আমি ন্যাচারালি এভাবেই খেলি- ২৯ ছক্কার রহস্য নিয়ে তানজিদ
Published: 22nd, January 2025 GMT
বাংলাদেশ প্রিমিয়ার লিগে তানজিদ হাসান তামিমের রানের চাকা ছুটছেই। বুধবার (২২ জানুয়ারি, ২০২৫) চিটাগং কিংসের বিপক্ষে ৯০ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন ঢাকা ক্যাপিটালসের ওপেনার। তার ব্যাটে ভর করে চিটাগংকে হারিয়ে তৃতীয় জয়ের স্বাদও পেয়েছে ঢাকা। ৫৪ বলে অপরাজিত ৯০ রানের ইনিংস সাজাতে ৩ চার ও ৭ ছক্কা হাঁকান তানজিদ।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বিপিএলের এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন তানজিদের। ছাড়িয়ে গেছেন তিনি তাওহীদ হৃদয়কে। এবারের আসরে ১০ ম্যাচে তানজিদের ছক্কা ২৯টি। গত বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ১৪ ম্যাচে ২৪টি ছক্কা মেরেছিলেন হৃদয়। এক বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার কীর্তি ছিল সেটিই।
নিজের ছক্কার এই অর্জনকে তানজিদ খুব বড় করে দেখছেন না। ২৯ ছক্কার রহস্য জানাতে গিয়ে নিজের সহজাত ব্যাটিং সামর্থ্যকে সামনে আনলেন, ‘‘আমি ন্যাচারালি এভাবেই খেলি। অনুশীলনে চেষ্টা করি নিজের যেটা শক্তির জায়গা সেটা নিয়ে কাজ করার এবং খেলায় যে ভুলগুলো করি সেগুলো নিয়ে কাজ করার। তো এটার (ছক্কার) কোনো রহস্য নেই আমি আমার স্বাভাবিক খেলা খেলি।’’
আরো পড়ুন:
উসমান-বিনুরার আচমকা বাদ পড়া নাকি অন্য কিছু!
তানজিদের ব্যাটে হেসে খেলে ঢাকার চিটাগং জয়
ছক্কার রেকর্ডে তানজিদের সামনে আছেন এখন কেবল ক্রিস গেইল। ২০১৭ আসরে ১১ ম্যাচে ৪৭টি ছক্কা মেরেছিলেন ক্যারিবীয়ান তারকা। রংপুর রাইডার্সের জার্সিতে সেবার বিপিএলের সবগুলো ম্যাচ খেলেছিলেন গেইল। এবার কি গেইলের রেকর্ড ভাঙবেন তানজিদ। কাজটা খুব কঠিন। কেননা ঢাকার প্লে’অফের আগে ম্যাচ বাকি দুইটি। প্লে’অফে সুযোগ হলেও ঢাকা কতদূর যেতে পারে তা বলা মুশকিল।
তবে রেকর্ড নিয়ে তানজিদের কোনো মাথা ব্যথা নেই কথায় বোঝা গেল, ‘‘আমি কখনই এভাবে চিন্তা করিনি। আমাদের সামনে আছে আর দুইটা ম্যাচ, সেগুলোতে কিভাবে ভালোভাবে শেষ করতে পারবো সেটাই পরিকল্পনায় রয়েছে, আমরা সবাই সেইভাবেই চিন্তা করছি। যদি এর মধ্যে হয়ে যায় (রেকর্ড) হয়ে যাবে। তবে আমি স্বাভাবিকভাবে যে পরিকল্পনায় খেলি সেভাবেই খেলার চেষ্টা করবো।’
ঢাকা পরবর্তী রাউন্ডে যাবে কি না নিশ্চিত নয়। নিজেদের হাতে থাকা শেষ দুই ম্যাচ নিয়েই চিন্তা তাদের, ‘‘সত্য কথা বলতে শেষ দিকে এসে এখন এগুলো (পরবর্তী রাউন্ডে যাওয়া) নিয়ে চিন্তা করছি না। আমরা শুধু ফোকাস করতে চাই সামনের ম্যাচগুলোতে। সামনের দুইটা ম্যাচ যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি হয়তোবা সুযোগ হতেও পারে। তবে এটা ভেবে আমরা আলাদা করে চাপ নিতে চাইনা কারণ আমাদের শুরুটা ভালো হয়নি। শুধু চেষ্টা থাকবে শেষ দুইটা ম্যাচ ভালোভাবে শেষ করার।’’
চট্টগ্রাম/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল ক র ক ট র কর ড র কর ড ব প এল
এছাড়াও পড়ুন:
ব্যবসায়িক আমন্ত্রণ করে অপহরণ, সেই ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার
বাগেরহাটের মোল্লাহাটে অপহৃত ৩ শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) গভীর রাতে উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া তিন শ্রীলঙ্কান নাগরিক হলেন- মালাভি পাথিরানা, পাথিরানা ও থুপ্পি মুদিইয়ানসেল্যাগ নীল।
আটককৃতরা হলেন- আমবাড়ি গ্রামের সেরাত কাজীর ছেলে কাজী এমদাদ হোসেন (৫২), সবুর শেখের ছেলে শহিদুল শেখ (২৪), চর কুলিয়া এলাকার এস এম শামসুল আলম (৪৫) ও গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের জাকির শেখের ছেলে জনি শেখ(৩৮)।
আরো পড়ুন:
বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় ভ্যানের চালক ও যাত্রী নিহত
অপহরণের অভিযোগে আটক ৪ জন
পুলিশ জানায়, শহিদুল শেখের ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল বাংলাদেশে আসেন তিন শ্রীলঙ্কান নাগরিক। পরবর্তীতে শ্রীলঙ্কায় তাদের পরিবারের সদস্যদের কাছে বাংলাদেশের একটি নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। পরে স্বজনেরা শ্রীলঙ্কায় বাংলাদেশ হাই-কমিশনে অভিযোগ দায়ের করেন।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, ‘‘হাই-কমিশনে দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মুক্তিপণের উদ্দেশ্যে আটকে রাখা তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে। সেই সঙ্গে অপহরণের সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/শহিদুল/রাজীব