সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালু থাকবে
Published: 22nd, January 2025 GMT
সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট বন্ধ করা হলে আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দিয়েছিলেন সিলেটের সুধীজনরা। মঙ্গলবার রাতে নগরীর দরগাহ গেটে একটি হোটেলে ইউকে এনআরবি সোসাইটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ হুশিয়ারি দেন। তবে সরাসরি এ ফ্লাইট বন্ধ হবে না বলে তাদের আশ্বস্ত করেছেন বিমানের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী। বুধবার তিনি সিলেটের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরীর কাছে এ তথ্য জানান।
আরিফুল হক চৌধুরী জানান, তিনি সিলেটবাসীর পক্ষে বিমানের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন। হজ ফ্লাইট নিয়ে বিভিন্ন রুটে বিমানের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। তবে সেটি এখনো চূড়ান্ত নয়। যদি ভাড়ায় উড়োজাহাজ পাওয়া যায়, তাহলে সিলেট-মানচেস্টার রুটে বিমানের কোনো ফ্লাইট স্থগিত হবে না বলে চেয়ারম্যান আশ্বস্থ করেছেন।
মঙ্গলবার রাতে মতবিনিময় সভায় আরিফুল হক চৌধুরী ছাড়াও বক্তব্য দেন ইউকে এনআরবি সোসাইটির পরিচালক জামাল উদ্দিন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মুনতাসির আলী, হবিগঞ্জের সাবেক এমপি শেখ সুজাত আলী, নগর বিএনপি সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর জামায়াতে ইসলামীর আমির ফখরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম বাসন, বেসরকাসি হাসপাতাল ও ক্লিনিক অ্যাসোসিয়েশন সভাপতি ডা.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঢাবিতে বর্ণাঢ্য ঈদ শোভাযাত্রা
পবিত্র ঈদুল ফিতরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য ঈদ শোভাযাত্রা বের করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান শোভাযাত্রায় নেতৃত্ব দেন।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় ঈদুল ফিতরের প্রথম জামাতের পর শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি টিএসসি হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়।
আরো পড়ুন:
বাকৃবির রাজিয়া হলে চার গণরুমে ১২৬ ছাত্রী, ৩২ জনের একটি বাথরুম
দেশের ১১৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘গ্রামীণ ইউনিভার্সিটি’
অধ্যাপক নিয়াজ আহমদ খান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। এ উপলক্ষে তিনি সবার জন্য অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
উপাচার্য বলেন, বর্তমানে দেশ এক কঠিন সময় অতিক্রম করছে। এ পরিস্থিতিতে সব ভেদাভেদ ভুলে সকলকে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে হবে। পরস্পর হাত ধরাধরি করে সুদৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে। মাহে রমজানের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা গ্রহণ করে ব্যক্তিগত জীবনে সৌহার্দ্য, সহমর্মিতা ও সহনশীলতার চর্চা অব্যাহত রাখতে হবে।
উন্নত, উদার ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান রাখেন অধ্যাপক নিয়াজ আহমদ খান।
ঢাকা/সৌরভ/রাসেল