডভোকেট কায়সার আলম চৌধুরী টুটুল, অ্যাডভোকেট আসমা হেলেন বিথি ও এডভোকেট শামসুন্নুর বাঁধন।

৮ সদস্যের এই আহবায়ক কমিটিকে সম্মেলনের মাধ্যমে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে এবং এই কমিটি সর্বোচ্চ ৩১ সদস্যের মধ্যে সীমাবদ্ধ রাখারও নির্দেশনা দেয়া হয়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ‘ম্যারাডোনা ব্র্যান্ড’ নিয়ে ফুফুদের বিরুদ্ধে মামলা করবেন তাঁর মেয়েরা
  • পশ্চিমবঙ্গে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায়ে বেকায়দায় মমতা
  • তথ্য না পাঠানোর অভিযোগ টিউলিপের, নাকচ দুদকের
  •  জেলা আইনজীবী ফোরামের নতুন কমিটিকে মহানগর বিএনপির শুভেচ্ছা
  • দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক
  • দুর্নীতির অভিযোগের জবাব দিতে আমার আইনজীবীরা প্রস্তুত: টিউলিপ সিদ্দিক