ছাত্র আন্দোলন ফতুল্লা থানা শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ
Published: 22nd, January 2025 GMT
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা ও শপথ গ্রহণ অধিবেশন সকাল ৮টায় আইএবি মিলনায়তন, পঞ্চবটিতে অনুষ্ঠিত হয়েছে।
অধিবেশনটি সংগঠনের ফতুল্লা থানা শাখার সভাড়ড়ড়ড়পতি সাইদুল ইসলাম সিয়ামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিরাজ মোর্শেদের সঞ্চালনায় সম্পন্ন হয়।r
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাইদুল ইসলাম সিয়াম বলেন, "ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ১৯৯১ সালের ২৩শে আগস্ট। এটি প্রতিষ্ঠা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা আমীর মাওলানা সৈয়দ ফজলুল করীম (পীর সাহেব চরমোনাই রহ.
অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৪ সেশনের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীলরা হলেন: সভাপতি সাইদুল ইসলাম সিয়াম, সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মিরাজ মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক তাশফি মাহমুদ সিয়াম, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ্ আল ইমরান, দাওয়াহ্ সম্পাদক রায়হান ইসলাম রানা, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক রায়হান সাগর, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ আশিক, অর্থ ও কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম, কওমী মাদ্রাসা সম্পাদক আওলাদ হোসাইন, আলিয়া মাদ্রাসা সম্পাদক মাহমুদুল হাসান সরকার, কলেজ সম্পাদক সাদমান হোসাইন, স্কুল সম্পাদক আবু হানিফ সিকদার, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক ওলিউল্লাহ্ এবং কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ নিশাদ।
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটি ফতুল্লা থানায় সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ প র ণ ঙ গ কম ট র স গঠন র ল ইসল ম
এছাড়াও পড়ুন:
ডুয়েটে ছাত্রদলের কমিটি ঘোষণার পর সভাপতিসহ ১৫ নেতার পদত্যাগ
গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে সভাপতি, সহসভাপতি, সিনিয়র যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ১৫ জন নেতা পদত্যাগ করেছেন।
পদত্যাগী নেতাদের অভিযোগ, নতুন কমিটিতে বিবাহিত, অছাত্র, ছাত্রলীগকে স্থান দেওয়া, অনুপ্রবেশকারী এবং শিবিরের নেতৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে।
গতকাল শনিবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি অনুমোদন দেন।
এতে আশরাফুল হককে সভাপতি, রুকন আলীকে সিনিয়র সহসভাপতি, জামিরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং আক্তার হোসেন সিকদারকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যের কমিটি অনুমোদন ঘোষণা করা হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়। কমিটি প্রকাশ হওয়ার পর রাতেই ওই কমিটির সভাপতি, কয়েকজন সহসভাপতি, সিনিয়র যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ১৫ জন নেতা পদত্যাগ করেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো পদত্যাগপত্রে তাঁরা উল্লেখ করেছেন, ডুয়েটের নবগঠিত কমিটিতে শিবিরের স্বার্থ প্রতিষ্ঠা করা হয়েছে। শিবিরের অনুপ্রবেশকারীকে পদায়ন করায় ডুয়েট ছাত্রদলের নেতা–কর্মীদের ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করা সম্ভব নয়। কমিটিতে শিবিরের সংশ্লিষ্টতার প্রমাণ দিলেও কেন্দ্রীয় নেতৃত্ব তা আমলে নেয়নি। তা ছাড়া গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানালেও তা মানা হয়নি। পদত্যাগ করা ছাত্রদল নেতারা অভিযোগ তদন্ত করার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে অনুরোধ জানিয়েছেন।
নবগঠিত কমিটির সভাপতি আশরাফুল হক তিনিসহ ১৫ জনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নবগঠিত কমিটিতে শিবিরের স্বার্থ প্রতিষ্ঠা করা হয়েছে। শিবিরের অনুপ্রবেশকারীকে পদায়ন করায় ডুয়েট ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করা সম্ভব নয়। কমিটিতে শিবিরের সংশ্লিষষ্টতার প্রমাণ দিলেও কেন্দ্রীয় নেতৃত্ব তা আমলে নেয়নি।