আমি ন্যাচারালি এভাবেই খেলি- ২৯ ছক্কার রহস্য নিয়ে তানজিদ
Published: 22nd, January 2025 GMT
বাংলাদেশ প্রিমিয়ার লিগে তানজিদ হাসান তামিমের রানের চাকা ছুটছেই। বুধবার (২২ জানুয়ারি, ২০২৫) চিটাগং কিংসের বিপক্ষে ৯০ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন ঢাকা ক্যাপিটালসের ওপেনার। তার ব্যাটে ভর করে চিটাগংকে হারিয়ে তৃতীয় জয়ের স্বাদও পেয়েছে ঢাকা। ৫৪ বলে অপরাজিত ৯০ রানের ইনিংস সাজাতে ৩ চার ও ৭ ছক্কা হাঁকান তানজিদ।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বিপিএলের এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন তানজিদের। ছাড়িয়ে গেছেন তিনি তাওহীদ হৃদয়কে। এবারের আসরে ১০ ম্যাচে তানজিদের ছক্কা ২৯টি। গত বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ১৪ ম্যাচে ২৪টি ছক্কা মেরেছিলেন হৃদয়। এক বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার কীর্তি ছিল সেটিই।
নিজের ছক্কার এই অর্জনকে তানজিদ খুব বড় করে দেখছেন না। ২৯ ছক্কার রহস্য জানাতে গিয়ে নিজের সহজাত ব্যাটিং সামর্থ্যকে সামনে আনলেন, ‘‘আমি ন্যাচারালি এভাবেই খেলি। অনুশীলনে চেষ্টা করি নিজের যেটা শক্তির জায়গা সেটা নিয়ে কাজ করার এবং খেলায় যে ভুলগুলো করি সেগুলো নিয়ে কাজ করার। তো এটার (ছক্কার) কোনো রহস্য নেই আমি আমার স্বাভাবিক খেলা খেলি।’’
আরো পড়ুন:
উসমান-বিনুরার আচমকা বাদ পড়া নাকি অন্য কিছু!
তানজিদের ব্যাটে হেসে খেলে ঢাকার চিটাগং জয়
ছক্কার রেকর্ডে তানজিদের সামনে আছেন এখন কেবল ক্রিস গেইল। ২০১৭ আসরে ১১ ম্যাচে ৪৭টি ছক্কা মেরেছিলেন ক্যারিবীয়ান তারকা। রংপুর রাইডার্সের জার্সিতে সেবার বিপিএলের সবগুলো ম্যাচ খেলেছিলেন গেইল। এবার কি গেইলের রেকর্ড ভাঙবেন তানজিদ। কাজটা খুব কঠিন। কেননা ঢাকার প্লে’অফের আগে ম্যাচ বাকি দুইটি। প্লে’অফে সুযোগ হলেও ঢাকা কতদূর যেতে পারে তা বলা মুশকিল।
তবে রেকর্ড নিয়ে তানজিদের কোনো মাথা ব্যথা নেই কথায় বোঝা গেল, ‘‘আমি কখনই এভাবে চিন্তা করিনি। আমাদের সামনে আছে আর দুইটা ম্যাচ, সেগুলোতে কিভাবে ভালোভাবে শেষ করতে পারবো সেটাই পরিকল্পনায় রয়েছে, আমরা সবাই সেইভাবেই চিন্তা করছি। যদি এর মধ্যে হয়ে যায় (রেকর্ড) হয়ে যাবে। তবে আমি স্বাভাবিকভাবে যে পরিকল্পনায় খেলি সেভাবেই খেলার চেষ্টা করবো।’
ঢাকা পরবর্তী রাউন্ডে যাবে কি না নিশ্চিত নয়। নিজেদের হাতে থাকা শেষ দুই ম্যাচ নিয়েই চিন্তা তাদের, ‘‘সত্য কথা বলতে শেষ দিকে এসে এখন এগুলো (পরবর্তী রাউন্ডে যাওয়া) নিয়ে চিন্তা করছি না। আমরা শুধু ফোকাস করতে চাই সামনের ম্যাচগুলোতে। সামনের দুইটা ম্যাচ যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি হয়তোবা সুযোগ হতেও পারে। তবে এটা ভেবে আমরা আলাদা করে চাপ নিতে চাইনা কারণ আমাদের শুরুটা ভালো হয়নি। শুধু চেষ্টা থাকবে শেষ দুইটা ম্যাচ ভালোভাবে শেষ করার।’’
চট্টগ্রাম/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল ক র ক ট র কর ড র কর ড ব প এল
এছাড়াও পড়ুন:
ইসরায়েলের নতুন নিরাপত্তাপ্রধান হিসেবে সাবেক নৌ কমান্ডারকে বেছে নিলেন নেতানিয়াহু
ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের পরবর্তী প্রধান হিসেবে দেশটির সাবেক নৌ কমান্ডার এলি শারভিতকে বেছে নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
নেতানিয়াহুর কার্যালয় আজ সোমবার এই তথ্য জানিয়েছে। যদিও শিন বেতের বর্তমান প্রধান রোনেন বারকে বরখাস্তের আদেশ ইসরায়েলের সুপ্রিম কোর্ট স্থগিত করেছেন, তা সত্ত্বেও সংস্থাটির নতুন প্রধান হিসেবে এলিকে বেছে নিলেন নেতানিয়াহু।
নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, সাতজন যোগ্য প্রার্থীর ব্যাপকভিত্তিক সাক্ষাৎকার নেওয়ার পর প্রধানমন্ত্রী ইসরায়েলের নৌবাহিনীর সাবেক কমান্ডার ভাইস অ্যাডমিরাল এলিকে শিন বেতের পরবর্তী পরিচালক হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, এলি ৩৬ বছর সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করেছেন। তিনি পাঁচ বছর নৌ কমান্ডার ছিলেন। এই পদে থাকাকালে তিনি ইসরায়েলের জলসীমা প্রতিরক্ষায় নেতৃত্ব দিয়েছেন। হামাস, হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে জটিল অভিযান পরিচালনা করেছেন।
শিন বেতের প্রধান রোনেন বারের বরখাস্তের বিষয়টি গত ২০ মার্চ আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে ইসরায়েলি মন্ত্রিসভা। সিদ্ধান্ত হয়, বারের দায়িত্বের শেষ দিন হবে ৮ এপ্রিল।
২০২১ সালের অক্টোবরে শিন বেতের প্রধান হিসেবে পাঁচ বছর মেয়াদে বারকে নিযুক্ত করা হয়েছিল। ২০ মার্চ নেওয়া সিদ্ধান্তের আগেই নেতানিয়াহু এক ভিডিও বিবৃতিতে বারকে বরখাস্ত করার বিষয়ে তাঁর ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। তখন তিনি বারের সঙ্গে তাঁর চলমান অবিশ্বাসের কথা উল্লেখ করেছিলেন।
আরও পড়ুনইসরায়েলের নিরাপত্তাপ্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু২১ মার্চ ২০২৫তবে বারকে বরখাস্তের বিষয়ে নেতানিয়াহু সরকারের আদেশ আটকে দেন ইসরায়েলের সুপ্রিম কোর্ট। ইসরায়েলের বিরোধী রাজনীতিকসহ কয়েকটি গোষ্ঠী বারকে বরখাস্তের সরকারি আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশটির সর্বোচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বারকে বরখাস্তের সরকারি আদেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন। আদালত বলেছেন, আগামী ৮ এপ্রিলের আগে আপিল উপস্থাপন না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
২১ মার্চ সুপ্রিম কোর্টের এই আদেশের পর ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারা বলেছিলেন, নেতানিয়াহু এখন শিন বেতের নতুন প্রধান নিয়োগ করতে পারবেন না।
আরও পড়ুনইসরায়েলের নিরাপত্তাপ্রধানকে বরখাস্তের আদেশ আটকে দিলেন সুপ্রিম কোর্ট ২২ মার্চ ২০২৫কিন্তু নেতানিয়াহু জোর দিয়ে বলেন, ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার প্রধান কে হবেন, সেই সিদ্ধান্ত তাঁর সরকার নেবে।
নেতানিয়াহু সরকার ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা আঁচ করতে ব্যর্থতার দায় বারের ওপর চাপায়। মূলত এর পর থেকেই বারের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।
আরও পড়ুন‘নেতানিয়াহু ইসরায়েলের বড় শত্রু’: ইসরায়েলে টানা তৃতীয় দিন ব্যাপক বিক্ষোভ২৩ মার্চ ২০২৫